Monday, August 2, 2021

২০২০ সালের মডেল টেস্টগুলোর প্রাসঙ্গিক কথা—


২০২০ সালের মডেল টেস্টগুলো ২০১৯ সালে চালু হওয়া ঢাবির নতুন পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নে নেওয়া হলো। ২০২০ সালে বৈশ্বিক পরিস্থিতির কারণে ঢাবি ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা নিতে চাইলেও সেই পরীক্ষার এমসিকিউ এবং লিখিত অংশের অভ্যন্তরীণ মানবণ্টন ও প্রশ্নের ধরণ সম্পর্কে যথাসময়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না দেওয়ার ২০১৯ সালের প্রশ্নের পদ্ধতিতেই ২০২০ সালের মডেল টেস্টগুলো নেওয়া হলো।
পাশাপাশি ২০২০ সালের তৃতীয় মডেল টেস্টটি কোভিড-১৯ পরিস্থিতির জন্য সংগঠিত গুচ্ছ পদ্ধতির সম্ভাব্য মানবণ্টনে নেওয়া হলো। চূড়ান্ত পরীক্ষার পূর্বে এই প্রাথমিকভাবে ঘোষিত মানবণ্টন পরিবর্তিত হতেও পারে। তবে এসব মডেল টেস্ট পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।


Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

No comments:

Post a Comment