Saturday, January 23, 2021

ক্যামাট—১ : ২০২০-২১


নির্দেশাবলী—
১. সময় : এমসিকিউ— ৫০ মিনিট এবং লিখিত— ৪০ মিমিট; মোট— ১ ঘণ্টা ৩০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. এমসিকিউতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
লিখিততে প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য পূর্ণ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে আংশিক নম্বর পাওয়া যাবে; প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের পাশে "———" চিহ্নের পরে দেওয়া আছে।
৪. এমসিকিউতে বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৬ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১২ সহ মোট পাশ মার্ক ৩০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ৩০ নম্বর পেতে হবে।
লিখিততে পাশ মার্ক ১২; এ অংশে বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে পাশ করতে হবে না।
সম্মিলিত পাশ মার্ক ৪৮; অর্থাৎ এমসিকিউ এবং লিখিত উভয় অংশে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে দুইটির মার্ক যোগ করে ৪৮ হতে হবে।
৫. এটি যেহেতু সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি তাই নিজেই এমসিকিউ উত্তরপত্রে এমসিকিউ উত্তর করুন এবং লিখিতর জন্য খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note: এই মডেল টেস্টটি ২০১৯ সালে চালু হওয়া ঢাবির নতুন পদ্ধতির "খ" ইউনিটের প্রশ্নের অনুকরণে নেওয়া হলো। এবছর বৈশ্বিক পরিস্থিতির কারণে ঢাবি ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা নিতে চাইলেও সেই পরীক্ষার এমসিকিউ এবং লিখিত অংশের অভ্যন্তরীণ মানবণ্টন ও প্রশ্নের ধরণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য না দেওয়ার গত বছরের পদ্ধতিতেই এই মডেল টেস্টটি নেওয়া হলো; তবে এটি পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।


♦ এমসিকিউ
সময় : ৫০ মিনিট ; মার্কস— ৭৫

[] বাংলা
১. অনুপমকে তার মামা কোথায় গিয়ে বসতে বলেছিল?
ক. কনের পাশে   খ. সভায়   গ. দক্ষিণের ঘরে   ঘ. অন্দরমহলে

২. অন্তর পরিপূর্ণ হয় কীসের দ্বারা?
ক. জীবনবোধ ও মূল্যবোধ   খ. সাহিত্য-শিল্পকলা   গ. অর্থসম্পদ ও ভোগ্যবস্তু   ঘ. ক্ষমতা ও আধিপত্য

৩. 'আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত'— এখানে দাসত্ব বলতে বুঝানো হয়েছে—
ক. কৃতদাস হওয়া   খ. ভণ্ডগুরুর শিষ্যত্ব   গ. ঊর্ধ্বতনের তাবেদার   ঘ. প্রভুর আনুগত্য

৪. বায়ান্নর দিনগুলোতে ফরিদপুরের জেলে লেখকের কারাসঙ্গী ছিলেন কে?
ক. আমজাদ   খ. সোহরাব    গ. শামসুল হক    ঘ. মহিউদ্দিন

৫. অরণ্য হবে আরও সবুজ/ নদী আরও __________ / পাখিরা নীড়ে ঘুমোবে— কবিতাংশটির শূন্যস্থানে কী হবে?
ক. প্রশস্ত   খ. স্রোতময়   গ. কল্লোলিত   ঘ. উজ্জীবিত

৬. ধানের গন্ধের মতো তরুণ কে?
ক. শঙ্খচিল   খ. লক্ষ্মীপেঁচা   গ. সুদর্শন   ঘ. শঙ্খমালা

৭. সমস্ত নদীর অশ্রু অবশেষে _________ মেশে। শূন্যস্থানে হবে—
ক. বঙ্গোপসাগরে    খ. সমুদ্রে   গ. ব্রহ্মপুত্রে   ঘ. জলীয়বাষ্পে

৮. 'বেলাভূমি' কী?
ক. সমুদ্র সৈকত   খ. বালুচর   গ. একটি স্থানের নাম   ঘ. বিনোদন কেন্দ্র

৯. 'সূর্য' এর সমার্থক শব্দ নয় নিম্নের কোনটি?
ক. রবি   খ. ভাস্কর   গ. অয়ন   ঘ. সবিতা

১০. 'রবীন্দ্র' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. রবি + ঈন্দ্র   খ. রব + ইন্দ্র   গ. রবী + ইন্দ্র   ঘ. রবি + ইন্দ্র

১১. নিম্নের কোনটি সঠিক বানান?
ক. গণ্ডুষ   খ. গণ্ডূষ   গ. গন্ডুষ   ঘ. গন্ডূষ

১২. Archaeology — এর বাংলা পরিভাষা কী?
ক. প্রত্নতত্ত্ব    খ. নৃবিজ্ঞান   গ. স্থাপত্যবিদ্যা   ঘ. চিত্রকলা

১৩. 'মুখ হিসেবে কাজ করে যে' এককথায় হবে—
ক. মুখোশ   খ. মুখপাত্র   গ. প্রতিনিধি   ঘ. মুখ্য

১৪. আমরা কয়েক বন্ধু পেক্ষাগৃহে ঢুকে দেখলাম আমাদের সকলের জন্যই আলাদা আসন রয়েছে, ক্লাসরুমের ছোট বেঞ্চের মতো কস্ট করে বসতে হবে না, বেশ আরামেই সিনেমাটি দেখা যাবে — চলিত রীতির এই বাক্যটিতে কতটি ভুল আছে?
ক. একটি   খ. দুইটি   গ. তিনটি   ঘ. চারটি

১৫. "গণতন্ত্র"— এর ব্যাসবাক্য কোনটি?
ক. গণ হইতে তন্ত্র   খ. গণ ও তন্ত্র   গ. গণের তন্ত্র   ঘ. গণ রূপ তন্ত্র

১৬. "He takes after his father" এর বাংলা অনুবাদ হলো—
ক. সে তার পিতার দায়িত্ব নিয়েছে
খ. সে তার পিতার অনুসারী
গ. সে দেখতে তার পিতার মতো
ঘ. সে তার পিতার উত্তরাধিকারী


[] General English

1. One of the ________ of poetry is the music it creates with word.
a. charming   b. charm   c. charms   d. charmed

2. Who was the writer of "Gulliver's Travel"?
a. Robert Henrik   b. Jonathon Swift   c. Stephen Mayer   d. William Blake

3. Langston Hughes's Poem: For if dreams die/ Life is a ____________.
a. broken-winged bird   b. waterless sea   c. cropless field   d. fruitless tree.

4. The opportunity to get university education in our country is—
a. sufficient   b. limited   c. comprehensive   d. satisfactory

5. Which one of these is a clean energy source?
a. Diesel   b. Hydropower   c. Coal   d. Fossil fuel

6. Synonym of the word 'enrolment' is—
a. Promotion   b. Taskforce   c. Notice   d. Inclusion

7. Tabassum offered me some recipes of mushroom those were ________ delicious.
a. tastes   b. tasted   c. tasting  d. taste

8. If you work hard, you will be _________ in life.
a. success    b. successing   c. succeed   d. succeeded

9. Asif is talking with Sadia ________ phone.
a. on   b. by   c. to   d. over

10. According to the seance of literature and philosophy 'Renaissance' means—
a. The revival of learning   b. Revolution   c. Industrialization   d. Vast change

11. Choose the correct spelling from the following—
a. Amination   b. Animation   c. Aminasion   d. Animetion

12. The word 'withstand' is a/an—
a. Noun   b. Preposition   c. Adjective   d. Verb

13. Change the narration: I said, "Do it".
a. I said that it should be done.
b. I said that let it be done.
c. I said to do it
d. I ordered someone to do it.

14. He left the place with bag and baggage— Identify where an error has been occurred in this sentence.
a. left   b. with   c. baggage   d. None of the above

15. A canning fox was passing through a forest— Which will be the complex form of this sentence?
a. A fox was passing through a forest that was canning.
b. This is canning fox that was passing through a forest.
c. Both of the above
d. None of the above.

16. Choose the correct sentence—
a. One of my friends is a lawyer.
b. One of my friend are a lawyer.
c. One of my friends are a lawyer.
d. One of my friend is a lawyer.


[] সাধারণ জ্ঞান

১. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?
ক. রেডক্লিফ   খ. জেমস রেনেল   গ. জয়নুল আবেদীন   ঘ. কামরুল হাসান

২. বঙ্গভঙ্গের ফলে ঢাকা রাজধানী হয়—
ক. পূর্ববঙ্গ ও আসামের   খ. বাংলার   গ. বঙ্গদেশের   ঘ. বাংলাদেশের

৩. 'ম্রো' নৃগোষ্ঠীর বসবাস বাংলাদেশের কোথায়?
ক. সিলেট   খ. বান্দরবান   গ. রাঙামাটি   ঘ. খাগড়াছড়ি

৪. সোমপুর মহাবিহার কোন শতকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন?
ক. ষষ্ঠ   খ. সপ্তম   গ. অষ্টম   ঘ. দশম

৫. নিম্নের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
ক. জাতীয় সংসদ   খ. সুপ্রিম কোর্ট   গ. কর্ম কমিশন   ঘ. জাতীয় মানবাধিকার কমিশন

৬. সম্প্রতি শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন বাংলাদেশের কোন তরুণ?
ক. সুমন কবীর   খ. সাদাত রহমান   গ. রাফসান তমাল   ঘ. ওয়াসিক ফারহান

৭. অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কততম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. প্রথম   খ. দ্বিতীয়   গ. তৃতীয়   ঘ. চতুর্থ

৮. মুজিব শতবর্ষের লোগো ডিজাইন করেন কে?
ক. আদিব হাসান   খ. আহসান হাবীব   গ. শিশির শুভ   ঘ. সব্যসাচী হাজরা

৯. 'ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি'— পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয় ইউনেস্কো নির্বাহী বোর্ডের কততম অধিবেশনে?
ক. ২০৭ তম   খ. ২০৮ তম   গ. ২০৯ তম   ঘ. ২১০ তম

১০. ঢাকাই মসলিন চতুর্থ বাংলাদেশী পণ্য হিসেবে জিআই (জিওগ্রাফিক্যাল ইনডেক্স) নিবন্ধন লাভ করে কত তারিখে?
ক. ২২ ডিসেম্বর ২০২০   খ. ২৪ ডিসেম্বর ২০২০   গ. ২৬ ডিসেম্বর ২০২০   ঘ. ২৮ ডিসেম্বর ২০২০

১১. বাংলাদেশী ঔষধ কোম্পানি গ্লোব বায়োটেক এর আবিষ্কৃত করোনা ভ্যাকসিন এর নাম কী?
ক. এন্ট্রিকোভিড  গ. কোভিড সল্যুশন   গ. ব্যানকোভিড   ঘ. কোভ্যাক্স

১২. জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের রূপরেখা হচ্ছে—
ক. ইউএনএফসিসি   খ. ইউএনএসসি   গ. ইউএনএফএসসি   ঘ. ইউএনএফপিসি

১৩. ইন্টারফ্যাক্স কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?
ক. যুক্তরাজ্য   খ. রাশিয়া   গ. ফ্রান্স   ঘ. পোল্যান্ড

১৪. ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন কতটি ইলেক্টোরাল ভোট লাভ করেন?
ক. ২৯৬ টি   খ. ৩০৬ টি  গ. ৩০৯ টি   ঘ. ৩১০ টি

১৫. ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা সম্প্রতি কত তারিখে প্রয়াত হন?
ক. ২৪ নভেম্বর ২০২০  খ. ২৫ নভেম্বর ২০২০  গ. ২৬ নভেম্বর ২০২০   ঘ. ২৭ নভেম্বর ২০২০

১৬. লুজান চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে?
ক. ১৯২০ খ্রিস্টাব্দে   খ. ১৯২২ খ্রিস্টাব্দে   গ. ১৯২৩ খ্রিস্টাব্দে   ঘ. ১৯২৪ খ্রিস্টাব্দে

১৭. টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর প্রধান লক্ষ্য হলো—
ক. সুশাসন প্রতিষ্ঠা   খ. দারিদ্র্য নির্মূল   গ. মানবাধিকার নিশ্চিত   ঘ. শিশুস্বাস্থ্যের উন্নয়ন

১৮. 'হাভানা' কোন দেশের রাজধানী?
ক. সুইডেন   খ. হাঙ্গেরি  গ. কিউবা   ঘ. ক্রোয়েশিয়া

১৯. 'গ্লোবাল কার্বন প্রজেক্ট' কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন?
ক. ইংল্যান্ড   গ. সুইজারল্যান্ড   গ. অস্ট্রেলিয়া   ঘ. রাশিয়া

২০. সিসিলি কোন দেশের দ্বীপ?
ক. ডেনমার্ক   খ. ইতালি   গ. স্পেন   ঘ. গ্রীস

২১. বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার টিকা বণ্টন কর্মসূচির নাম কী?
ক. মিশনভ্যাক্স   খ. কোভ্যাক্স   গ. কো-সল্যুশন   ঘ. ভ্যাক্সসল

২২. নিম্নের কোনটি একটি বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা?
ক. নাসা   খ. স্পেসএক্স   গ. ইসা   ঘ. ইসরো

২৩. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কী বিষয়ক সংস্থা?
ক. আইনশৃঙ্খলা   খ. মানবাধিকার   গ. স্বেচ্ছাসেবী   ঘ. শরণার্থী

২৪. মাস্ক (Mask) শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. গ্রিক   খ. লাতিন   গ. স্প্যানিশ   ঘ. ফরাসি

২৫. 'দ্য প্রিন্স’ গ্রন্থটি কার লেখা?
ক. ম্যাকিয়াভেলি   খ. প্লেটো   গ. নেপোলিয়ন   ঘ. জন আর্থার

২৬. অর্থনীতিতে শ্রম বিভাগ তত্ত্ব এর প্রবর্তক কে?
ক. পল স্যামুয়েলশন   খ. অ্যাডাম স্মিথ   গ. এল রবিন্স   ঘ. জেএস মিল

২৭. GSM - এর পূর্ণরূপ হলো—
ক. Global System for Mobile Telecommunication
খ. Global System for Management
গ. Global System for Mobile Communication
ঘ. Global System for Mobile Management

২৮. নিম্নের কোন চিহ্নটি ছাড়া ওয়েব অ্যাড্রেস লেখা সম্ভব নয়?
ক. / (স্ল্যাশ)   খ. . (ডট)   গ. @ (অ্যাড দ্য রেট)  ঘ. # (হ্যাশ)


♦ লিখিত
সময় : ৪০ মিনিট ; মার্কস— ৪৫

[] বাংলা

1. অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর (ক-ঘ) উত্তর দাও: ——— ২.৫ × ৪ = ১০
সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। কিন্তু দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। প্রশংসা পাওয়ার, প্রেমলাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না।
সর্বদা তার মনে দুঃখ। তার ধারণা, যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। তার মতো অবস্থায় অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে বেদনাভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠতো। সে ভাবত তার থাকবে প্রাচ্য-চিত্র-শোভিত, উচ্চ ব্রোঞ্জ এর আলোকমণ্ডিত পার্শকক্ষ। আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহ-ভৃত্য। তারা খাটো পায়জামা পরে যে আরামকেদারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারি হাওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে, তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে।

ক) নারীর সর্বাপেক্ষা বড় শক্তি সৌন্দর্য্য, যা তার ছিল তবুও সে খুশি ছিল না কেনো?
খ) যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেসবের জন্যই তার জন্ম হয়েছে— এই বিশ্বাস তার ভেতরে কীভাবে জন্মেছে?
গ) সুন্দর জিনিসগুলোর জন্যই তার জন্ম — তার এই বিশ্বাস যে ভুল ছিল তা ব্যাখ্যা করো।
ঘ) গৃহের দরিদ্রময় আসবাবপত্র তার আত্মতুষ্ট থাকতে না পারার কষ্টকে কীভাবে বাড়িয়ে দিতো?

2. সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা করো : ——— ২.৫ × ২ = ৫
ক) 'নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেতো, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না।'
খ) 'অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
     সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে।'

3. বঙ্গানুবাদ করো : ——— ৫
Children's right to education also implies that the school they go to will have a pleasant and learning-friendly environment where everyone will have an enjoyable time. Teachers will be kind, caring and supportive and children will feel relaxed. No harsh words will be spoken to them and special care will be taken of children with learning disabilities.

4. বাক্য গঠন করো : ——— ১ × ৫ = ৫
নেপথ্যে, মনুষ্যত্ব, স্থুলবুদ্ধি, প্রগলভ, প্রজ্বলিত


[] General English

5. Write a paragraph including your won views on 'The Pace Movement'. ——— 10

6. Fill in each gap of the following passage with appropriate word(s) from the basket given below : ——— 1 × 5 = 5
[ some,  empowers,  span,  barrage,  critically,  easily,  everywhere,  space,  decisions ]

Thinking ________ and making the best use of the ________ of information that comes their way everyday on the Web, in the media, in homes, workplaces and ________ else. Critical thinking ________ people to assess the credibility, accuracy and value of information, analyze and evaluate information, make reasoned ________ and take purposeful action.

7. Make sentence with each of the following words : ——— 1 × 5 = 5
Public figure, Diplomacy, Implementation, Phenomenon, Protestation



উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639