Wednesday, September 29, 2021

Add

ঘোষণাপত্র—
"চতরাপিডিয়া ট্যালেন্ট কনটেস্ট—২০২১" এর ঘোষণাপত্র দেখতে নিম্নের ফটোটি ওপেন করুন কিংবা এখানে—ক্লিক—করুন।

+

প্রশ্নপত্র—
"চতরাপিডিয়া ট্যালেন্ট কনটেস্ট—২০২১" এর মেধা যাচাই পরীক্ষার প্রশ্নপত্র দেখতে এখানে—ক্লিক—করুন।

+

উত্তরমালা—
"চতরাপিডিয়া ট্যালেন্ট কনটেস্ট—২০২১" এর মেধা যাচাই পরীক্ষার এমসিকিউ উত্তরমালা নিম্নে দেওয়া হলো—
[] বাংলা : ১—খ, ২—খ, ৩—ঘ, ৪—খ, ৫—ক, ৬—খ, ৭—গ, ৮—গ, ৯—ক, ১০—গ।
[] English : 1—d, 2—a, 3—b, 4—b, 5—d, 6—c, 7—b, 8—b, 9—d, 10—c.
[] গণিত : ১—খ, ২—খ, ৩—গ, ৪—ক, ৫—গ, ৬—খ, ৭—ক, ৮—খ, ৯—ক, ১০—ক।
[] বিজ্ঞান : ১—ক, ২—ক, ৩—খ, ৪—ক, ৫—খ, ৬—ঘ, ৭—খ, ৮—ঘ, ৯—ক, ১০—খ।
[] সাধারণ জ্ঞান ও আইকিউ : ১—গ, ২—খ, ৩—গ, ৪—ঘ, ৫—ঘ, ৬—গ, ৭—গ, ৮—খ, ৯—ঘ, ১০—গ, ১১—গ, ১২—খ, ১৩—গ, ১৪—গ, ১৫—ক, ১৬—ক, ১৭—খ, ১৮—ঘ, ১৯—ঘ, ২০—ঘ।

ফলাফল—
"চতরাপিডিয়া ট্যালেন্ট কনটেস্ট—২০২১" এর ফলাফল দেখতে নিম্নের ফটোটি ওপেন করুন কিংবা এখানে—ক্লিক—করুন।

+

Note : "চতরাপিডিয়া ট্যালেন্ট কনটেস্ট—২০২১" এর মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের উত্তরপত্র দেখতে এখানে—ক্লিক—করুন এবং zip ফাইল ডাউনলোড করুন।
এরপর zip ফাইল Extract করে নিন এবং ফোন্ডার থেকে অংশগ্রহনকারী প্রতিযোগীর নাম অনুযায়ী পিডিএফ ওপেন করুন। সহজে খুঁজে পেতে প্রতিযোগী উক্ত পরীক্ষার খাতায় যেভাবে নাম লিখেছিল হুবহু সেখানে নাম লিখে ডকুমেন্ট সার্চ করুন।

ধন্যবাদ | চতরাপিডিয়া
ওয়েব : chatrapedia.com
ফেসবুক : facebook.com/chatrapedia
ফোন : 01746315639h

Monday, August 2, 2021

Tests


ভূমিকা এবং টুলস্—

২০১৯ সালের মডেল টেস্টসমূহ—

২০২০ সালের মডেল টেস্টসমূহ—

Note : প্রশ্ন প্রিন্ট করে সুবিধামতো পরীক্ষা দিতে A4 সাইজ পেজে ক্যামাট প্রশ্নব্যাংক পেতে +8801746315639 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন।

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan

২০২০ সালের মডেল টেস্টগুলোর প্রাসঙ্গিক কথা—


২০২০ সালের মডেল টেস্টগুলো ২০১৯ সালে চালু হওয়া ঢাবির নতুন পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নে নেওয়া হলো। ২০২০ সালে বৈশ্বিক পরিস্থিতির কারণে ঢাবি ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা নিতে চাইলেও সেই পরীক্ষার এমসিকিউ এবং লিখিত অংশের অভ্যন্তরীণ মানবণ্টন ও প্রশ্নের ধরণ সম্পর্কে যথাসময়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না দেওয়ার ২০১৯ সালের প্রশ্নের পদ্ধতিতেই ২০২০ সালের মডেল টেস্টগুলো নেওয়া হলো।
পাশাপাশি ২০২০ সালের তৃতীয় মডেল টেস্টটি কোভিড-১৯ পরিস্থিতির জন্য সংগঠিত গুচ্ছ পদ্ধতির সম্ভাব্য মানবণ্টনে নেওয়া হলো। চূড়ান্ত পরীক্ষার পূর্বে এই প্রাথমিকভাবে ঘোষিত মানবণ্টন পরিবর্তিত হতেও পারে। তবে এসব মডেল টেস্ট পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।


Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

২০১৯ সালের মডেল টেস্টগুলোর প্রাসঙ্গিক কথা—


২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন পরীক্ষা পদ্ধতি চালু হয় তথা এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা চালু করা হয়। এই নতুন পরীক্ষা পদ্ধতির বাস্তবায়ন ছিল অনেক ঘটনাবহুল।
সে বছর সেই লিখিত পরীক্ষার প্রশ্ন কীরূপ হবে ও এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রত্যেকটির ভিতরের মানবণ্টন ও দুই অংশের সময় বণ্টন কীরূপ হবে তা ঢাবি কতৃপক্ষ চূড়ান্ত করেছিল পরীক্ষা নেওয়ার মাত্র কয়েকদিন আগে। আর আমরা তার আগেই বিভিন্ন সময়ে তারা যে সম্ভব্য সিদ্ধান্তগুলোর কথা জানিয়েছিল সেইভাবে সম্ভাব্য পদ্ধতিতে মডেল টেস্টগুলো নিয়েছিলাম; এমনকি তারা একবার সিদ্ধান্ত নিয়েছিল লিখিত অংশ সৃজনশীল করবে, আমরা তখন সম্ভাব্য সৃজনশীল প্রশ্নে লিখিত অংশের মডেল টেস্ট নিয়েছিলাম যদিও তারা আর পরবর্তীতে লিখিত অংশ সৃজনশীল করে নাই এবং পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তে এসে লিখিত অংশের প্রশ্ন শুধু বাংলা ও ইংরেজি থেকে করা হয়, সাধারণ জ্ঞান থেকে লিখিত অংশে কোনো প্রশ্ন করা হয়নি। তাই বিভিন্ন সময়ের সিদ্ধান্তে লিখিত অংশের মডেল টেস্ট প্রশ্ন করতে গিয়ে লিখিত অংশের প্রশ্ন বিভিন্ন টাইপের হয়ে গেছে। এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই; এতে অ্যাডভান্সড হয়ে কাজটি করায় স্বাভাবিকভাবেই কিছু জিনিস চূড়ান্ত প্রশ্নের ধরণের সাথে একটু এদিক সেদিক আছে।

এমনকি আমরা মডেল টেস্টে এমসিকিউ এর নম্বর বণ্টন করেছিলাম ঢাবির পূর্ববর্তী বছরগুলোর ভর্তি পরীক্ষার নম্বরের সাথে হিসেব করে ঐকিক নিয়ম করে; তখন প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ নম্বর পাওয়া যেতো এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা হতো, অর্থাৎ ৪ টি ভুল উত্তরের জন্য ১ টি সঠিক উত্তরের সমান নম্বর কাটা হতো। ২০১৯ এর নতুন মানবণ্টনে এখন প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়, অর্থাৎ ৫ টি ভুল উত্তরের জন্য ১ টি সঠিক উত্তরের সমান নম্বর কাটা হয়।

আমরা মডেল টেস্টে সময় বণ্টনের ক্ষেত্রেও ঢাবির পূর্বের বছরগুলোর পরীক্ষার সাথে ঐকিক নিয়ম করে সময় বণ্টন করেছিলাম। চূড়ান্ত সিদ্ধান্তে এসে ঢাবি এমসিকিউ এর জন্য ৫০ মিনিট এবং লিখিত অংশের জন্য ৪০ মিনিট সময় নির্ধারণ করে দেয়।

তাই ২০১৯ সালের মডেল টেস্টগুলোর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে চূড়ান্ত প্যাটার্ন এর মতো করে সাজিয়ে সেই পরীক্ষাগুলো আবার নেওয়াটা নিরর্থক। সেসব যেভাবে নেওয়া হয়েছে সেভাবেই ওয়েবে সংরক্ষণ করা হয়েছে। তোমরা সেই পরীক্ষাগুলো সেভাবেই দাও; এতেও তোমাদের উপলব্ধি অনেক উন্নত হবে।

আমরা বরং ২০২০ সালের মডেল টেস্টগুলো চূড়ান্ত পদ্ধতিতে অর্থাৎ ২০১৯ সালে ঢাবির ভর্তি পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে সেভাবে নেবো। তোমরা মডেল টেস্টগুলো অ্যাপস ব্যবহার করে কিংবা ওয়েবসাইট ভিজিট করে Tests অপশনে গিয়ে দিতে পারবে।


Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Friday, July 30, 2021

ক্যামাট—৩ : ২০২০-২১


নির্দেশাবলী—
১. সময় : ১ ঘণ্টা।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
৪. বাংলাতে পাশ মার্ক ১১, ইংরেজিতে পাশ মার্ক ১০ আর আইসিটিতে পাশ মার্ক ৭ এবং সমন্বিত পাশ মার্ক ৪০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং আইসিটি প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ৪০ নম্বর পেতে হবে।
৫. এটি যেহেতু সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি তাই নিজেই খাতার সাদা পাতায় উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note : এই মডেল টেস্টটি গুচ্ছ পদ্ধতির সম্ভাব্য মানবণ্টনে নেওয়া হলো। চূড়ান্ত পরীক্ষার পূর্বে এই প্রাথমিকভাবে ঘোষিত মানবণ্টন পরিবর্তিত হতেও পারে। তবে এটি পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।


[] বাংলা

১. অনুপম কার রুচি ও দক্ষতার উপর ষোলআনা নির্ভর করতে পারে?
ক. হরিশ   খ. কল্যাণী   গ. বিনুদাদা   ঘ. শম্ভুনাথ

২. সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশ বিলুপ্ত হইয়াছে— বাক্যটি কোন রচনার অংশবিশেষ?
ক. অপরিচিতা   খ. চাষার দুক্ষু   গ. জাদুঘরে কেনো যাবো   ঘ. নেকলেস

৩. কোন জিনিসটি যেদিন সত্যি সত্যিই আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হবো, তার আগে কিছুতেই নয়?
ক. আত্ননির্ভরতা   খ. প্রাকৃতিক সম্পদ   ঘ. পারিবারিক শক্তি   ঘ. সমাজিক সংস্কার

৪. প্রকৃতির কোন উপাদানটির দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়?
ক. পানি   খ. বায়ু   গ. বৃক্ষ   ঘ. পাখি

৫. এক সুপ্ত আহবানে সাড়া দিয়ে লেখক দুইদিনের ছুটিতে গ্রামে গিয়েছিলেন কোন ঋতুতে?
ক. গ্রীষ্মে   খ. শরতে   গ. শীতে   ঘ. বসন্তে

৬. 'খোয়াবনামা' উপন্যাসটি কার লেখা?
ক. আখতারুজ্জামান ইলিয়াস   খ. সৈয়দ শামসুল হক   গ. রবীন্দ্রনাথ ঠাকুর   ঘ. আহসান হাবীব

৭. নুরুল হুদা ছিলেন একজন—
ক. সাংবাদিক   খ. লেকচারার   গ. উপসচিব   ঘ. পোস্ট মাস্টার

৮. "হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি" — একথা কে বলেছিল?
ক. শেখ রেহানা   খ. শেখ জামাল   গ. শেখ কামাল   ঘ. শেখ রাসেল

৯. ল্যুভর মিউজিয়াম আছে কোন দেশে?
ক. আমেরিকায়   খ. ব্রিটেনে   গ. ফ্রান্সে   ঘ. গ্রিসে

১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম-মৃত্যু সাল কোনটি?
ক. ১৮৬৮—১৯৪১   খ. ১৮২৪—১৮৭৩   গ. ১৮৩৮—১৮৯৪   ঘ. ১৮১৫—১৮৮৯

১১. 'সৈমিত্রি' কার অপর নাম?
ক. রাম   খ. লক্ষণ   গ. মেঘনাদ   ঘ. বিভীষণ

১২. বিশাল পৃথিবীর প্রকৃতি দেখতে সীমাবদ্ধতা থাকায় মানুষ কী করে?
ক. গল্পগুজব করে   খ. ভ্রমণবৃত্তান্ত পড়ে   গ. সিনেমা দেখে   ঘ. গান শোনে

১৩. অমৃত হিয়ার নিভৃত অন্তরালে কে হাসছেন?
ক. জন্মপূর্ব আত্না  খ. প্রয়াত পিতা   গ. শিক্ষাগুরু   ঘ. প্রভু

১৪. শঙ্খমালা জন্মছিল কীসের ভিতরে?
ক. কাদা  খ. পানি   গ. ঘাস আর ধান   ঘ. পাহাড় ও নদী

১৫. কোন অস্ত্র আধিপত্যের লোভকে নিশ্চিহ্ন করে দিয়ে মানুষকে সমাবিষ্ট করে?
ক. বুদ্ধি   খ. শক্তি   গ. সাহস   ঘ. ভালোবাসা

১৬. শহরের পথে থরে থরে কী ফুটেছে?
ক. মাধবীলতা   খ. কৃষ্ণচূড়া   গ. জারুল   ঘ. শিমুল ফুল

১৭. প্রবহমান নদী কাকে পুরস্কৃত করবে?
ক. যে সাঁতার জানে   খ. যে মৎস্য লালন করে   গ. যে নৌকা চালাতে পারে   ঘ. যে সাগরের ডুবুরি

১৮. গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে—
ক. আটষট্টি হাজার   খ. উনসত্তর হাজার   গ. ছাপ্পান্ন হাজার  ঘ. সাতষট্টি হাজার

১৯. সত্যিকার পাখি সবুজ অরণ্যের কোথায় বসে আছে?
ক. কড়ইয়ের ডালে   খ. শিরিস গাছে   গ. সেগুন গাছে   ঘ. চন্দনের ডালে

২০. কবি তার প্রাণ স্বপ্নকে কোথায় রেখেছেন?
ক. এভারেস্টের চূড়ায়   খ. প্রশান্ত মহাসাগরে   গ. পাতালের গভীরে   ঘ. বঙ্গোপসাগরে

২১. যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস নাক ও মুখ দিয়ে একই সাথে বেরিয়ে যায় তাকে বলে—
ক. অনুনাসিক   খ. নাসিক্য   গ. পার্শ্বিক   ঘ. স্পৃষ্ট

২২. 'অপস্রিয়মাণ' অর্থ কী?
ক. ক্রমশ লুপ্ত হচ্ছে এমন   খ. অসৎ সঙ্গের প্রতি অভ্যস্ত   গ. বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র   ঘ. শুনেও না শোনার ভান

২৩. 'বহু দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞান' এককথায় হবে—
ক. জ্ঞানার্জন   খ. অভিজ্ঞতা   গ. প্রদর্শন  ঘ. ভূয়োদর্শন

২৪. নিম্নের কোন বানানটি সঠিক?
ক. পুষ্পার্ঘ   খ. পুষ্পার্ঘ্য   গ. পুস্পার্ঘ   ঘ. পুস্পার্ঘ্য

২৫. 'আকাশ' এর সমার্থক শব্দ নয় নিম্নের কোনটি?
ক. অভ্র   খ. নিলীমা   গ. অন্তরীক্ষ   ঘ. অয়ন

২৬. 'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ নিম্নের কোনটি?
ক. মলিন   খ. সুপ্রসন্ন  ঘ. দূঃসন্ন   ঘ. অলাপিত

২৭. Attested — এর বাংলা পরিভাষা কোনটি?
ক. সত্যায়িত   খ. প্রত্যয়িত   গ. সংযুক্ত   ঘ. সমন্বয়

২৮. 'মওসুম' কোন ভাষা হতে আগত শব্দ?
ক. ফারসি   খ. তুর্কি   গ. আরবি  ঘ. পার্সি

২৯. নিশীত রাতে ঘুম ভেঙ্গে যাওয়ায় রফিক ভাবনায় বিভোর হয়ে ঘুমোতে না পেরে বারান্দায় এসে হাটাহাটি করিতে লাগলো, ভরা পুর্ণিমার চাদ যেনো বন্ধু হয়ে এসে তার মনকে শান্ত করতে চাইছিল, সে চাদের দিকে তাকিয়ে আকাশে কিছু নক্ষত্ররাজি ও হালকা মেঘও দেখতে পেলো — চলিত রীতির এই বাক্যটিতে কতটি ভুল আছে?
ক. তিনটি   খ. চারটি   গ. ছয়টি   ঘ. সাতটি

৩০. ণত্ব বিধান মোতাবেক সবগুলো বানানই সঠিক আছে নিম্নের কোন শব্দগুচ্ছে?
ক. স্টেশন, পোস্টমাষ্টার, ফটোস্ট্যাট   খ. নিষ্পেষণ, শোষন, প্রমাণ   গ. প্রধান, কারণ, বিশ্লেষণ   ঘ. প্রণয়ন, আকর্ষণ, বন্টন

৩১. নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি?
ক. দিগন্ত   খ. পরিচ্ছদ   গ. প্রতিচ্ছবি  ঘ. ষোড়শ

৩২. ইন্দ্রজিৎ এর ব্যাসবাক্য হলো—
ক. ইন্দ্রকে জয় করেছে যে   খ. ইন্দ্রিয়কে জয় করেছে যে   গ. ইন্দ জয় করে যে   ঘ. ইন্দ্রিয় জয় করে যে

৩৩. কাপড়চোপড় শব্দটির 'চোপড়' কে বলা হয়—
ক. সমার্থক শব্দ   খ. সহচর শব্দ   গ. পরিপূরক শব্দ   ঘ. আঞ্চলিক শব্দ

৩৪. 'ধামাধরা' বাগধারাটির অর্থ কী?
ক. ষড়যন্ত্রকারী   খ. সাহায্যকারী   গ. তোষামোদকারী   ঘ. পারিশ্রমিকহীন কর্মী

৩৫. অন্যের গবেষণাকর্ম বা তার অংশবিশেষ নিজের নামে চালিয়ে দেওয়াকে বলে—
ক. কুম্ভিলকবৃত্তি   খ. চুরিবিদ্যা   ঘ. নকলবিদ্যা   ঘ. চৌর্যকর্ম

৩৬. গ্রামে বেড়াতে এসে পথেঘাটে ঘুরতে বের হলে সে আর কিছুতেই সময়মতো ঘরে ফিরতে পারতো না, সকলেই তাকে থামিয়ে গল্প শুরু করতো, সঙ্গে সঙ্গে বাড়ি পর্যন্ত এসেও তাদের কেউ কেউ সহজে যেতে চাইতো না, এই হলো তার সুনাম আর কি! — এখানে সুনাম শব্দটি কী নির্দেশ করেছে?
ক.দুর্নাম   খ. বিড়ম্বনা   গ. খ্যাতি   ঘ. জনপ্রিয়তা

৩৭. নিম্নের কোন বিরাম চিহ্নটির ক্ষেত্রে '১ বলার' দ্বিগুণ সময় থামতে হয়?
ক. দাঁড়ি   খ. কোলন   গ. সেমিকোলন   ঘ. কমা

৩৮. 'চিকামারা' কোন শ্রেণির শব্দ?
ক. যৌগিক শব্দ   খ. রূঢ়ি শব্দ   গ. যোগরূঢ় শব্দ   ঘ. রূঢ়ি এবং যোগরূঢ় উভয়ই

৩৯. টপটপ > টপাটপ— ধ্বনি পরিবর্তনের কোন শ্রেণিতে পড়ে?
ক. বিসমীভবন   খ. অসমীকরণ   গ. ধ্বনি বিপর্যয়   ঘ. অপিনিহিতি

৪০. 'It is none of your business' — এর সঠিক বাংলা অনুবাদ হলো—
ক. এই ব্যবসা তোমার জন্য নয় 
খ. এটা তোমার ব্যবসা নয়
গ. এটা তোমার দেখার বিষয় নয়
ঘ. এটাতে তোমার কোনো অধিকার নেই


[] English

Read the passage for answering questions 1—7:
Human's lifestyle is changing day by day for their psychological changing and natural evolution. There are some mixed factors as cause and effect factors too like global climate changing as a result of global warming and so others. Everybody is concerned that the human related every sectors is affected and revolutionized by some facts. The facts those are the substances of changing the world so fast are— demanding life, effects of globalization, global climate changing, adapting technology, artificial intelligence etc. In recent time Covid-19 is one of the biggest violent wind on the speet of changing would. Its effect is being vast in the world's existence policy. Today's people are very busy in their daily works, which was not so complex 25 years ago. Increasing of global population and there work source make them so busy. So, we can't go buck to our previous simple life and for existing in today's competitive world we need make ourselves fit with the upgrading adaptation system that is a relativistic way. Along with making ourselves safe from these upcoming assaults if we want to keep our homeland liveable we need to be careful to our nature and also lenient to mankind and other animals too. We can't leave up using technology but we can use it rationally for a sustainable development.

1. What means by 'violent wind' at the passage?
a. a strong wind   b. northwester   c. vast assault   d. extra speed

2. Which one of the following is not an element of changing the would so fast?
a. psychological change   b. globalization   c. technology   d. religion

3. Artificial Intelligence affects on human's—
a. health   c. emotion   c. work source   d. property

4. Social medias mostly affect on which one of the following ?
a. mental factors   b. financial factors   c. natural factors   d. cultural factors

5. Here the word 'substances' can be best replaced by—
a. elements   b. features   c. things   d. parts

6. Using ultramodern car indicates which on of the fact placed at the passage?
a. demanding life   b. globalization   c. global weather   d. technology

7. The passage is what about?
a. Lifestyle   b. Emphasising changes   c. Probability   d. Philosophy

8. A craftwork thus is a dynamic object—always ___________ and always abreast of changing tastes and performance.
a. varying   b. evolving   c. changing   d. shipping

9. There _________ no easy solutions to the ___________ that craftworks face in our time.
a. is, complexity   b. are, problems   c. is, problem   d. is, complexities

10. Which one of the following is the most sophisticated machine that is able to operate on ever-changing conditions and standard of judgement?
a. Artificial intelligence   b. Supercomputer   d. Perseverance rover   d. Human brain

11. Boys and girls reading in the same class __________ ________ good friends. This was not possible a century ago.
a. have became   b. has became   c. had became   d. may become

12. Adolescence indicates which one of the following age range?
a. 6-10 years   b. 10-16 years   c. 13-18 years   d. 16-24 years

13. Nothing in the box interested me __________ for a book with __________ pictures of birds and butterflies.
a. without, colourful   b. without colorful   c. except, colourful   d. except, coloring

14. The word 'Vulnerable' means—
a. Useless   b. Valueless   c. Spam   d. Unprotected

15. Intrapersonal conflict occurs where?
a. between two individuals   b. within an individual   c. among individuals within a team   d. among different teams

16. The poem 'The Charge of the Light Brigade' is written by—
a. Robert Frost  b. Lord Alfred Tennyson   c. William Blake   d. Langston Hughes

17. What type of movement a pace movement is?
a. Political movement   b. Social movement   c. Economic movement   d. Religious movement

18. The training we get in our schools has the constant implication in it that it is not for us to produce but to ___________.
a. accumulate   b. assemble   c. borrow   d. plagiarize

19. As an ice cream sells representative where Amerigo sold ice cream?
a. on the street   b. on the beach   c. beside a museum  d. at a canteen

20. Neil Armstrong became the first person to accomplish the dream of walking on the moon in—
a. 1960   b. 1969   c. 1979   d. 1996

21. Which one has revolutionized the world of electronics?
a. Copper   b. Li-ion Battery  c. Solar Panel   d. Microchip

22. The name of our country is The __________ Republic of Bangladesh.
a. People   b. People's   c. Peoples'   d. Peoples's

23. If you put your fingers into a power socket, you would get an ___________ shock.
a. electricity   b. electronic   c. electric   d. electrical

24. He has no control ________ himself.
a. on   b. in   c. at   d. over

25. Correct Spelling—
a. Humourous   b. Humourious   c. Humorous   d. Humorious

26. Synonym of the word 'Praiseworthy' is—
a. Furnishing  b. Testimony   c. Charming   d. Admirable

27. Antonym of the word 'Contamination' is—
a. Pollution   b. Continuation   c. Contradiction   d. Purity

28. The word 'accessory' is a/an—
a. Noun   b. Adjective   c. Preposition   d. Verb

29. Sabita talks to the pet bird as if it __________ her.
a. understands   b. understanding   c. talk back   d. understood

30. Had I been rich, I (help) him.
a. will help   b. will have helped   c. would have help   d. would have helped

31. The correct active form of "I was deceived by the stranger" is—
a. The stranger deceives me.
b. The stranger has deceived me.
c. The stranger deceived me.
d. The stranger had deceived me.

32. Change the narration : Nafis said to Romel, "Go away".
a. Nafis asked Romel to go away.
b. Nafis ordered Romel to go away.
c. Nafis requested Romel to go away.
d. Nafis said Romel to go away.

33. The correct English translation of the sentence "ট্রেনটি ঠিক সময়ে ঢাকা পৌঁছেছিল" is—
a. The train reached Dhaka to time.
b. The train reached at Dhaka at time.
c. The train reached at Dhaka in time.
d. The train had reached Dhaka in time.

34. Choose the correct sentence—
a. The girl laughed and entered the room.
b. The girl entered the room laughing.
c. The girl laughed entering the room.
d. The girl laughingly entered the room.

35. Which is the complex form of 'They admitted their guilt'?
a. They admitted that they were guilty.
b. They admitted when they were guilty.
c. They admitted because they were guilty.
d. They admitted, they have guiltiness.


[] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে—
ক. ইন্টিগ্রেটেড সার্কিট   খ. ট্রানজিস্টর   গ. গ্রাফিক্স কার্ড   ঘ. এসএসডি কার্ড

২. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. পাওয়ার বক্স  খ. সিপিইউ   গ. মনিটর  ঘ. হার্ডডিক্স

৩. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে কী বলা হয়?
ক. প্রোগ্রাম   খ. সফটওয়্যার   খ. বাগ   ঘ. মেশিন ল্যাঙ্গুয়েজ

৪. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কী বলা হয়?
ক. এসেম্বলি   খ. বাইনারি   গ. এইচটিএমএল   ঘ. ম্যানুয়াল

৫. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কোনটি?
ক. হটস্পট  খ. ওয়াইম্যাক্স   গ. ব্রডব্যান্ড   ঘ. ফাইবার

৬. কম্পিউটারের তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়—
ক. মডুলেটর   খ. ডাটা ট্রান্সফরমার  গ. ক্যাবল   ঘ. বাস (BUS)

৭. 'ওরাকল' হলো একটি—
ক. ডেটাবেস সফটওয়্যার   খ. সার্চ ইঞ্জিন   গ. এন্টিভাইরাস   ঘ. প্রোগামিং ল্যাঙ্গুয়েজ

৮. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে—
ক. Machine Language   খ. C++   গ. Java   ঘ. Python

৯. কম্পিউটার চালু করলে কোনটি সর্বপ্রথম কাজ শুরু করে?
ক. মেমোরি স্টোরেজ   খ. প্রসেসর   গ. পাওয়ার সাপ্লাই ইউনিট   ঘ. অপারেটিং সিস্টেম

১০. ই-মেইলের @ চিহ্নের পরে থাকে—
ক. পারসোনাল অ্যাড্রেস  খ. কোম্পানির অ্যাড্রেস   গ. কোম্পানির আইপি এড্রেস   ঘ. কোম্পানির ডোমেইন

১১. স্প্যাম (Spam) বলা হয় কোনটিকে?
ক. অপ্রত্যাশিত ই-মেইল   খ. ভাইরাসপূর্ণ ওয়েব লিংক  গ. হ্যাকারের পাঠানো বার্তা   ঘ. আনসাপোর্টেড কনটেন্ট

১২. কম্পিউটারের কি-বোর্ডে কতটি ফাংশনাল কি থাকে?
ক. ১০ টি   খ. ১২ টি   গ. ১৪ টি   ঘ. ১৬ টি

১৩. নিম্নের কোনটি একটি প্রোগামিং ল্যাঙ্গুয়েজ?
ক. ফরট্রার্ন   খ. আলটা ভিসটা  গ. ওয়েলিফট  ঘ. হ্যাশট্যাগ

১৪. বিভিন্ন ভাষার ওয়েব সাপোর্টেড ইউনিভার্সাল ক্যারেক্টারকে কী বলা হয়?
ক. ইউনিভার্সাল অ্যালফাবেট  খ. ওয়ার্ল্ডওয়াইড ক্যারেক্টার   গ. ওয়েব ক্যারেক্টারস  ঘ. ইউনিকোড

১৫. URL এর পূর্ণরূপ কী?
ক. Unique Remarkable Layout
খ. Uniform Resource Locator
গ. Upfront Recovery Link
ঘ. Unified Robotics Language

১৬. নিম্নের কোনটি ইন্টারনেটের সার্চ ইঞ্জিন নয়?
ক. গুগল   খ. ইয়াহু  গ. এমএসএন   ঘ. ইন্টারনেট এক্সপ্লোরার

১৭. ভাষা অনুবাদক দ্বারা সনাক্ত প্রোগ্রামিং ত্রুটিগুলিকে কী বলে?
ক.  System lose   খ. Syntax errors  গ. Patent corrupted  ঘ. File corrupted

১৮. হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর অপারেটিং কাজকে কী বলা হয়?
ক. ম্যাক ব্রিজ   খ. মেন্যু শেয়ারিং   গ. মডুলেশন-ডিমডুলেশন   ঘ. সিস্টেম ক্যালকুলেটিং

১৯. নিম্নের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়?
ক. গুগল ক্রম   খ. ফায়ারফক্স   গ. নেটস্কেপ নেভিগেটর   ঘ. ম্যাকাফি

২০. কম্পিউটার চালু করার নির্দেশনা হোস্ট করা থাকে—
ক. গ্রাফিক্স কার্ডে   খ. RAM চিপে   গ. পাওয়ার লাইনে   ঘ. অপারেটিং সিস্টেমে

২১. একাধিক অ্যাপ্লিকেশন একইসঙ্গে পরিচালনা করার সক্ষমতাকে বলা হয়—
ক. ইন্টিগ্রেটেড   খ. ডিজিটাল   গ. হাইব্রিড   ঘ. সুপারপাওয়ার

২২. API এর পূর্ণরূপ কী?
ক. Advanced Processing Information
খ. Application Processing Information
গ. Application Programming Interface
ঘ. Application Processing Interface

২৩. নিম্নের কোনটি একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
ক. Mouse   খ. Microphone   গ. Touch Screen   ঘ. Printer

২৪. Bluetooth কীসের উদাহরণ?
ক. Personal Area Network  খ. Local Area Network   গ. Virtual Private Network   ঘ. Universal Network

২৫. নিম্নের কোন ধরণের প্রিন্টার সাধারণত অফিসের কাজে ব্যবহার করা হয় না?
ক. ডট ম্যাট্রিক্স   খ. ইনজেক্ট প্রিন্টার   গ. লেজার প্রিন্টার   ঘ. থ্রিডি প্রিন্টার



উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Saturday, May 8, 2021

ক্যামাট—২ : ২০২০-২১


নির্দেশাবলী—
১. সময় : এমসিকিউ— ৫০ মিনিট এবং লিখিত— ৪০ মিমিট; মোট— ১ ঘণ্টা ৩০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. এমসিকিউতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
লিখিততে প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য পূর্ণ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে আংশিক নম্বর পাওয়া যাবে; প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের পাশে "———" চিহ্নের পরে দেওয়া আছে।
৪. এমসিকিউতে বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৬ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১২ সহ মোট পাশ মার্ক ৩০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ৩০ নম্বর পেতে হবে।
লিখিততে পাশ মার্ক ১২; এ অংশে বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে পাশ করতে হবে না।
সম্মিলিত পাশ মার্ক ৪৮; অর্থাৎ এমসিকিউ এবং লিখিত উভয় অংশে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে দুইটির মার্ক যোগ করে ৪৮ হতে হবে।
৫. এটি যেহেতু সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি তাই নিজেই এমসিকিউ উত্তরপত্রে এমসিকিউ উত্তর করুন এবং লিখিতর জন্য খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note: এই মডেল টেস্টটি ২০১৯ সালে চালু হওয়া ঢাবির নতুন পদ্ধতির "খ" ইউনিটের প্রশ্নের অনুকরণে নেওয়া হলো। এবছর বৈশ্বিক পরিস্থিতির কারণে ঢাবি ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা নিতে চাইলেও সেই পরীক্ষার এমসিকিউ এবং লিখিত অংশের অভ্যন্তরীণ মানবণ্টন ও প্রশ্নের ধরণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য না দেওয়ার গত বছরের পদ্ধতিতেই এই মডেল টেস্টটি নেওয়া হলো; তবে এটি পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।


♦ এমসিকিউ
সময় : ৫০ মিনিট ; মার্কস— ৭৫

[] বাংলা:

১. 'প্রদোষ' শব্দের অর্থ কী?
ক. স্পর্শ   খ. সন্ধ্যা   গ. কুপ্রভাব   ঘ. দুঃস্বপ্ন

২. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে কোনটিকে অস্বীকার করে ফেলা হয়?
ক. বংশপরিচয়   খ. নিজের সত্য   গ. মূল্যবোধ   ঘ. ধর্মের বিধান

৩. রেইনকোট নুরুল হুদার বাসায় রেখে গিলেছিল কে?
ক. আশিক   গ. নয়ন   ঘ. শুভ্র   ঘ. মিন্টু

৪. 'এন্ডি' ছিল একপ্রকার—
ক. কাপড়   খ. নৌকা   ঘ. দেশী আখ   ঘ. কারুশিল্প

৫. কবি উচ্চারিত সত্যের মতো কীসের কথা বলেছেন?
ক. সূর্যতাপ   খ. নদীর ঝংকার   গ. বৃষ্টির শব্দ   ঘ. স্বপ্ন

৬. 'ঐকতান' কবিতায় নিম্নের কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. তারুণ্য   খ. অঙ্গীকার  গ. আত্মসমালোচনা   ঘ. দায়িত্ববোধ

৭. কবির মতে তাজা ফুল কোথায় ফোটে?
ক. বাগানে   খ. অন্তরে   গ. টবে   ঘ. পথে

৮. কোন অস্ত্র ব্যাপ্ত হলে নক্ষত্রখচিত আকাশ থেকে মানব বসতির বুকে আগুন ঝরে পড়বে না?
ক. পানি   খ. ভালোবাসা   গ. প্রতিরোধ ক্ষমতা   ঘ. কল্পনাশক্তি

৯. 'আমি অফিসে পৌছে আশ্চার্য হইয়া গেলাম; আমার সহকর্মীরা আমাকে জম্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য সকলে নীল পোশাক পরে এসে নীল গালিচা বিছিয়ে দুপাশে দাড়িয়ে আছে, নীল আমার প্রিয় রঙ' — চলিত রীতির এই বাক্যটিতে কতটি ভুল আছে?
ক. দুইটি   খ. চারটি   গ. পাঁচটি   ঘ. ছয়টি

১০. 'দিবস' এর বিপরীত শব্দ নয় নিম্নের কোনটি?
ক. অহ   খ. রজনী   গ. নিশি   ঘ. তামসী

১১. শিশু-কিশোর-যুবক-বৃদ্ধ ইত্যাদি সকল বয়সের মানুষকে বোঝাতে এককথায় বলা হয়—
ক. সবাই   খ. সর্বজন   গ. আবালবৃদ্ধবনিতা   ঘ. জনগণ

১২. Existentialism — এর বাংলা পরিভাষা কী?
ক. স্বাতন্ত্র্যবাদ  খ. বলপ্রয়োগ নীতি   গ. অস্তিত্ববাদ   ঘ. স্বকীয় নীতি

১৩. 'কৃপণ' শব্দের সন্ধিবিচ্ছেদ নিম্নের কোনটি?
ক. কৃপ্ + অণ   খ. কৃপ + অন   গ. কৃপ্ + অন   ঘ. কৃপ + অণ

১৪. নীল যে অম্বর = নীলাম্বর — কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি   খ. তৎপুরুষ   গ. কর্মধারয়   গ. অব্যয়ীভাব

১৫. ণত্ব বিধান মোতাবেক নিম্নের কোন শব্দগুচ্ছের বানান সঠিক নয়?
ক. হরিণ, প্রবীণ, পুরস্কার   খ. আকর্ষণ, প্রমাণ, প্রনয়ণ   গ. স্টেশন, শ্রবণ, কৃপণ   ঘ. দর্পন, দর্শণ, স্মরন

১৬. 'The situation has come to a head' — এর সঠিক বাংলা অনুবাদ—
ক. পরিস্থিতির উন্নতি ঘটেছে
খ. পরিস্থিতির অবনতি ঘটেছে
গ. পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে
ঘ. পরিস্থিতি পূর্বের তুলনায় ভালো


[] General English:

1. What have we done ___________? — Complete the sentence according to textbook lesson.
a. unexpected   b. illegally   c. wrong   d. incomplete

2. _________ traffic congestion is one of the major development challenges of our time.
a. Illuminate   b. Alleviating   c. Encourage  d. Absorbing

3. "Life is short, but there is always __________ for courtesy" is a speech of 'Ralph Waldo Emerson'.
a. time enough   b. enough time   c. leasure   d. wealth

4. The poem 'Out Out' is written by—
a. William Black   b. Robert Frost   c. D H Lawrence   d. Tennyson

5. 'Swamp forest' refers to—
a. marsh forest   b. forest in desert   c. dense forest   d. moribund forest

6. Whose theory contributed to the popularity of dream interpretation?
a. Laurence Sterne   b. Freud   c. Langston Hughes   d. Ivan Pavlov

7. Reaching home I got Sabina ________ foods for the invited guests.
a. make   b. making   c. made   d. to make

8. He got divine _________ for _________ his nearest relatives.
a. punished, misunderstanding   b. punishment, disunderstanding   c. punishment, misunderstanding   d. punished, disunderstanding

9. I have completed the operation successfully with their help; ________ he _______ his friends gave me the signal timely.
a. either, or   b. neither, nor   c. Either, or   d. Neither, nor

10. Tamanna will come to Bangladesh ________ airplane.
a. with   b. on   c. by   d. over

11. Choose the correct spelling—
a. Asesment   b. Asessment   c. Assesment   d. Assessment

12. Correct passive form of the sentence 'The boy pleased us' is—
a. We were pleased by the boy.
b. We were pleased with the boy.
c. We were pleaded to the boy.
d. We were pleased at the boy.

13. The word 'Resolute' is a/ an—
a. Noun  b. Verb   c. Adjective   d. Adverb

14. Choose the indirect form : The teacher said to me, "May you pass in the examination".
a. The teacher prayed I could pass in the examination.
b. The teacher wished that I may have passed in the examination.
c. The teacher wished that I might pass in the examination.
d. The teacher prayed that I might have passed in the examination.

15. Which one of the following is the complex form of the compound sentence 'Divide and rule'?
a. Divide it for ruling it if you want.
b. If you want to rule please divide it.
c. If you want to rule divide it.
d. Dividing is the way if you rule.

16. The nearest translation of "আমি তার কথা মনে করতে পারছি না" is—
a. I don't remember his words.
b. My memory has lost his words.
c. I have forgotten him.
d. I can't remember him.


[] সাধারণ জ্ঞান:

১. 'বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট' কোথায় অবস্থিত?
ক. সিলেটে   খ. মৌলভীবাজারে   গ. চট্টগ্রামে  ঘ. পঞ্চগড়ে

২. কোন জাতিগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে নৃতত্ত্ববিদগণ মনে করেন?
ক. নেগ্রিটো   খ. অস্ট্রিক   গ. দ্রাবিড়   ঘ. ভোটচীনীয়

৩ 'মেইতেই লন' কোন উপজাতিদের মাতৃভাষা?
ক. খাসিয়া   খ. মনিপুরী   গ. চাকমা   ঘ. সাঁওতাল

৪. বাংলাদেশের ব্যাংকগুলো বিদেশি কোনো ব্যাংকে বিদেশি মুদ্রায় হিসাব খুললে তাকে বলা হয়—
ক. ওয়েলি অ্যাকাউন্ট   খ. রিমোট অ্যাকাউন্ট   গ. নস্ট্রো হিসাব   ঘ. ক্রস লফট

৫. মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কে?
ক. স্যার এ. এফ. রহমান   খ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী   গ. অধ্যাপক আবদুল মতিন চৌধুরী   ঘ. অধ্যাপক এম. শামসুল হক

৬. বিশ্বব্যাংকের মতে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ জিডিপিতে কত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে?
ক. ৪.৬০ শতাংশ  খ. ৩.৬০ শতাংশ   গ. ৫.৬০ শতাংশ   ঘ. ৬.১০ শতাংশ

৭. 'বাংলা' কে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করতে হলে বাৎসরিক কত মার্কিন ডলার ব্যয় হবে?
ক. ৪৫০ মিলিয়ন   খ. ৫০০ মিলিয়ন   গ. ৬০০ মিলিয়ন   ঘ. ৬৫০ মিলিয়ন

৮. দেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনার চলছে?
ক. ষষ্ঠ   খ. সপ্তম   গ. অষ্টম   ঘ. নবম

৯. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে কোন নদীকে 'বঙ্গবন্ধু মৎসা হেরিটেজ' ঘোষণা করা হয়?
ক. মধুমতি নদী   খ. গড়ার নদী   গ. হালদা নদী   ঘ. আত্রাই নদী

১০. ২০২০ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১০৬ তম   খ. ১১০ তম   গ. ১১৩ তম   ঘ. ১১৬ তম

১১. বাংলাদেশি ঔষধ কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড এখন যে করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করছে তার নাম—
ক. কোভ্যাক্স   খ. বঙ্গভ্যাক্স   গ. গ্লোবভ্যাক্স   ঘ. এন্টিকোভিড

১২. 'ভূস্বর্গ' বলা হয় কোন স্থানকে?
ক. সৌদিআরব   খ. গ্রিনল্যান্ড   গ. কাশ্মীর   ঘ. দুবাই

১৩. 'হমং' জাতিগোষ্ঠীর বাস কোন দেশে?
ক. নেপাল   খ. কম্বোডিয়া  গ. ভিয়েতনাম   ঘ. মালয়েশিয়া

১৪. নিম্নের কোনটি নবায়নযোগ্য শক্তি খাতের বৈশ্বিক সংস্থা?
ক. আইআরইপিএ  খ. আইআরইএনএ   গ. আইএইএ   ঘ. আইআরইপিও

১৫. কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠনের উদ্যোক্তা কোন দেশ?
ক. রাশিয়া   খ. অস্ট্রেলিয়া   গ. যুক্তরাজ্য   ঘ. ভারত

১৬. রেডক্রিসেন্ট কোন ক্ষেত্রে বিশেষায়িত সংস্থা হিসেবে কাজ করে?
ক. আরব বিশ্বের   খ. মুসলিম বিশ্বের   গ. খ্রিস্টান বিশ্বের   গ. বৌদ্ধ বিশ্বের

১৭. ২০২০ সালে সাহিত্যে নোবেলজয়ী লুইস গ্লুক এর দেশ—
ক. জার্মানি   খ. যুক্তরাষ্ট্র   গ. যুক্তরাজ্য   ঘ. ফ্রান্স

১৮. জাতিসংঘের প্রথম ন্যায়পাল নিযুক্ত হয় কে?
ক. হেনরি এন্ডুড   খ. শেরিলট ড্রকস  গ. প্যাট্রেসিয়া ডুরাই   ঘ. টমাস লাওহেক্স

১৯. বিশ্বের প্রথম অনুমোদিত করোনা ভ্যাকসিন কোনটি?
ক. ব্যানকোভিড   খ. কোভ্যাক্সিন   গ. নোভাভ্যাক্স  ঘ. টোজিনামেরাল

২০. SDI (Strategic Defence Initiative) প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে কোন দেশ?
ক. রাশিয়া   খ. যুক্তরাষ্ট্র   গ. তুরস্ক   ঘ. জাপান

২১. 'করোনা' শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. ফরাসি   খ. লাতিন   ঘ. স্প্যানিশ   ঘ. গ্রিক

২২. সম্প্রতি চাঁদে পাঠানো নাসার রোভারের নাম কী?
ক. ইনসাইট   খ. পারসিভেরেন্স   গ. সেক্সোটপস   ঘ. নেভিগেটর

২৩. 'দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্ক' গ্রন্থটির লেখক কে?
ক. বার্ট্রান্ড রাসেল  খ. প্রণব মুখার্জি   গ. আশুতোষ মুখোপাধ্যায়   ঘ. জর্জ ওয়াশিংটন

২৪. 'Metorology' কোন বিষয়ের অধ্যয়ন?
ক. আইন ও শাসন   খ. উদ্যান কৃষি   গ. আবহাওয়া বিজ্ঞান   ঘ. নৃতত্ত্ব গবেষণা

২৫. সর্বত্র দিনরাত্রি সমান হয় কোন রেখায় থাকা অঞ্চলে?
ক. মূল মধ্যরেখায়   খ. নিরক্ষরেখায়  গ. আন্তর্জাতিক তারিখ রেখায়   ঘ. ০° দ্রাঘীমারেখায়

২৬. 'ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি' নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত?
ক. রাজস্ব নির্ধারণ   খ. নির্বাচন   গ. প্রকল্প অনুমোদন   ঘ. রাজস্বনীতি নির্ধারণ

২৭. 'ব্যালান্স শিট' কোথায় থাকে?
ক. ব্যাংকে   খ. পরিকল্পনা মন্ত্রণালয়ে   গ. কর দপ্তরে   ঘ. রাজস্ব বোর্ডে

২৮. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে নিম্নের কোন অ্যাপটিতে?
ক. গুগল লেন্স   খ. বারকোড স্ক্যানার   গ. জিমেইল   ঘ. এলোহা ব্রাউজার


♦ লিখিত
সময় : ৪০ মিনিট ; মার্কস— ৪৫

[] বাংলা

1. অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর (ক-ঘ) উত্তর দাও : ——— ২.৫ × ৪ = ১০
পাঁচদিন পর বাড়ি পৌঁছালাম। মাকে তো বোঝানো কষ্টকর। হাচু আমার গলা ধরে প্রথমেই বলল, "আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দিদের মুক্তি চাই"। একুশে ফেব্রুয়ারি ওরা ঢাকায় ছিল, যা শুনেছে তাই বলে চলেছে। কামাল আমার কাছে আসলো না, তবে আমার দিকে চেয়ে রইল। আমি খুব দুর্বল, বিছানায় শুয়ে পড়লাম। গতকাল রেণু ও মা ঢাকা থেকে বাড়ি এসে আমার প্রতীক্ষায় দিন কাটাচ্ছিল। এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল, তখন রেণু কেঁদে ফেলল এবং বলল, তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম, তুমি কিছু একটা করে ফেলবা। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাকে বলব নিয়ে যেতে, আব্বাকে বলতে পারি না লজ্জায়। নাসের ভাই বাড়ি নাই। যখন খবর পেলাম খবরের কাগজে, তখন লজ্জা শরম ত্যাগ করে আব্বাকে বললাম। আব্বা ব্যস্ত হয়ে পড়লেন।

ক) মাকে বোঝানো কষ্টকর হয়েছিল কেনো? তিনি কী চেয়েছিলেন?
খ) বহুদিন পর বাবাকে দেখে হাচু অন্যকিছু না বলে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' বলে উঠেছিল কেনো?
গ) চিঠি পড়ে রেণু কীভাবে বুঝেছিলেন যে শেখ মুজিব কিছু একটা করে ফেলবেন?
ঘ) নাসের কে ছিল? সে বাড়ি ছিল না বলে রেণু কী সমস্যায় পড়েছিল?

2. সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা করো : ——— ২.৫ × ২ = ৫
ক) 'বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না'।
খ) 'জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা'।

3. বঙ্গানুবাদ করো : ——— ৫
Dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. Chances are that you've often found yourself puzzling over the content of a dream, or perhaps you've wondered why you dream at all.

4. বাক্য রচনা করো : ——— ১ × ৫ = ৫
প্রণোদনা, অভিষেক, স্বাচ্ছন্দ্য, অমোঘ, শ্রদ্ধাম্পদ।


[] General English

5. Write a paragraph on 'Human Rights'. ——— 10

6. Fill in each gap of the following passage with appropriate word(s) from the basket given below ——— 1 × 5 = 5
[ fantastic,  willingness,  easy,  entrepreneurial,  compassionate,  emerging,  unconveptionally,  freshly,  astonishing ]

Creativity and ___________ thinking skills are always associated with job creation. Many of the fastest-growing jobs and __________ industries rely on workers creative capacity-the ability to think ____________ and produce __________ work. Students should develop the ability to recognize and act on opportunities and the __________ to embrace risks, for example.

7. Make sentence with each of the following words : ——— 1 × 5 = 5
Particularly, Harmonious, Philanthropist, Incorporate, Proliferation



উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Saturday, January 23, 2021

ক্যামাট—১ : ২০২০-২১


নির্দেশাবলী—
১. সময় : এমসিকিউ— ৫০ মিনিট এবং লিখিত— ৪০ মিমিট; মোট— ১ ঘণ্টা ৩০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. এমসিকিউতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
লিখিততে প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য পূর্ণ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে আংশিক নম্বর পাওয়া যাবে; প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের পাশে "———" চিহ্নের পরে দেওয়া আছে।
৪. এমসিকিউতে বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৬ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১২ সহ মোট পাশ মার্ক ৩০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ৩০ নম্বর পেতে হবে।
লিখিততে পাশ মার্ক ১২; এ অংশে বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে পাশ করতে হবে না।
সম্মিলিত পাশ মার্ক ৪৮; অর্থাৎ এমসিকিউ এবং লিখিত উভয় অংশে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে দুইটির মার্ক যোগ করে ৪৮ হতে হবে।
৫. এটি যেহেতু সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি তাই নিজেই এমসিকিউ উত্তরপত্রে এমসিকিউ উত্তর করুন এবং লিখিতর জন্য খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note: এই মডেল টেস্টটি ২০১৯ সালে চালু হওয়া ঢাবির নতুন পদ্ধতির "খ" ইউনিটের প্রশ্নের অনুকরণে নেওয়া হলো। এবছর বৈশ্বিক পরিস্থিতির কারণে ঢাবি ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা নিতে চাইলেও সেই পরীক্ষার এমসিকিউ এবং লিখিত অংশের অভ্যন্তরীণ মানবণ্টন ও প্রশ্নের ধরণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য না দেওয়ার গত বছরের পদ্ধতিতেই এই মডেল টেস্টটি নেওয়া হলো; তবে এটি পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।


♦ এমসিকিউ
সময় : ৫০ মিনিট ; মার্কস— ৭৫

[] বাংলা
১. অনুপমকে তার মামা কোথায় গিয়ে বসতে বলেছিল?
ক. কনের পাশে   খ. সভায়   গ. দক্ষিণের ঘরে   ঘ. অন্দরমহলে

২. অন্তর পরিপূর্ণ হয় কীসের দ্বারা?
ক. জীবনবোধ ও মূল্যবোধ   খ. সাহিত্য-শিল্পকলা   গ. অর্থসম্পদ ও ভোগ্যবস্তু   ঘ. ক্ষমতা ও আধিপত্য

৩. 'আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত'— এখানে দাসত্ব বলতে বুঝানো হয়েছে—
ক. কৃতদাস হওয়া   খ. ভণ্ডগুরুর শিষ্যত্ব   গ. ঊর্ধ্বতনের তাবেদার   ঘ. প্রভুর আনুগত্য

৪. বায়ান্নর দিনগুলোতে ফরিদপুরের জেলে লেখকের কারাসঙ্গী ছিলেন কে?
ক. আমজাদ   খ. সোহরাব    গ. শামসুল হক    ঘ. মহিউদ্দিন

৫. অরণ্য হবে আরও সবুজ/ নদী আরও __________ / পাখিরা নীড়ে ঘুমোবে— কবিতাংশটির শূন্যস্থানে কী হবে?
ক. প্রশস্ত   খ. স্রোতময়   গ. কল্লোলিত   ঘ. উজ্জীবিত

৬. ধানের গন্ধের মতো তরুণ কে?
ক. শঙ্খচিল   খ. লক্ষ্মীপেঁচা   গ. সুদর্শন   ঘ. শঙ্খমালা

৭. সমস্ত নদীর অশ্রু অবশেষে _________ মেশে। শূন্যস্থানে হবে—
ক. বঙ্গোপসাগরে    খ. সমুদ্রে   গ. ব্রহ্মপুত্রে   ঘ. জলীয়বাষ্পে

৮. 'বেলাভূমি' কী?
ক. সমুদ্র সৈকত   খ. বালুচর   গ. একটি স্থানের নাম   ঘ. বিনোদন কেন্দ্র

৯. 'সূর্য' এর সমার্থক শব্দ নয় নিম্নের কোনটি?
ক. রবি   খ. ভাস্কর   গ. অয়ন   ঘ. সবিতা

১০. 'রবীন্দ্র' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. রবি + ঈন্দ্র   খ. রব + ইন্দ্র   গ. রবী + ইন্দ্র   ঘ. রবি + ইন্দ্র

১১. নিম্নের কোনটি সঠিক বানান?
ক. গণ্ডুষ   খ. গণ্ডূষ   গ. গন্ডুষ   ঘ. গন্ডূষ

১২. Archaeology — এর বাংলা পরিভাষা কী?
ক. প্রত্নতত্ত্ব    খ. নৃবিজ্ঞান   গ. স্থাপত্যবিদ্যা   ঘ. চিত্রকলা

১৩. 'মুখ হিসেবে কাজ করে যে' এককথায় হবে—
ক. মুখোশ   খ. মুখপাত্র   গ. প্রতিনিধি   ঘ. মুখ্য

১৪. আমরা কয়েক বন্ধু পেক্ষাগৃহে ঢুকে দেখলাম আমাদের সকলের জন্যই আলাদা আসন রয়েছে, ক্লাসরুমের ছোট বেঞ্চের মতো কস্ট করে বসতে হবে না, বেশ আরামেই সিনেমাটি দেখা যাবে — চলিত রীতির এই বাক্যটিতে কতটি ভুল আছে?
ক. একটি   খ. দুইটি   গ. তিনটি   ঘ. চারটি

১৫. "গণতন্ত্র"— এর ব্যাসবাক্য কোনটি?
ক. গণ হইতে তন্ত্র   খ. গণ ও তন্ত্র   গ. গণের তন্ত্র   ঘ. গণ রূপ তন্ত্র

১৬. "He takes after his father" এর বাংলা অনুবাদ হলো—
ক. সে তার পিতার দায়িত্ব নিয়েছে
খ. সে তার পিতার অনুসারী
গ. সে দেখতে তার পিতার মতো
ঘ. সে তার পিতার উত্তরাধিকারী


[] General English

1. One of the ________ of poetry is the music it creates with word.
a. charming   b. charm   c. charms   d. charmed

2. Who was the writer of "Gulliver's Travel"?
a. Robert Henrik   b. Jonathon Swift   c. Stephen Mayer   d. William Blake

3. Langston Hughes's Poem: For if dreams die/ Life is a ____________.
a. broken-winged bird   b. waterless sea   c. cropless field   d. fruitless tree.

4. The opportunity to get university education in our country is—
a. sufficient   b. limited   c. comprehensive   d. satisfactory

5. Which one of these is a clean energy source?
a. Diesel   b. Hydropower   c. Coal   d. Fossil fuel

6. Synonym of the word 'enrolment' is—
a. Promotion   b. Taskforce   c. Notice   d. Inclusion

7. Tabassum offered me some recipes of mushroom those were ________ delicious.
a. tastes   b. tasted   c. tasting  d. taste

8. If you work hard, you will be _________ in life.
a. success    b. successing   c. succeed   d. succeeded

9. Asif is talking with Sadia ________ phone.
a. on   b. by   c. to   d. over

10. According to the seance of literature and philosophy 'Renaissance' means—
a. The revival of learning   b. Revolution   c. Industrialization   d. Vast change

11. Choose the correct spelling from the following—
a. Amination   b. Animation   c. Aminasion   d. Animetion

12. The word 'withstand' is a/an—
a. Noun   b. Preposition   c. Adjective   d. Verb

13. Change the narration: I said, "Do it".
a. I said that it should be done.
b. I said that let it be done.
c. I said to do it
d. I ordered someone to do it.

14. He left the place with bag and baggage— Identify where an error has been occurred in this sentence.
a. left   b. with   c. baggage   d. None of the above

15. A canning fox was passing through a forest— Which will be the complex form of this sentence?
a. A fox was passing through a forest that was canning.
b. This is canning fox that was passing through a forest.
c. Both of the above
d. None of the above.

16. Choose the correct sentence—
a. One of my friends is a lawyer.
b. One of my friend are a lawyer.
c. One of my friends are a lawyer.
d. One of my friend is a lawyer.


[] সাধারণ জ্ঞান

১. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?
ক. রেডক্লিফ   খ. জেমস রেনেল   গ. জয়নুল আবেদীন   ঘ. কামরুল হাসান

২. বঙ্গভঙ্গের ফলে ঢাকা রাজধানী হয়—
ক. পূর্ববঙ্গ ও আসামের   খ. বাংলার   গ. বঙ্গদেশের   ঘ. বাংলাদেশের

৩. 'ম্রো' নৃগোষ্ঠীর বসবাস বাংলাদেশের কোথায়?
ক. সিলেট   খ. বান্দরবান   গ. রাঙামাটি   ঘ. খাগড়াছড়ি

৪. সোমপুর মহাবিহার কোন শতকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন?
ক. ষষ্ঠ   খ. সপ্তম   গ. অষ্টম   ঘ. দশম

৫. নিম্নের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
ক. জাতীয় সংসদ   খ. সুপ্রিম কোর্ট   গ. কর্ম কমিশন   ঘ. জাতীয় মানবাধিকার কমিশন

৬. সম্প্রতি শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন বাংলাদেশের কোন তরুণ?
ক. সুমন কবীর   খ. সাদাত রহমান   গ. রাফসান তমাল   ঘ. ওয়াসিক ফারহান

৭. অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কততম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. প্রথম   খ. দ্বিতীয়   গ. তৃতীয়   ঘ. চতুর্থ

৮. মুজিব শতবর্ষের লোগো ডিজাইন করেন কে?
ক. আদিব হাসান   খ. আহসান হাবীব   গ. শিশির শুভ   ঘ. সব্যসাচী হাজরা

৯. 'ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি'— পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয় ইউনেস্কো নির্বাহী বোর্ডের কততম অধিবেশনে?
ক. ২০৭ তম   খ. ২০৮ তম   গ. ২০৯ তম   ঘ. ২১০ তম

১০. ঢাকাই মসলিন চতুর্থ বাংলাদেশী পণ্য হিসেবে জিআই (জিওগ্রাফিক্যাল ইনডেক্স) নিবন্ধন লাভ করে কত তারিখে?
ক. ২২ ডিসেম্বর ২০২০   খ. ২৪ ডিসেম্বর ২০২০   গ. ২৬ ডিসেম্বর ২০২০   ঘ. ২৮ ডিসেম্বর ২০২০

১১. বাংলাদেশী ঔষধ কোম্পানি গ্লোব বায়োটেক এর আবিষ্কৃত করোনা ভ্যাকসিন এর নাম কী?
ক. এন্ট্রিকোভিড  গ. কোভিড সল্যুশন   গ. ব্যানকোভিড   ঘ. কোভ্যাক্স

১২. জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের রূপরেখা হচ্ছে—
ক. ইউএনএফসিসি   খ. ইউএনএসসি   গ. ইউএনএফএসসি   ঘ. ইউএনএফপিসি

১৩. ইন্টারফ্যাক্স কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?
ক. যুক্তরাজ্য   খ. রাশিয়া   গ. ফ্রান্স   ঘ. পোল্যান্ড

১৪. ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন কতটি ইলেক্টোরাল ভোট লাভ করেন?
ক. ২৯৬ টি   খ. ৩০৬ টি  গ. ৩০৯ টি   ঘ. ৩১০ টি

১৫. ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা সম্প্রতি কত তারিখে প্রয়াত হন?
ক. ২৪ নভেম্বর ২০২০  খ. ২৫ নভেম্বর ২০২০  গ. ২৬ নভেম্বর ২০২০   ঘ. ২৭ নভেম্বর ২০২০

১৬. লুজান চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে?
ক. ১৯২০ খ্রিস্টাব্দে   খ. ১৯২২ খ্রিস্টাব্দে   গ. ১৯২৩ খ্রিস্টাব্দে   ঘ. ১৯২৪ খ্রিস্টাব্দে

১৭. টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর প্রধান লক্ষ্য হলো—
ক. সুশাসন প্রতিষ্ঠা   খ. দারিদ্র্য নির্মূল   গ. মানবাধিকার নিশ্চিত   ঘ. শিশুস্বাস্থ্যের উন্নয়ন

১৮. 'হাভানা' কোন দেশের রাজধানী?
ক. সুইডেন   খ. হাঙ্গেরি  গ. কিউবা   ঘ. ক্রোয়েশিয়া

১৯. 'গ্লোবাল কার্বন প্রজেক্ট' কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন?
ক. ইংল্যান্ড   গ. সুইজারল্যান্ড   গ. অস্ট্রেলিয়া   ঘ. রাশিয়া

২০. সিসিলি কোন দেশের দ্বীপ?
ক. ডেনমার্ক   খ. ইতালি   গ. স্পেন   ঘ. গ্রীস

২১. বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার টিকা বণ্টন কর্মসূচির নাম কী?
ক. মিশনভ্যাক্স   খ. কোভ্যাক্স   গ. কো-সল্যুশন   ঘ. ভ্যাক্সসল

২২. নিম্নের কোনটি একটি বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা?
ক. নাসা   খ. স্পেসএক্স   গ. ইসা   ঘ. ইসরো

২৩. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কী বিষয়ক সংস্থা?
ক. আইনশৃঙ্খলা   খ. মানবাধিকার   গ. স্বেচ্ছাসেবী   ঘ. শরণার্থী

২৪. মাস্ক (Mask) শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. গ্রিক   খ. লাতিন   গ. স্প্যানিশ   ঘ. ফরাসি

২৫. 'দ্য প্রিন্স’ গ্রন্থটি কার লেখা?
ক. ম্যাকিয়াভেলি   খ. প্লেটো   গ. নেপোলিয়ন   ঘ. জন আর্থার

২৬. অর্থনীতিতে শ্রম বিভাগ তত্ত্ব এর প্রবর্তক কে?
ক. পল স্যামুয়েলশন   খ. অ্যাডাম স্মিথ   গ. এল রবিন্স   ঘ. জেএস মিল

২৭. GSM - এর পূর্ণরূপ হলো—
ক. Global System for Mobile Telecommunication
খ. Global System for Management
গ. Global System for Mobile Communication
ঘ. Global System for Mobile Management

২৮. নিম্নের কোন চিহ্নটি ছাড়া ওয়েব অ্যাড্রেস লেখা সম্ভব নয়?
ক. / (স্ল্যাশ)   খ. . (ডট)   গ. @ (অ্যাড দ্য রেট)  ঘ. # (হ্যাশ)


♦ লিখিত
সময় : ৪০ মিনিট ; মার্কস— ৪৫

[] বাংলা

1. অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর (ক-ঘ) উত্তর দাও: ——— ২.৫ × ৪ = ১০
সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। কিন্তু দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। প্রশংসা পাওয়ার, প্রেমলাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না।
সর্বদা তার মনে দুঃখ। তার ধারণা, যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। তার মতো অবস্থায় অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে বেদনাভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠতো। সে ভাবত তার থাকবে প্রাচ্য-চিত্র-শোভিত, উচ্চ ব্রোঞ্জ এর আলোকমণ্ডিত পার্শকক্ষ। আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহ-ভৃত্য। তারা খাটো পায়জামা পরে যে আরামকেদারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারি হাওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে, তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে।

ক) নারীর সর্বাপেক্ষা বড় শক্তি সৌন্দর্য্য, যা তার ছিল তবুও সে খুশি ছিল না কেনো?
খ) যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেসবের জন্যই তার জন্ম হয়েছে— এই বিশ্বাস তার ভেতরে কীভাবে জন্মেছে?
গ) সুন্দর জিনিসগুলোর জন্যই তার জন্ম — তার এই বিশ্বাস যে ভুল ছিল তা ব্যাখ্যা করো।
ঘ) গৃহের দরিদ্রময় আসবাবপত্র তার আত্মতুষ্ট থাকতে না পারার কষ্টকে কীভাবে বাড়িয়ে দিতো?

2. সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা করো : ——— ২.৫ × ২ = ৫
ক) 'নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেতো, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না।'
খ) 'অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
     সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে।'

3. বঙ্গানুবাদ করো : ——— ৫
Children's right to education also implies that the school they go to will have a pleasant and learning-friendly environment where everyone will have an enjoyable time. Teachers will be kind, caring and supportive and children will feel relaxed. No harsh words will be spoken to them and special care will be taken of children with learning disabilities.

4. বাক্য গঠন করো : ——— ১ × ৫ = ৫
নেপথ্যে, মনুষ্যত্ব, স্থুলবুদ্ধি, প্রগলভ, প্রজ্বলিত


[] General English

5. Write a paragraph including your won views on 'The Pace Movement'. ——— 10

6. Fill in each gap of the following passage with appropriate word(s) from the basket given below : ——— 1 × 5 = 5
[ some,  empowers,  span,  barrage,  critically,  easily,  everywhere,  space,  decisions ]

Thinking ________ and making the best use of the ________ of information that comes their way everyday on the Web, in the media, in homes, workplaces and ________ else. Critical thinking ________ people to assess the credibility, accuracy and value of information, analyze and evaluate information, make reasoned ________ and take purposeful action.

7. Make sentence with each of the following words : ——— 1 × 5 = 5
Public figure, Diplomacy, Implementation, Phenomenon, Protestation



উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639