Tuesday, September 17, 2019

ক্যামাট—৩ : ২০১৯-২০


নির্দেশাবলী—
১. সময় : এমসিকিউ— ৫০ মিনিট এবং লিখিত— ৪০ মিমিট; মোট— ১ ঘণ্টা ৩০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. এমসিকিউতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩১ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৫.৩১ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১০.৬২ এবং সম্মিলিত পাশ মার্ক ৩০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ৩০ নম্বর পেতে হবে।
৪. লিখিততে প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য পূর্ণ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে আংশিক নম্বর পাওয়া যাবে কিন্তু ভুল উত্তর দিলে সেই প্রশ্নের ২৫% নম্বর কাটা যাবে; প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের পাশে "———" চিহ্নের পরে বন্ধনীর ( ) মধ্যে দেওয়া আছে।
এখানে পাশ মার্ক ১২; এ অংশে বাংলা ও ইংরেজি প্রশ্ন আলাদাভাবে থাকবে না এবং আলাদাভাবে পাশ করতে হবে না।
৫. এটি যেহেতু অনলাইন পদ্ধতি ও মূল্যায়নকারী প্রোগ্রাম এ্যাড করা নাই তাই নিজে খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note: এই মডেল টেস্টটির লিখিত অংশটি গত ১৩ সেপ্টেম্বর ২০১৯ এ অনুষ্ঠিত "গ" ইউনিটের প্রশ্নের সাপেক্ষে নেওয়া হলো। "খ" ইউনিট তে এটি শতভাগ চূড়ান্ত হবে এমনটি নয়; তবে পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।


 এমসিকিউ
মার্কস— ৭৫ ; সময় : ৫০ মিনিট


[] General English:

Answer questions 1-2 based on the following passage:

Time management is an important things nowadays specially in today's competitive world. We have to apply this strategy for better performance in our works. It is also essential for saving time for spending with family members at pastimes like festival, travel, entertainment etc.
However, it is to know how to make a perfect time management. Firstly we need to divide our works applying the preference of works such as— top important works, general important works, less important works etc. Completing the top important works early and then less important works is a good way. There are many another ways too. You can know those taking help from online.

1. Which one can be the best title for this passage?
a. Time Management
b. Importance of Time Management
c. Time Management and its Benefits
d. Way of Time Management

2. The passage is about—
a. an idea b. a problem c. a potentiality d. an advice

3. Hercules ________ the son of Jupiter and ________ .
a. is, Alcmena b. was, Alcmena c. is, Alcmena's d. were, Alcmena

4. A dream can include any of the images, thoughts and emotions that ________ ________ during sleep.
a. is, experience b. is, experienced c. are, experience d. are, experienced

5. The poem "Dreams" is written by—
a. Langston Hughes b. William Blake c. Robert Henrik d. S T Coleridge

6. Laws, customs, practices etc ________ adolescents.
a. effect b. affect c. affecting d. effecting

7. Android phone is a fear recent _________.
a. invention b. innovation c. addiction d. discovery

8. Which one of the following words differ meaning completely opposite according to It's position in a phrase?
a. independent b. free c. no d. anti

9. I bought a new ______ yesterday, the old was not working well for a week.
a. freeze c. fridge c. refrigeration d. air condition

10. I often ______ that, rearing ______ is a profitable work nowadays.
a. hair, hare b. hear, hare c. hare, hear d. hire, hear

11. 'Extraordinary' means?
a. Smart b. more ordinary c. wonderful d. easy to do

12. Would you mind ________ me a cup of tea?
a. give b. giving c. make d. bring

13. He is two years' senior ______ me.
a. to b. from c. than d. over

14. Choose the correct sentence—
a. I know what does he want?
b. I know what does he wants?
c. I know what does he want.
d. I know what he wants.

15. Choose the English translation of — "মনে হয় যেন আমি সকলের আজ্ঞাবহ".
a. It seems that I am at everybody's beck and call.
b. It seems that I am an order bearer of everybody.
c. It seems that I am an order bearer for everybody.
d. Seems that I am everyone's subordinate person.


[] বাংলা:

১. "সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী" — এই 'সে' সর্বনামটি কার নামের প্রতিনিধিত্ব করেছে?
ক. রেমপননু খ. লোইসেল গ. আসসুমেন ঘ. ফোরস্টিয়ার

২. "কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই" — প্রবাদটি আছে কোন রচনায়?
ক. বিড়াল খ. চাষার দুক্ষু গ. মাসি-পিসি ঘ. রেইনকোট

৩. মানবজীবনের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ফুটে উঠেছে কোন কবিতায়?
ক. ঐকতান খ. সাম্যবাদী গ. সেই অস্ত্র ঘ. লোক-লোকান্তর

৪. "সেই অস্ত্র" কবিতায় কোন অস্ত্রের কথা বলা হয়েছে?
ক. তিক্ষ্ণ বুদ্ধি খ. অভিনয় গ. অধ্যাবসায় ঘ. ভালোবাসা

৫. 'ফেরিওয়ালা' কোন শ্রেণির শব্দ?
ক. যৌগিক শব্দ খ. রূঢ়ি শব্দ গ. যোগরূঢ় শব্দ ঘ. অজ্ঞাত

৬. "ভূতত্ববিদগণ মাটির অভ্যান্তর ভাগের গঠন নিরূপন করে তেলের অস্তিত্ব জানার জন্য নানা রকম চিত্রাকর্ষক পরীক্ষা করেন। তাহারা মাটির অল্প গভীরে বিষ্ফোরণ ঘটিয়ে ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে ভূগর্ভস্থ নানা রকম তথ্য নির্দেশক মানচিত্র তৈরি করেন।" — চলিত রীতির এই বাক্য দুটিতে কয়টি ভুল আছে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি

৭. নিম্নের কোন শব্দটিতে ণত্ব বিধানের বাইরে গিয়ে মূর্ধন্য হয়েছে?
ক. প্রমাণ খ. লবণ গ. ব্যাকরণ ঘ. হরিণ

৮. নিম্নের কোন শব্দগুচ্ছের বানান সঠিক?
ক. দুর্ভোগ, প্রাণোবন্ত, প্রাণচ্ছল খ. ব্যতীত, মহুর্মুহু, পুনঃখনন গ. প্রসূতি, পুনঃমূল্যায়ন, অন্তঃপ্রাণ ঘ. হুশিয়ারি, অত্যধিক, অত্যাধুনিক

৯. 'ফুল' এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক. পুষ্প খ. শোভন গ. প্রসূন ঘ. সুমন

১০. 'অন্ধকার' এর বিপরীত শব্দ নিম্নের কোনটি?
ক. ফর্সা খ. প্রভাময় গ. ইরেস ঘ. আদিত্য

১১. 'Interim' শব্দটির পারিভাষিক অর্থ কী?
ক. প্রবেশাধিকার খ. অন্তর্বর্তী গ. প্রবেশিকা ঘ. সাময়িক মুক্তি

১২. যে ভূমিতে ফসল জন্মায় না — তাকে কী বলে?
ক. পতিত খ. অনুর্বর গ. ঊষর ঘ. বন্ধ্যা

১৩. 'কৃতবিদ্য' শব্দটির ব্যাসবাক্য কোনটি?
ক. কৃত যে বিদ্য খ. কৃত যে বিদ্যা গ. কৃত বিদ্যা যার ঘ. কৃত হয়েছে যার বিদ্যা

১৪. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক. বড় দাদা > বড়দা খ. কিছু > কিচ্ছু গ. পিশাচ > পিচাশ ঘ. মুক্তা > মুকুতা

১৫. "He did the application black and white" এর সঠিক বঙ্গানুবাদ হবে—
ক. সে লিখিতভাবে আবেদন করেছিল
খ. সে রাতদিন ব্যয় করে আবেদন করেছিল
গ. সে তার আবেদনে সত্য-অসত্যের মিশ্রণ করেছিল
ঘ. সে খুব সাদামাটা কথায় আবেদনটি লিখেছিল


[] সাধারণ জ্ঞান:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ে "পপুলেশন সায়েন্স" বিভাগ চালু হয় জাতিসংঘের কোন বিশেষায়িত অঙ্গসংগঠন এর সহায়তায়?
ক. UNDP খ. UNFPA গ. UNESCO ঘ. UNICEF

২. প্রধানমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান কে?
ক. স্পিকার খ. রাষ্ট্রপতি গ. প্রধান বিচারপতি ঘ. মন্ত্রীপরিষদ সচিব

৩. সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারী করে থাকে—
ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয় খ. জনপ্রশাসন মন্ত্রণালয় গ. পরিকল্পনা মন্ত্রণালয় খ. তথ্য মন্ত্রণালয়

৪. 'বোমাং রাজা' কোন উপজাতিদের সমাজ প্রধানের নাম?
ক. চাকমা খ. মারমা গ. হাজং ঘ. ত্রিপুরা

৫. বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো কয়টি সংস্থার অধীনে চলে?
ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি

৬. বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য অন্যূন কত বছর বয়স হতে হবে?
ক. ২৫ বছর খ. ৩০ বছর গ. ৩৫ বছর ঘ. ৩৮ বছর

৭. জাতিসংঘ "বঙ্গবন্ধু" কে ফ্রেন্ড অব দ্যা ওয়ার্ল্ড (বিশ্ববন্ধু) উপাধিতে ভূষিত করে কোন তারিখে?
ক. ১৬ আগস্ট ২০১৯ খ. ১৭ আগস্ট ২০১৯ গ. ১৮ আগস্ট ২০১৯ ঘ. ১৯ আগস্ট ২০১৯

৮. সম্প্রতি ফিফায় মনোনীত হওয়া দুই বাংলাদেশী নারী জয়া ও সালমা কবে থেকে রেফারি হিসেবে বিদেশে ফিফার বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন?
ক. ২০২০ সাল খ. ২০২১ সাল গ. ২০২২ সাল ঘ. ২০২৪ সাল

৯. সম্প্রতি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার আশ্বাস দিয়েছে কোন দেশ?
ক. যুক্তরাজ্য খ. রাশিয়া গ. জাপান ঘ. দক্ষিণ কোরিয়া

১০. বাংলাদেশের কে বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার?
ক. ফাহিম হাসান খ. ওয়াসিক ফারহান গ. সুবর্ণ আইজ্যাক ঘ. আদনান শুভ

১১. বাংলাদেশে ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারি কততম আদমশুমারি হবে?
ক. পঞ্চম খ. ষষ্ঠ গ. সপ্তম ঘ. অষ্টম

১২. সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
ক. ৪৬ তম খ. ৫৬ তম গ. ৬২ তম ঘ. ৯২ তম

১৩. 'কনস্টান্টিনোপল' কোন শহরের পূর্বনাম ছিল?
ক. রোম খ. ইস্তাম্বুল গ. কায়রো ঘ. ব্যাংকক

১৪. নিম্নের কোনটি আরব দেশ নয়?
ক. ইরাক খ. ইরান গ. লেবানন ঘ. বাহরাইন

১৫. 'বাথ' কোন দেশের মুদ্রা?
ক. জাপান খ. অস্ট্রেলিয়া গ. ভিয়েতনাম ঘ. থাইল্যান্ড

১৬. 'রোম' কোন নদীর তীরে অবস্থিত?
ক. টেমস খ. রাইন গ. ভলগা ঘ. টিবের

১৭. জি-৭ হলো—
ক. বিশ্বের প্রযুক্তিতে উন্নত ৭টি দেশ।
খ. বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট।
গ. বহির্বিশ্বের সাথে ভালো সম্পর্ক রক্ষাকারী ৭টি দেশ।
ঘ. বিশ্বের উন্নত দেশগুলোর জোট।

১৮. গনিতের নোবেল খ্যাত আবেল পুরস্কারজয়ী প্রথম নারী—
ক. ইয়ানা ওয়াসো গ্লে খ. ক্যারেন উলেনবেক গ. ভেনসব সুয়েল উসা ঘ. সুরিচ ফ্যামেলিকা

১৯. সম্প্রতি চাঁদে স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে—
ক. নাসা খ. যুক্তরাষ্ট্র গ. ইউনেস্কো ঘ. আইএসএস

২০. আমাজন মহাবনের কত শতাংশ ব্রাজিলে পড়েছে?
ক. ৪০ শতাংশ খ. ৫৪ শতাংশ গ. ৬০ শতাংশ ঘ. ৬৪ শতাংশ

২১. সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া বিলের প্রতিবােদর সুত্র ধরে গণতন্ত্রের আন্দোলন শুরু হয় কোথায়?
ক. হংকংয়ে খ. তাইওয়ানে গ. কাতালোনিয়ায় ঘ. গ্রিনল্যান্ডে

২২. জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা হারায় ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ বাতিলের ফলে?
ক. ১৮৬ ও ৫২ (ক) খ. ৩৭০ ও ৩৫(ক) গ. ২২৪ ও ৩৬ (ক) ঘ. ১৩৫ ও ৩৮ (ক)

২৩. সম্প্রতি ফেসবুক কোন নামে ডিজিটাল মুদ্রা চালু করতে চেয়েছিল?
ক. হেমা খ. ইমু গ. লিব্রা ঘ. ফেম

২৪. সম্প্রতি আলোচিত "ফেস অ্যাপ" তৈরি করেন কোন দেশের সফটওয়্যার প্রকৌশলীরা?
ক. যুক্তরাষ্ট্র খ. রাশিয়া গ. জাপান ঘ. ফ্রান্স

২৫. 'Endocrinology' শব্দটি কীসের সঙ্গে সম্পর্কিত?
ক. পদার্থবিজ্ঞান খ. চিকিৎসা গ. সাহিত্য ঘ. নৃবিজ্ঞান

২৬. রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধাকে বলা হয়—
ক. এপিএস সুবিধা খ. জিএসপি সুবিধা গ. এমপিএ সুবিধা ঘ. ভিপিএস সুবিধা

২৭. এভিকালচার কোন বিষয়ের অধ্যয়ন?
ক. রেশম চাষ খ. পাখি পালন গ. কেচো চাষ ঘ. খরগোশ পালন

২৮. 'এন্টিবায়োটিক রেজিস্টান্ট' বলতে কী বুঝায়?
ক. সঠিক ক্ষেত্রে ও সঠিক মাত্রায় এন্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেওয়ার মতো উন্নত চিকিৎসক হওয়া।
খ. এন্টিবায়োটিকের বিক্রয় সনদ লাভ করার আইনত প্রকৃয়া।
গ. এন্টিবায়োটিক উৎপাদনের অনুমোদন লাভ করার প্রকৃয়া।
ঘ. পরজীবী অনুজীবের এন্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠা।

২৯. সম্প্রতি দেশে কোন প্রাকৃতিক দুর্যোগটি ভয়ংকর হয়ে দেখা দিয়েছে?
ক. ভূমিকম্প খ. ঘূর্ণিঝড় গ. সুনামি ঘ. বজ্রপাত

৩০. 'পাইথন' হলো একটি জনপ্রিয়—
ক. এন্টিভাইরাস খ. প্রোগ্রামিং ভাষা গ. প্রেজেন্টেশন সফটওয়্যার ঘ. অপারেটিং সিস্টেম


 লিখিত
মার্কস— ৪৫ ; সময় : ৪০ মিনিট


1. Translate the following sentences into English: ——— [5]
(a) আমি আসবো বলে সবাই অপেক্ষা করছিল।
(b) আমি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম।
(c) সে আমার বহুদিনের সাধনার অর্জন।
(d) দেখতে দেখতে বিশটি বছর পেরিয়ে গেলো।
(e) তুমি স্বাস্থ্যকর খাবার খাবে ও স্বাস্থ্যসম্মত স্থানে বাস করবে।

2. Translate the following sentences into Bangla: ——— [5]
(a) He is my sleeping partner.
(b) It has been raining for depression.
(c) He did the pursuit without any ambition.
(d) I have never been to Sylhet.
(e) Do you want to join in a meditation team.

3. Explain the following concepts in English: ——— [5]
(a) Level Playing Field
(b) Social Capital
(c) Dreamland
(d) Lifeboat
(e) Power of Youth

4. Pick out the buzzwords from the passage: ——— [5]

Today's time is a time of communication technology. With the development of hi-tech communication media and rapid transportation facilities, the world has come closer. The world is now a global village. Counties of the world are like families in a village. They can even share their joys and sorrows like next door neighbours. If one county is in distress, others can immediately come to its assistance. If we could build up an atmosphere of mutual understanding and co-operation through this globalisation process, our world could certainly be a better place to live in.

5. পরিচ্ছন্ন পরিবেশ আইন চেয়ে চিঠিপত্রের কলামে একটি নিবন্ধ লিখ। ——— [5]

6. Answer the following short questions: ——— (5×4=20)
(a) বাঙালিদের নোবেল বিজয় সম্পর্কে একটি তথ্যপঞ্জি লিখ।
(b) Write a few points about proper use of Internet.
(c) ফেসবুকে শুদ্ধভাবে বাংলা লেখার প্রতি আহবান জানিয়ে তোমার ফেসবুক বন্ধুদের প্রতি একটি স্ট্যাটাস লিখ।
(d) Write some ideas of enhancing public awareness.
(e) বাংলাদেশ একটি কল্যাণমুলক রাষ্ট্র হতে চলেছে— বিষয়টি ব্যাখ্যা করো।
অথবা,
তুমি কি ভিন্ন কিছু করার স্বপ্ন দেখো? যদি দেখে থাকো সেটা দ্বারা দেশের কী উপকার হতে পারে?





উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন।


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Sunday, July 21, 2019

ঢাবির লিখিত অংশের সৃজনশীল মডেল টেস্ট—১


নির্দেশাবলী—
১. সময় : ৫০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের পাশে "———" চিহ্নের পরে বন্ধনীর ( ) মধ্যে দেওয়া আছে।
৪. প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য পূর্ণ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে আংশিক নম্বর পাওয়া যাবে কিন্তু ভুল উত্তর দিলে সেই প্রশ্নের ২৫% নম্বর কাটা যাবে।
৫. বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ২.৮৩ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ৫.৬৬ এবং সম্মিলিত পাশ মার্ক ১৬; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ১৬ নম্বর পেতে হবে।
৬. এটি যেহেতু অনলাইন পদ্ধতি ও মূল্যায়নকারী প্রোগ্রাম এ্যাড করা নাই তাই নিজে খাতার সাদা পাতায় উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৭. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note: ভর্তি পরীক্ষার লিখিত অংশের প্রশ্ন সৃজনশীল হবে; তবে তোমরা HSC তে যে ধরনের সৃজনশীল পড়েছো তথা-পর্যায়ক্রমে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা— এই ধরনের হুবহু একই রকম সৃজনশীল ভর্তি পরীক্ষায় নাও আসতে পারে; কারণ, সাধারণ জ্ঞানে এই ধরনের সৃজনশীল কীভাবে করা সম্ভব? সেক্ষেত্রে এই ধরনের সৃজনশীল হতে পারে যেভাবে আমরা এই মডেল টেস্টটি নিয়েছি।


[] General English:

Answer questions 1—6 reading the incentive:

Nil Doriya is one of the historical patterns of Pirganj of Rangpur district. It was a fort of powerful Hindu dynast Nilambor Sen of medieval. Due to lack of caring many of archaeological patterns of Nil Doriya has been vanished for many years after ending the ruling of Nilambor Sen. Now it is a entertaining place of this area.
It is located at Chatra union of Pirganj Upazilla of Rangpur. It is half kilometer far western from Chatrahat.
Nil Doriya is a deep and vast circular lake by which a ground land is surrounded; where 92 acres of area is lake and 48 acres of area is ground. On that ground land there are ruins of fort, wood-tree garden, elevation, playground etc and biodiversity.
It is remarkable that, there is no tourist institution establish based on Nil Doriya. So, there is no boat facility for boat journey. If you want to journey by boat on Nil Doriya, you need to contract with fisherman who catches fishes there riding boats.
No hotel or resort is available nearby Nil Doriya. For this facility you have to go Pirganj town.
There is no restaurant facility too; only a tea stale and junk-food shop is available. For restaurant service you have to come Chatrahat.

1. Write a synonym of the word 'dynast'. ——— (1)

2. Fill in the blank: Have you ever ___________ to Nil Doriya? ——— (1)

3. What means by the phrase "wood-tree garden" in this passage? ——— (1.5)

4. If I were a Superintendent of Nil Doriya development management I would make Nil Doriya (a) (free smoking zone/ smoking free zone) ____________ ; because smoking is a (b) ____________ thing not only for smokers (c) ____________ for all people. ——— (2)

5. In which of the post of minister if you were you could do your best for the development of Nil Doriya except prime minister? ——— (2)

6. What can be done to make Nil Doriya productive? and to use it properly? ——— (2.5)



[] বাংলা:

উদ্দীপকটি পড়ে ১-৬ নং প্রশ্নের উত্তর দাও:

প্রেম অনেক বড় একটি শক্তি যা উপসাগর-সাগর নয়, মহাসাগরের ন্যায় অনন্ত। ইহা তৈরি হয় ভালোবাসা, আবেগ ও আসক্তির সমন্বয়ে। ভালোবাসা হলো নিঃস্বার্থ দান কিংবা কর্ম, আর আবেগ হলো প্রবল সাময়িক ইচ্ছা কিংবা প্রতিক্রিয়া এবং আসক্তি হলো বাহ্যিক বিষয়ের প্রতি সহজাত আকর্ষণ বা মুগ্ধতা। প্রেম হতে পারে নর-নারীর মাঝে কিংবা মানুষের সাথে অন্য কিছুর; যেমন- সিরি-ফরহাদের প্রেম, দেশপ্রেম প্রভৃতি।
কবিদের দেশপ্রেমের জন্ম হয় প্রকৃতি থেকে আর সাধারণ মানুষের দেশপ্রেমের জন্ম জাতীয়তাবাদ থেকে। জাতীয়তাবাদ একটি মানসিক ধারণা যা জন্মাতে বেশকিছুর সমন্বয় লাগে। তাই যদি বলা হয় "জাতীয়তাবাদ হলো ভূখণ্ডের প্রতি আকর্ষণ" তা ভুল বলা হবে। জাতীয়তাবাদ শুধু ভূখণ্ডের প্রতি আকর্ষণ নয়, এর সাথে আরও কিছুর সমন্বয়।
প্রেমের আদর্শ মাপার মাপকাঠি হলো এর পরিচ্ছন্নতাবোধ। প্রেমকে সার্থক করার জন্য কোনো অসদুপায় অবলম্বন না করাই হলো এর পরিচ্ছন্নতাবোধ। আদর্শহীন প্রেম হলো অন্ধ প্রেম, এর পরিণতি ভালো হয় না।
প্রেম অসাধ্য সাধন করতে পারে, প্রেম স্বপ্ন দেখায়; যে স্বপ্ন আমাদের সমাজকেও বদলে দিতে পারে। একজন বিখ্যাত মনীষী বলেছিলেন, "যখন একটি মানুষ স্বপ্ন দেখে সেটি শুধুই স্বপ্ন, আর যখন অনেকগুলো মানুষ মিলে একই স্বপ্ন দেখে সেটি আর স্বপ্ন থাকে না, সেটি হয়ে যায় নতুন এক বাস্তবের সূচনা"।

১. অনুচ্ছেদের প্রথম বাক্যটিতে কী কী উপসর্গ আছে? ——— (১)

২. এই অনুচ্ছেদ হতে এরূপ দুটি শব্দ চিহ্নিত করো যেগুলো ইংরেজি শব্দের পারিভাষিক শব্দ হিসেবে বাংলায় ব্যবহৃত হয় আর সেই ইংরেজি শব্দ দুটিও লিখ। ——— (১)

৩. ভালোবাসা, আবেগ ও আসক্তি কী? নিজের ভাষায় লিখ। ——— (১.৫)

৪. অনুচ্ছেদের চতুর্থ বাক্যটি সমার্থক শব্দ প্রয়োগ করে পুনরায় লিখ। ——— (২)
অথবা,
"প্রেমের পরিচ্ছন্নতাবোধ" বিষয়টি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ——— (২)

৫. বাক্যের যোগ্যতা বলতে কী বুঝ? উক্ত অনুচ্ছেদের আলোকে ব্যাখ্যা করো। ——— (২)

৬. প্রেম কীভাবে স্বপ্ন দেখায়? এ সম্পর্কিত উক্তিটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ——— (২.৫)।



[] সাধারণ জ্ঞান:

(ক) উদ্দীপকটি পড়ে ১-৬ নং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য "ব-দ্বীপ পরিকল্পনা ২১০০" গ্রহণ করা হয়েছে। এর আওতায় দেশের দক্ষিণনাঞ্চলের ব-দ্বীপসমূহকে খনিজ উত্তোলন, পর্যটন ও অন্যান্য অর্থনৈতিক ও উন্নয়নমুখী পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হবে। এটি একটি সুদীর্ঘ সময়ব্যাপী পরিকল্পনা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়টি মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে। এর রূপকল্প- নিরাপদ, জলবায়ু পরিবর্তনের অভিঘাতসহিষ্ণু সমৃদ্ধশালী ব-দ্বীপ গড়ে তোলা।
এছাড়াও এসময়ে বাংলাদেশে বেশ কিছু স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পের প্রকল্পের কাজ চলছে। পটুয়াখালীর পায়রা গভীর সমুদ্রবন্দর প্রকল্প, পদ্মা সেতু প্রকল্প, রাজধানীর মেট্রোরেল প্রকল্প ইত্যাদি সেসবের মধ্যে অন্যতম।
পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। মেট্রোরেল প্রকল্পের কাজ ২০২১ সালের শেষেরদিকে সমাপ্ত হবে।
বাংলাদেশে একনেক এসব প্রকল্পের অনুমোদন দিয়ে থাকে। তুমি কি একনেক এর পূর্ণরূপ জানো?

১. বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের মেয়াদকাল কত সাল পর্যন্ত? ——— (১)

২. বদ্বীপ পরিকল্পনা এর পরিকল্পনা করেছে কোন মন্ত্রণালয়? ——— (১)

৩. বদ্বীপ পরিকল্পনা প্রকল্পটি অনুমোদন দিয়েছে সরকারের কোন কমিটি? এই কমিটির সভাপতি কে? ——— (১.৫)

৪. বঙ্গোপসাগরে বদ্বীপ পরিকল্পনার অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করা যাবে সাগরের কতটুকু অঞ্চলজুড়ে? ——— (২)

৫. পায়রা গভীর সমুদ্রবন্দর ও বদ্বীপ পরিকল্পনা এই দুটির অনন্য বৈশিষ্ট্য কী কী? এ দুটির মাঝে কী কোনো বিষয়ের মিল আছে? ——— (২)

৬. বদ্বীপ পরিকল্পনার ফলে বাংলাদেশের কী কী উন্নতি হবে বলে তুমি মনে করো। ——— (২.৫)


(খ) উদ্দীপকটি পড়ে ৭-১২ নং প্রশ্নের উত্তর দাও:

নেদারল্যান্ডের দি হেগ শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক আদালত বিভিন্ন দেশের মধ্যে চলমান বিবাদ নিষ্পত্তি করে থাকে। এই আদালতে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। অর্থাৎ, এই বিচারালয় শুধু আন্তঃরাষ্ট্রীয় ইস্যু নিয়ে কাজ করে। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল (আইসিসি) বিভিন্ন রাষ্ট্র কর্তৃক সংঘটিত আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ইস্যু নিয়ে কাজ করে। আন্তর্জাতিক অপরাধ আদালত ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তরও দি হেগ শহরে।
আর ইন্টারপোল হলো পুলিশের আন্তর্জাতিক সংগঠন। এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা, আন্তর্জাতিক অপরাধীদের সনাক্ত করা ও আন্তর্জাতিক অপরাধের তদন্তের কাজ করে থাকে। এটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে।

৭. আন্তর্জাতিক আদালত যে আইনের ভিত্তিতে বিচারকাজ সম্পন্ন করে থাকে সেই আইনের নাম কি? ——— (১)

৮. আন্তর্জাতিক আদালতে কার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না? ——— (১)

৯. আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল এর মধ্যে সম্পর্ক কী? ——— (১.৫)

১০. আইসিজে, আইসিসি ও ইন্টারপোল এর মধ্যে সম্পর্ক কীরূপ? ——— (২)

১১. বাংলাদেশ কি আন্তর্জাতিক আদালতে কখনও কোনো মামলা করেছিল? এবং কোনো সুফল কী পেয়েছিল? ——— (২)

১২. আন্তর্জাতিক আদালত কোন আন্তর্জাতিক সংগঠনের বিশেষায়িত অঙ্গসংগঠন হিসেবে কাজ করে? আন্তর্জাতিক আদালতে মামলা করা যেতে পারে এরূপ দুইটি সাম্প্রতিক ইস্যু কী কী হতে পারে লিখ? ——— (২.৫)



উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Monday, July 1, 2019

ক্যামাট—২ : ২০১৯-২০

বিশেষ জ্ঞাতব্য—
২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবি ভর্তি পরীক্ষায় MCQ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে মিডিয়া হতে আমরা তিন ধরণের তথ্য পেয়েছি; ঢাবি কতৃপক্ষের ঘোষণার বরাত দিয়ে কেউ বলেছে— ৬০ নম্বরের MCQ পরীক্ষা হবে এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে (ফলে ১০০ নম্বরের পরীক্ষা হবে), কেউ বলেছে— ৬০ টি MCQ প্রশ্ন থাকবে ও ৪০ টি লিখিত প্রশ্ন থাকবে, আবার কেউ বলেছে— পূর্বের যে ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হতো এখন এই ১২০ নম্বরের ৬০% MCQ পদ্ধতিতে এবং ৪০% লিখিত পদ্ধতিতে নেওয়া হবে (ফলে ৭২ নম্বরের MCQ এবং ৪৮ নম্বরের লিখিত)।

আর, নতুন এই পদ্ধতিতে কোন বিষয়ে কত নম্বর থাকবে তা এখনও জানায়নি ঢাবি কতৃপক্ষ।
তবে— এবার ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় Intellectual Thinking কে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে MCQ পদ্ধতিতে এই উৎস হতে তথা Intellectual Thinking হতে কোনো প্রশ্ন ঢাবিতে হতো না।

তাই আমরা একটি ডোমো মানবণ্টনে এই মডেল টেস্টটি নিচ্ছি। এতে মানবণ্টন নিম্নরূপ—

• MCQ ৬০% এর জন্য—
বাংলা— ১৫ টি প্রশ্ন
ইংরেজি— ১৫ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ৩০ টি প্রশ্ন

• লিখিত ৪০% এর জন্য—
বাংলা— ১০ টি প্রশ্ন
ইংরেজি— ১০ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ১৫ টি প্রশ্ন
Intellectual Thinking— ৫ টি প্রশ্ন

সেইসঙ্গে এই অংশে বাংলা এবং ইংরেজি প্রশ্নগুলোতেও Intellectual Thinking প্রয়োগ করা হবে।



নির্দেশাবলী—
১. সময় : এমসিকিউ— ৩৬ মিনিট  এবং লিখিত— ৫৪ মিমিট; মোট— ১ ঘণ্টা ৩০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. এমসিকিউতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৫.১০ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১০.২০ এবং সম্মিলিত পাশ মার্ক ২৮.৮; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ২৮.৮ নম্বর পেতে হবে।
৪. লিখিততে প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য ১.২০ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে অর্ধেক নম্বর পাওয়া যাবে কিন্তু ভুল উত্তর দিলে ০.৩০ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৩.৪০ আর সাধারণ জ্ঞান ও আইকিউ এর পাশ মার্ক ৬.৮০ এবং সম্মিলিত পাশ মার্ক ১৯.২০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ও আইকিউ প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ১৯.২০ নম্বর পেতে হবে।
৫. এটি যেহেতু অনলাইন পদ্ধতি ও মূল্যায়নকারী প্রোগ্রাম এ্যাড করা নাই তাই নিজে খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note: এই মডেল টেস্টটি সম্ভাব্য নিয়মে নেওয়া হলো। এটি শতভাগ চূড়ান্ত হবে এমনটি নয়; তবে পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।



[] General English:

Answer questions 1-4 based on the following passage:

Sheikh Mujibur Rahman, father of nation, declared the 'Declaration of Independence' on the night of March 25, 1971 at 12:20 AM; basically it was the first prahara of 26 March.
"This may be my last message; from today Bangladesh is independent. I call upon the people of Bangladesh wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved" — was his declaration.
This declaration was sent everywhere of Bangladesh via wireless, telephone and telegram.

1. Sheikh Mujibur Rahman declared the 'Declaration of Independence' at the time of ____________ according to international system.
a. 12:20 AM of March 25, 1971
b. 12:20 AM of March 26, 1971
c. 00:20 of March 25, 1971
d. 00:20 of March 26, 1971

2. The word 'occupation' in this passage means—
a. profession   b. usurper   c. evil   d. foreign

3. the term 'soil of Bangladesh' means—
a. area of Bangladesh   b. roads of Bangladesh   c. countryside of Bangladesh   d. history of Bangladesh

4. The 'Declaration of Independence' was not broadcasted/ telecasted in which one of the following media?
a. telephone   c. telegram   c. radio   d. television

5. The poem 'The Schoolboy' is written by—
a. John Milton   b. William Blake   c. Robert Henrik   d. Stephen Mayer

6. Alex wanted to start a lemonade stand to raise money for doctors to help __________.
a. refugees   b. children   c. the old   d. the poor

7. Hakaluki Haor falls under __________ and Sylhet districts.
a. Sunamganj   b. Maulvibazar   c. Habiganj   d. Chandpur

8. 'I Have A Dream' is a famous __________ made by Martin Luther King jr.
a. speech   b. book   c. sentence   d. statement

9. Which pair of words is synonymous?
a. vague, clear   b. abridged, shorten   c. vivid, silent   d. Legend, curious

10. I __________ tea __________ coffee.
a. like, than   b. prefer, to   c. like, with   d. like, without

11. How ___________ fishes are there in the aquarium?
a. Much   b. much   c. Many   d. many

12. Which one of the following is right?
a. Abbreviation   b. Abbrivation   c. Abreviation   d. Abrivation

13. It is my first ___________.
a. choose   b. choice   c. times   d. exams

14. Choose the correct sentence—
a. Where have you born?
b. Where were you born?
c. Where had you born?
d. where was you born?

15. Choose the English translation of — "আমার মেয়ে বন্ধু নাই বললেই চলে".
a. I have a few girlfriends
b. I have no girlfriend
c. I have few girlfriends
d. I have little girlfriends



[] বাংলা:

১. "প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি" — এই এরা কারা?
ক. স্থুলবুদ্ধির লোকজন   খ. পাগলরা   ঘ. হিজড়ারা   ঘ. নেশাগ্রস্তরা

২. লেখকের মতে 'ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ' আসলে কী?
ক. ভণ্ডামি   খ. পাগলামি   গ. মাতলামি   ঘ. বোকামি

৩. উনিশশত বায়ান্নর একুশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব কোথাকার জেলে অন্তরীণ ছিলেন?
ক. ঢাকা   খ. ফরিদপুর   গ. রাজশাহী   ঘ. সিলেট

৪. যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে কে?
ক. সাগর   খ. প্রবহমান নদী   গ. পুকুর   ঘ. বিল

৫. "ধবল দুধের মতো ___________ তার ঢালিতেছে চাঁদ-পূর্ণিমার" — শূন্যস্থানে কী হবে?
ক. আলো   খ. রং   গ. জ্যোৎস্না   ঘ. রূপ

৬. "আদনান ভাই গ্রামে ফিরে অত্যান্ত আশ্চার্য হয়ে গেলেন; তিনি ভাবতেই পারেন নি তাকে দেখার জন্য এতো লোক ভিড় করে থাকবে। তিনি গাড়ি হতে নামিয়া বেদীতে দাড়াতেই সকলে তার দিকে এগিয়ে আসতে লাগল। তিনি সবাইকে সালাম দিয়ে কথা শুরু করলেন।" — চলিত রীতির এই বাক্যটিতে কয়টি ভুল আছে?
ক. তিনটি   খ. চারটি   গ. পাঁচটি    ঘ. ছয়টি

৭. ণত্ব বিধানের সঠিক ব্যবহার হয়েছে নিম্নের কোন শব্দজোড়ে?
ক. ভাষণ, প্রমান   খ. আকর্ষণ, গ্রহণ   গ. বন্টন, কারণ   ঘ. প্রেরণ, পূরন

৮. কোন শব্দগুচ্ছের বানান সঠিক?
ক. স্টেশন, স্পর্শ, পুস্প   খ. স্পষ্ট, নিঃশ্বাস, আরোহন   গ. স্পস্ট, আরোহণ, পুষ্প   ঘ. স্পর্শ, স্পষ্ট, পুষ্প

৯. 'পৃথিবী' এর সমার্থক শব্দ কোনটি?
ক. আভাস   খ. অবনী   গ. অয়ন   ঘ. হিরণ্য

১০. 'পূর্বপুরুষ' এর বিপরীতার্থক শব্দ কী?
ক. উত্তরপুরুষ   খ. পরপুরুষ   গ. পশ্চিমপুরুষ   ঘ. দক্ষিণপুরুষ

১১. 'Counsel' শব্দটির পারিভাষিক অর্থ কী?
ক. দূতাবাস   খ. কৌসুলি   গ. রাষ্ট্রদূত   ঘ. বিশেষ দূত

১২. 'ইহার তূল্য' এককথায় কী হবে?
ক. ইহ্যক   খ. ইদৃশ   গ. এমন   ঘ. এরূপ

১৩. নিম্নের কোনটি সমাসবদ্ধ ও সন্ধিজাত শব্দ?
ক. মহাদেশ   খ. সপ্তাহান্তে   গ. প্রতিদিন   ঘ. উপগ্রহ

১৪. "এক চোখ খোলা রেখে ঘুমানো" বাগধারাটির অর্থ কী?
ক. ভান করা   খ. সতর্ক থাকা   গ. চালাকি করা   ঘ. চিন্তামগ্ন থাকা

১৫. "Time hangs have upon my hands" এর সঠিক বঙ্গানুবাদ হবে—
ক. আমার হাতে অনেক সময় আছে
খ. আমার হাতে সময় ঝুলে আছে
গ. আমি সময়ের নাগালই পাচ্ছি না
ঘ. আমার সময় যেন কাটেই না



[] সাধারণ জ্ঞান:

১. 'মহুয়া' ছিল একধরণের—
ক. শস্য   খ. সুগন্ধি   গ. পল্লীগীতি   ঘ. খেলা

২. প্রাচীন বাংলার নিম্নোক্ত কোন জনপদটি বর্তমান বাংলাদেশের সীমানার বাইরে ছিল?
ক. বঙ্গ   খ. পুণ্ড্র   গ. রাঢ়   ঘ. সমতট

৩. বাংলাদেশের উপজাতিদের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন ও পরিকল্পিত জীবনযাপনে অভ্যস্ত কারা?
ক. খাসিয়ারা   খ. গারোরা   গ. বমরা   ঘ. হাজংরা

৪. বাংলাদেশে 'সংসদীয় সরকারব্যবস্থা' পুনঃপ্রবর্তন করা হয় বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে?
ক. ষষ্ঠ সংশোধনী   খ. অষ্টম সংশোধনী   গ. দশম সংশোধনী   ঘ. দ্বাদশ সংশোধনী

৫. 'সড়ক ও জনপথ' বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. পরিকল্পনা মন্ত্রণালয়   খ. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়   গ. সমাজকল্যাণ মন্ত্রণালয়   ঘ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৬. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ—
ক. কুতুবদিয়া   খ. সন্দীপ   গ. মহেশখালী   ঘ. সেন্টমার্টিন

৭. সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ব্যুরোর সদস্য নির্বাচিত হয় কোন সময়কালের জন্য?
ক. ২০১৮-১৯ সাল   খ. ২০১৯-২০ সাল   গ. ২০১৯-২২ সাল   ঘ. ২০১৯-২৪ সাল

৮. বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?
ক. হাবীবুল্লাহ সিরাজী   খ. ড. আনিসুজ্জামান  গ. শামসুজ্জামান খান   ঘ. আসাদুজ্জামান নুর

৯. বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা-বাগানের সংখ্যা—
ক. ১২৮টি   খ. ১৪৮টি   গ. ১৬০টি   ঘ. ১৬৪টি।

১০. সম্প্রতি দেশের কোথায় লোহার খনি আবিষ্কৃত হয়েছে?
ক. রাজশাহী   খ. ময়মনসিংহ   গ. দিনাজপুর   ঘ. সিলেট

১১. ২০১৯ সালে বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান—
ক. ৮৬ তম   খ. ৯৭তম   গ. ১০০ তম   ঘ. ১০৮ তম

১২. বাংলাদেশকে 'তরুণের দেশ' আখ্যা দিয়েছে জাতিসংঘের কোন বিশেষায়িত সংগঠন?
ক. ইউনেস্কো   খ. ইউনিসেফ   গ. ইউএনএফএ   ঘ. ইউএনডিপি

১৩. বিশ্বের সর্ববৃহৎ রেইন ফরেস্ট তথা চিরহরিৎ বনাঞ্চল কোনটি?
ক. আমাজন   খ. আফ্রিকার অরণ্যমালা   গ. তৈগা   ঘ. নর্ডিক বনাঞ্চল

১৪. 'দ্য আইডিয়া অব জাস্টিস' বইটি কার লেখা?
ক. উড্রো উইলসন   খ. অমর্ত্য সেন   গ. জোসেফ স্টালিন   ঘ. উইলস্টন চার্চিল

১৫. 'এডেন' কোন দেশের সমুদ্রবন্দর?
ক. ব্রিটেন   খ. ফ্রান্স   গ. রাশিয়া   ঘ. ইয়েমেন

১৬. 'হেলসিংকি' কোন দেশের রাজধানী?
ক. সুইডেন   খ. ডেনমার্ক   গ. ফিনল্যান্ড   ঘ. নরওয়ে

১৭. ইতিহাসখ্যাত ট্রয় নগরী ছিল—
ক. ইতালিতে   খ. তুরস্কে    গ. মিশরে   ঘ. গ্রিসে

১৮. নিম্নের কোনটি বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট?
ক. জি-৮   খ. ডি-৮   গ. জি-২০   ঘ. জি-৭৭

১৯. সম্প্রতি মেধাভিত্তিক অভিবাসন নীতি চালু করতে যাচ্ছে কোন দেশ?
ক. রাশিয়া   খ. যুক্তরাষ্ট্র   গ. ফ্রান্স   ঘ. যুক্তরাজ্য

২০. শান্তিতে নোবেলবিজয়ী নাদিয়া মুরাদ এর দেশ—
ক. কাতার   খ. ইরাক   গ. মিসর   ঘ. রুমানিয়া

২১. 'উইঘুর' মুসলিমদের বাস কোন দেশে?
ক. মঙ্গোলিয়া   খ. ফিলিপাইন   গ. চীন   ঘ. গ্রিস

২২. 'নেচার জিওসায়েন্স' কোন দেশের গবেষণা সাময়িকী?
ক. যুক্তরাষ্ট্র   খ. যুক্তরাজ্য   গ. ফ্রান্স   ঘ. জার্মানি

২৩. 'অ্যাসোসিয়েশন অব প্যারেন্টস অব ডিসপিয়ার পারসন' কোন স্থানের মানবাধিকার নিয়ে কাজ করে?
ক. সিরিয়া   খ. ফিলিস্তিন   গ. লিবিয়া   ঘ. কাশ্মীর

২৪. সম্প্রতি আসামী প্রত্যর্পন বিলের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয় কোথায়?
ক. হংকংয়ে   খ. তাইওয়ানে   গ. গ্রিনল্যান্ডে   ঘ. কাতালোনিয়ায়

২৫.  'Lexicography' শব্দটি নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত?
ক. সাহিত্য   খ. দর্শন   গ. চিকিৎসা   ঘ. ভাষা

২৬. জিপিএস এর পূর্ণরূপ হলো—
ক. গ্লোবাল পজিশনিং সিস্টেম
খ. গ্লোবাল পাওয়ারফুল স্টেটস
গ. গ্লোবাল পিস সার্ভেয়ার্স
ঘ. গ্লোবাল পলিসি সিস্টেম

২৭. 'জনমত আইনের অন্যতম উৎস' — উক্তিটি কে করেছেন?
ক. জন লক   খ. লর্ড ব্রাইস   গ. জ্যাঁ জ্যাক রুশো   ঘ. ওয়াল্ডহেইম

২৮. 'জনসংখ্যা তত্ত্ব' এর প্রবর্তক কে?
ক. টমাস ম্যালথাস   খ. পল স্যামুয়েলসন   গ. জে এস মিল   ঘ. ডালটন

২৯. কোনো দেশের উন্নয়নের পূর্বশর্ত কী?
ক. রপ্তানি আয়  খ. প্রশাসনের জবাবদিহিতা   গ. রাজনৈতিক স্থিতিশীলতা   ঘ. প্রাকৃতিক সম্পদ

৩০. ওয়াইফাই এর জনক কে?
ক. ভিনটন জি ক্লার্ক   খ. টিম বার্নাস লি   গ. স্যামুয়েল টমলিনসন   ঘ. ভিক্টর ভিক হেরেস




[] General English:

Answer questions 1-2 based on the following passage:

Intellectual thinking is an applying way of knowledge. It is essential to be succeeded nowadays. Today's human lifestyle and world's existence policy is very critical. There is a theory about it named 'Survival of the fittest'.
So, we have to be skillful about applying knowledge and the knowledge must be updated that suites with the present situation of world.

1. What is the main theme of this passage?

2. What means by the term "Survival of the fittest" in this passage?

3. There were only __________ universities in Bangladesh at the time of __________ in 1971.

4. What is Kuakata locally known as?

5. Use right form of verbs: He (come) ___________ here last year, it was his first traveling with a view to (visit) ___________ Dhaka city.

6. Use agreeable verb and pronoun: One of the boys ___________ present timely and ___________ was proud for it.

7. Transform the sentence into complex form: A canning fox was passing through a forest.

8. Add tag question: I have little probability to study abroad, ____________?

9. Write the sentence correctly: He left the place with bag and baggage.

10. Translate the Bengali sentence into English — "গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আজমতউল্লাহর পক্ষে কাজ করেছিল".



[] বাংলা:

১. 'সংবাদ' ও 'গবেষণা' কোন শ্রেণির শব্দ? এগুলোর প্রকৃতিগত অর্থ কী হওয়ার কথা ছিল ও বাস্তবিক অর্থ কী?

২. অপিনিহিতি এবং মধ্য স্বরাগম এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।

৩. উদাহরণসহ ষত্ব বিধানের যেকোনো দুইটি নিয়ম লিখ।

৪. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যেকোনো দুটি নিয়ম লিখ উদাহরণসহ।

৫. "পুনঃনির্ধারণ, অন্তসত্বা" বানান দুটি সঠিক করে লিখ।

৬. "সুমনের সাথে রাশেদের খুব সখ্যতা ছিল" — বাক্যটি সঠিক করে লিখ।

৭. "মুক্তিযুদ্ধ" এবং "মঙ্গলবার্তা" সমাস দুইটির ব্যাসবাক্য লিখ।

৮. "পঠিতব্য, ঢাকাই, বাঁধা, মিতালি, লেখক, মেঘলা" শব্দগুলোর মধ্যে থেকে কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়যোগে সাধিত শব্দগুলো আলাদা করে লিখ।

৯. "অনেক অনুরোধ করেও তপুকে একুশের আন্দোলনে যাওয়া থেকে বিরত রাখা যায়নি। মাতৃভাষার প্রতি তার এতোটাই ভালোবাসা যে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকেও জয় করে সে এ আন্দোলনে সামনের দিকে অবস্থান করে।" — বাক্যটিতে কয়টি উপসর্গ আছে ও কী কী?

১০. অনুচ্ছেদটির বাংলা অনুবাদ করো—
Today's wonderful inventions of modern science such as computer, satellite, diagnosis machines ete was inconceivable two hundred years ago. The trend of education that time was to literature and philosophy. Today's trend is to study science and business.



[] সাধারণ জ্ঞান ও আইকিউ:

১. 'ঢাকা' মোট কয়বার বাংলাদেশের রাজধানী হয় ও কখন কখন?
২. 'সোয়াচ আব নো গ্রাউন্ড' কী এবং কোথায়?
৩. 'সোমপুর মহাবিহার' কোথায় অবস্থিত?  এটি কোন মানে পরিচিত?

৪. সম্প্রতি বাংলাদেশের কোন জিনিসটি সর্বশেষ ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন লাভ করে?
৫. রাজধানীর মেট্রোরেল প্রকল্পের কাজ কবে নাগাদ সমাপ্ত হবে?
৬. এবারের বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের কততম বিশ্বকাপ ছিল?

৭. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কখন?
৮. সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় কবে?
৯. প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি ও মিত্রশক্তি ছিল কোন কোন দেশ?
১০. সম্প্রতি ঘূর্ণিঝড় ফণীতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় ভারতের কোন প্রদেশ?

১১. ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এর প্রথম নারী প্রেসিডেন্ট কে? তিনি কোন দেশের নাগরিক?

১২. মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা' চাঁদে নারী নভোচারী পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা কবে বাস্তবায়িত হবে?

১৩. কোয়ালিশন সরকার কাকে বলে?
১৪. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ?
১৫. গণপরিষদ কী? বাংলাদেশে কবে গণপরিষদ গঠিত হয়েছিল?

১৬. এনালগ ঘড়িতে যখন ৪:০০ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি হবে? ব্যাখ্যা করো।

১৭. এক দম্পতির তিনজন ছেলে আছে। প্রত্যেক ছেলের একজন বোন আছে। পরিবারটিতে মোট কতজন সদস্য আছে? ব্যাখ্যা করো।

১৮. ১০ বছর সমান কত দিন? ব্যাখ্যা করো।

১৯. কোন মেয়েকে কুমারী বলা হয়? ব্যাখ্যা করো।

২০. 'স্মার্টনেস' কী? ব্যাখ্যা করো।



উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন।


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Saturday, June 15, 2019

ক্যামাট—১ : ২০১৯-২০

বিশেষ জ্ঞাতব্য—
২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবি ভর্তি পরীক্ষায় MCQ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে মিডিয়া হতে আমরা তিন ধরণের তথ্য পেয়েছি; ঢাবি কতৃপক্ষের ঘোষণার বরাত দিয়ে কেউ বলেছে— ৬০ নম্বরের MCQ পরীক্ষা হবে এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে (ফলে ১০০ নম্বরের পরীক্ষা হবে), কেউ বলেছে— ৬০ টি MCQ প্রশ্ন থাকবে ও ৪০ টি লিখিত প্রশ্ন থাকবে, আবার কেউ বলেছে— পূর্বের যে ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হতো এখন এই ১২০ নম্বরের ৬০% MCQ পদ্ধতিতে এবং ৪০% লিখিত পদ্ধতিতে নেওয়া হবে (ফলে ৭২ নম্বরের MCQ এবং ৪৮ নম্বরের লিখিত)।

আর, নতুন এই পদ্ধতিতে কোন বিষয়ে কত নম্বর থাকবে তা এখনও জানায়নি ঢাবি কতৃপক্ষ।
তবে— এবার ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় Intellectual Thinking কে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে MCQ পদ্ধতিতে এই উৎস হতে তথা Intellectual Thinking হতে কোনো প্রশ্ন ঢাবিতে হতো না।

তাই আমরা একটি ডোমো মানবণ্টনে এই মডেল টেস্টটি নিচ্ছি। এতে মানবণ্টন নিম্নরূপ—

• MCQ ৬০% এর জন্য—
বাংলা— ১৫ টি প্রশ্ন
ইংরেজি— ১৫ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ৩০ টি প্রশ্ন

• লিখিত ৪০% এর জন্য—
বাংলা— ১০ টি প্রশ্ন
ইংরেজি— ১০ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ১৫ টি প্রশ্ন
Intellectual Thinking— ৫ টি প্রশ্ন

সেইসঙ্গে এই অংশে বাংলা এবং ইংরেজি প্রশ্নগুলোতেও Intellectual Thinking প্রয়োগ করা হবে।



নির্দেশাবলী—
১. সময় : এমসিকিউ— ৩৬ মিনিট  এবং লিখিত— ৫৪ মিমিট; মোট— ১ ঘণ্টা ৩০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. এমসিকিউতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৫.১০ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১০.২০ এবং সম্মিলিত পাশ মার্ক ২৮.৮; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ২৮.৮ নম্বর পেতে হবে।
৪. লিখিততে প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য ১.২০ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে অর্ধেক নম্বর পাওয়া যাবে কিন্তু ভুল উত্তর দিলে ০.৩০ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৩.৪০ আর সাধারণ জ্ঞান ও আইকিউ এর পাশ মার্ক ৬.৮০ এবং সম্মিলিত পাশ মার্ক ১৯.২০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ও আইকিউ প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ১৯.২০ নম্বর পেতে হবে।
৫. এটি যেহেতু অনলাইন পদ্ধতি ও মূল্যায়নকারী প্রোগ্রাম এ্যাড করা নাই তাই নিজে খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note: এই মডেল টেস্টটি সম্ভাব্য নিয়মে নেওয়া হলো। এটি শতভাগ চূড়ান্ত হবে এমনটি নয়; তবে পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।



[] General English:

Answer questions 1-4 based on the following passage:

Environmental Pollution is the introduction of contaminants into the natural environment that cause adverse change. Pollution can take the form of chemical substances or energy, such as noise, heat or light. Pollutants, the components of pollution, can be either foreign substances/energies or naturally occurring contaminants.
The five major types of pollution include: air pollution, water pollution, soil pollution, light pollution, and noise pollution.
Some others forms of pollution are: littering, plastic pollution, radioactive contamination, thermal pollution, visual pollution.
Besides, the term 'pollution' refers to any substance that negatively impacts the environment or organisms that live within the affected environment.

1. Which one can be the best title for this passage?
a. Environmental Pollution   b. The Pollutions of Earth   c. Pollutions and Living   d. Environment and Pollution.

2. Which one of the followings is not a component of pollution?
a. noise   b. plastic   c. fuel engine   d. leaf

3. Which one is a environment friendly power of the followings?
a. diesel   b. petroleum   c. coal   d. solar panel

4. 'organisms' means in this passage—
a. plans   b. living existence   d. fishes   d. microorganisms

5. A drink made of lemon juice, water and sugar is called—
c. lemondew   b. lemonade   c. lemondrinks   d. lemonadus

6. What do you think ____________ the focus _________ 21st century education?
a. should be, in   b. should be, of   c. should be, on   d. should, of

7. The word 'emancipation' means ____________.
a. freedom   b. achievement   c. excellence   d. ambition

8. He had to walk for hours, offering his ice cream to ____________ wanted to buy.
a. who   b. whoever   c. whom   d. whomever

9. The Sundarbans forest ____________ the brunt of super cyclone Sidr in 2007.
a. maintain   b. took   c. protect   d. ousted.

10. the word "disseminate" is a/an ____________.
a. noun   b. verb   c. adjective   d. adverb

11. Stephen Hawking was ____________ Gehrig's disease.
a. attacked   b. attacked by    c. attacked with   d. attacked from

12. Choose the correct sentence—
a. He is better than everybody.
b. He is better than everybody else.
c. He is better than everybody's.
d. He is better than every body.

13. We could not buy anything because _____ of the shops was open.
a. all   c. no one   c. none   d. nothing

14. Choose the English translation of — "রাজশাহীর আম সিলেটের আমের চেয়ে ভালো".
a. The mango of Rajshahi is better than the mango of Sylhet.
b. The mangoes of Rajshahi is better than the mangoes of Sylhet.
c. The mango of Rajshahi is better than that of Sylhet.
d. The mangoes of Rajshahi is better than that of Sylhet.

15. In which of the following sentences passive voice has been used to maintain a courtesy?
a. Some steps have been taken.   b. Let the sum be done.   c. Your internet service has been deactivated.   d. You were loved by me.



[] বাংলা:

১. "চোর পালালে বুদ্ধি বাড়ে"— প্রবচনটি কোন রচনার?
ক. আমার পথ   খ. জাদুঘরে কেন যাব   গ. রেইনকোর্ট   ঘ. নেকলেস

২. "আহবান" গল্পে বুড়ি লেখককে সম্বোধন করতো কী নামে?
ক. অজয়   খ. গোপাল   গ. রতন   ঘ. মানিক

৩. "অপরিচিতা" গল্পের উপজীব্য বিষয় কী ছিল?
ক. সমাজ সংস্কারে নারীর সুপ্ত ক্ষমতার বহিঃপ্রকাশ
খ. সামাজিক সংস্কারে তারুণ্যের সাফল্য
গ. প্রথায় আবদ্ধ এক তরুণের অসার ভূমিকা
ঘ. সম্মিলিত স্বপ্নের শক্তি ও তার সামগ্রিক সম্ভাবনা

৪. "অভ্র" অর্থ কী?
ক. আকাশ   খ. পতাকা   গ. ছুটে চলা   ঘ. ডানা

৫. নিম্নের কোন বানানটি সঠিক নয়?
ক. স্কুল   খ . ইস্কুল   গ. ইসকুল   ঘ. ইশকুল

৬. 'যে নারী বীরসন্তান প্রসব করে' এক কথায় হবে—
ক. বীরপ্রসূ   খ. বীরমাতা   গ. বীরজননী   ঘ. বীরত্বমাতৃ

৭. "চোখের মাথা খাওয়া" বাগধারাটির অর্থ কী?
ক. না দেখে কাজ করা   খ. লজ্জাশরম হারিয়ে ফেলা   গ. না দেখার ভান করা   ঘ. হাতড়ে খোঁজার অভ্যাস

৮. "রফিক সাহেব সভায় পৌছে দেখলেন, সব প্রস্তুতি সম্পূর্ণ, শুধু তার হুকুমের অপেক্ষা। তিনি শহরের যানজটে আটকা পড়ায় একঘণ্টা বিলম্ব হয়েছে, অন্যরা তার অপেক্ষায় ছিলেন। তিনি ভাবলেন হেলিকপ্টারে আসাই ভালো ছিল, এই উপশহরে হেলিপ্যাড না থাকিলেও ল্যান্ড করার মতো ভালো জায়গা আছে।" — চলিত রীতির এই বাক্যটিতে কয়টি ভুল আছে?
ক. একটি   খ. দুইটি   গ. তিনটি  ঘ. পাঁচটি

৯. ষত্ব বিধান মোতাবেক সঠিক নয় কোন শব্দজোড়?
ক. পৃষ্ঠপোশক, আবিস্কার   খ. পুরস্কার, স্টেনগান   গ. উৎকৃষ্ট, অভিলাষ   ঘ. আকর্ষণ, অভিষেক

১০. নিম্নের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
ক. ষড়যন্ত্র = ষট + যন্ত্র   খ. শুভেচ্ছা = শুভ + ইচ্ছা   গ. পরিচ্ছদ = পরি + ছদ   ঘ. বনস্পতি = বনঃ + পতি

১১. ব্রিটিশ প্রধানমন্ত্রী ইংল্যান্ড ক্রিকেট দলকে একটি বিমান ও পাইলট দিলেন — উক্ত বাক্যে মুখ্য কর্ম কোনটি?
ক. বিমান   খ. বিমান ও পাইলট   গ. ইংল্যান্ড ক্রিকেট দল   ঘ. পাইলট

১২. 'Requisition' শব্দটির পারিভাষিক অর্থ কী?
ক. ক্রোককরণ   খ. স্বত্ব লাভকরণ   গ. জাতীয়করণ   ঘ. অধিগ্রহণ

১৩. 'নিলয়' এর সমার্থক শব্দ কোনটি?
ক. উপকূল   খ. মেঘ   গ. সদন   ঘ. ইন্দ্রধনু

১৪. 'নির্লিপ্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. আনন্দ   খ. সাবলীল   গ. কমল   ঘ. রত

১৫. "It's a long story" এর সঠিক বাংলা অনুবাদ হবে—
ক. সে অনেক কথা   খ. এটা একটা লম্বা গল্প   গ. গল্পটা খুব বড়   ঘ. এ গল্প অন্তহীন



[] সাধারণ জ্ঞান:

১. বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী—
ক. পদ্মা   খ. মেঘনা   গ. যমুনা  ঘ. ব্রহ্মপুত্র

২. রংপুর অঞ্চল প্রাচীন বাংলার কোন জনপদের অংশ ছিল?
ক. বঙ্গ   খ. পুণ্ড্র   গ. সমতট   ঘ. গৌড়

৩. "কনসার্ট ফর বাংলাদেশ" এ গাওয়া সর্বশেষ গান ছিল—
ক. লাভ ফর বাংলাদেশ   খ. হেল্প ফর বাংলাদেশি ফ্রিডম   গ. দ্য ল্যান্ড নেমড বাংলাদেশ   ঘ. বাংলাদেশ বাংলাদেশ

৪. সুপ্রীমকোর্ট এর বিষয় উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে?
ক. ৭৭ অনুচ্ছেদে   খ. ৯৪ অনুচ্ছেদে   গ. ১০৫ অনুচ্ছেদে  ঘ. ১০৭ অনুচ্ছেদে

৫. 'এশিয়াটিক সোসাইটি জাদুঘর' রাজধানীর কোথায় অবস্থিত?
ক. আগারগাঁওয়ে   খ. যাত্রাবাড়িতে   গ. নিমতলীতে   ঘ. মিরপুরে

৬. 'নাপ্পি' বাংলাদেশের কোন উপজাতিদের সুস্বাদু খাবারের নাম?
ক. মারমা   খ. ম্রো   গ. ত্রিপুরা   ঘ. চাকমা

৭. 'পায়রা সমুদ্রবন্দর' কোথায়?
ক. পটুয়াখালীতে   খ. কক্সবাজারে   গ. ফেনীতে  ঘ. চট্টগ্রামে

৮. বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের নাম কী?
ক. মানিগ্রাম   খ. নগদ   গ. প্যারাসুট   ঘ. বিডিফক্স

৯. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গ করায় এ বছর সম্মাননা জানানো হয় কতজন বাংলাদেশিকে?
ক. ৮ জন   খ. ১২ জন   গ. ১৬ জন   ঘ. ২১ জন

১০. ভুটান বাংলাদেশের কাছে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা চেয়েছে কয়টি পণ্যের?
ক. ১০ টি   খ. ১৪ টি   গ. ১৬ টি   ঘ. ২০ টি

১১. 'আলপনা গ্রাম' নামে পরিচিত 'টিকইল' গ্রাম অবস্থিত কোন জেলায়?
ক. রাজশাহী   খ. চাঁপাইনবাবগঞ্জ   গ. সিলেট   ঘ. ময়মনসিংহ

১২. সম্প্রতি মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা গৃহের নাম—
ক. বাংলা আলয়   খ. বীরনিবাশ   গ. বীরমঞ্চ   ঘ. বিজয় ভবন

১৩. বিশ্বব্যাপী দ্রব্যের মান সনদ প্রদান করে কোন সংস্থা?
ক. এফডিআই   খ. আইএসও   গ. ডব্লিউটিও   ঘ. ডব্লিউএইচও

১৪. 'তাস' কোন দেশের সংবাদ সংস্থা—
ক. রাশিয়া   খ. ফ্রান্স   গ. ইরান   ঘ. ইন্দোনেশিয়া

১৫ 'ওয়ার অ্যান্ড পিস' গ্রন্থটি কার লেখা?
ক. লিও টলস্টয়   খ. নেলসন ম্যান্ডেলা   গ. উইলস্টন চার্চিল   ঘ. মার্টিন লুথার কিং

১৬. ভারত-পাকিস্তান এর মধ্যে কোন লাইনটি সীমানা রেখা?
ক. র‍্যাডক্লিফ লাইন   খ. ম্যাকমোহন লাইন   গ. ডুরান্ড লাইন   ঘ. সিগফ্রিড লাইন

১৭. জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণা দেয়—
ক. ১৯৪৮ সালে   খ. ১৯৫১ সালে   গ. ১৯৬২ সালে   ঘ. ১৮৬৬ সালে

১৮. নিম্নের কোনটি ভারতের 'সেভেন সিস্টারস' ভুক্ত অঙ্গরাজ্য নয়?
ক. অরুণাচল   খ. ত্রিপুরা   গ. ওডিশা   ঘ. মিজোরাম

১৯. 'লিরা' কোন দেশের মুদ্রা?
ক. তুরস্ক   খ. জাপান   গ. থাইল্যান্ড  ঘ. ইতালি

২০. থেরেসা মে পদত্যাগ করেন—
ক. ২ মে ২০১৯   খ. ৭ মে ২০১৯   গ. ৯ মে ২০১৯   ঘ. ১০ মে ২০১৯

২১. ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ছিলেন—
ক. হেনরি পিটার   খ. জেমস রবিনসন   গ. ডেভিড ডেভিস   ঘ. উইলসন ম্যাক

২২. সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কোন যুদ্ধ চলছে?
ক. স্নায়ুযুদ্ধ   খ. নৌযুদ্ধ   গ. বাণিজ্যযুদ্ধ   ঘ. প্রত্যক্ষ যুদ্ধ

২৩. সম্প্রতি 'ইয়েলো ভেস্ট' আন্দোলন শুরু হয় কোথায়?
ক. ইংল্যান্ডে   খ. ফ্রান্সে   গ. সুইডেনে   ঘ. হংকংয়ে

২৪. 'হুতি' বিদ্রোহীরা কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
ক. সুদান   খ. ইয়েমেন   গ. আফগানিস্তান   ঘ. মিসর

২৫. আগাখান পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে?
ক. সাহিত্য   খ. চলচ্চিত্র   গ. খেলাধুলা   ঘ. স্থাপত্য

২৬. একুশ শতকের সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
ক. খনিজ দ্রব্য   খ. জনসংখ্যা   গ. জলবায়ু   ঘ. জ্ঞান

২৭. 'Troubleshooting' শব্দটি কীসের সঙ্গে সম্পর্কিত?
ক. খেলাধুলা   খ. বাণিজ্য   গ. প্রযুক্তি পণ্য   ঘ. কূটনীতি

২৮. নিম্নের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়?
ক. বায়ুশক্তি   খ. পরমাণু শক্তি   গ. সৌরশক্তি   ঘ. বিদ্যুৎ শক্তি

২৯. মেধা ও সৃজনশীল সম্পদের আইনগত সুরক্ষা দেওয়া হয় কীসের মাধ্যমে?
ক. ট্রেডমার্ক   খ. কপিরাইট   গ. ট্যাক্স নিবন্ধন   ঘ. ভিআইও

৩০. নিম্নের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?
ক. হ্যামশট   খ. ভিয়েনা   গ. সাফিয়া   ঘ. লভেস




[] General English:

Answer questions 1-2 based on the following passage:

That situation is giving space to what we call “the unconscious use of technology”, characterized both by the ignorance about the technological process related to the operation of the equipments and services which we use daily, and by our lack of awareness about our intimate and visceral connection with technology.
The most abused device is one I simply refer to as technology addiction, specifically our mobile devices.

1. The passage is what about?

2. Technology is being ___________ to us nowadays.

3. "The people of Bengal now want to be (a)__________, the people of Bengal now want to (b)__________, and the people of Bengal now want to their (c)__________."

4. ____________ decided to send a woman in space.

5. Use right form of verbs: If I (a)__________ a doctor, I (b)__________ treat you.

6. Use agreeable verb and pronoun: I, and not my brothers (a)__________ done the work. So, pay the full payment to (b)__________.

7. Add tag question: As you love me I love you, ____________?

8. Change the voice into passive form: Open the window.

9. Change the narration: I said, "do it."

10. Translate the Bengali sentence "বাংলাদেশ দল খেলায় জিতে আনন্দ করে চাইনিজ খেয়েছিল" into English.



[] বাংলা:

১. রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।

২. খাঁটি বাংলা শব্দ বলা হয় কোন শব্দগুলোকে? অর্থাৎ, খাঁটি বাংলা শব্দগুলো বাংলা শব্দের উৎসভিত্তিক শ্রেণিবিভাগে কোন শ্রেণিতে পড়ে? উদাহরণসহ ব্যাখ্যা করো।

৩. উদাহরণসহ ণত্ব বিধানের যেকোনো দুইটি নিয়ম লিখ।

৪. "আদ্রতা, আন্তনগর" বানান দুটি সঠিক করে লিখ।

৫. "সে একটি অল্পবয়স্ক ছেলে" বাক্যটি সঠিক করে লিখ।

৬. "সেবক, প্রেমিক, রাষ্ট্রপতি, গ্রাহক" — শব্দগুলোর মধ্যে কোন শব্দটি কখনও কখনও নিত্য পুরুষলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করো।

৭. ধ্বনি বিপর্যয় ও ব্যঞ্জনচ্যুতি এর মধ্যে পার্থক্য কী?

৮. আপেল বললেন বাবা বলেছিলেন তুমি আমার ছেলে তোমাকে এ প্লাস পেয়ে আমার মান ঠিক রাখতে হবে — উক্তির বাক্যটি যতিচিহ্ন প্রয়োগ করে সঠিকভাবে লিখ।

৯. "প্রকৃতি আমাদের অনেক কিছু উপহার দিয়েছে, এই মহাসাগর, উপসাগর, নদী, পাহাড়, অরণ্য প্রভৃতি হতে আমরা প্রতিদিন কত কিছুই না পাই।" — বাক্যে কয়টি উপসর্গ আছে ও কী কী?

১০. অনুচ্ছেদটির বাংলা অনুবাদ করো—
It has been raining cats and dog since morning. Now It's 10:00 AM and still raining. It's about all the students are absent at school. So, today's classes has been suspended.



[] সাধারণ জ্ঞান ও আইকিউ:

১. সুন্দরবন বাংলাদেশে কোন তিন জেলার বিস্তৃত?
২. বাংলাদেশের আয়তন (ক)____________ বর্গমাইল? এই নামে (খ)____________ এর লেখা একটি বইও আছে।
৩. বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কী? বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখ।
৪. বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এর নাম কী? তিনি ভারতের কোন প্রদেশের অধিবাসী?
৫. ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের কোন মেডিকেল কলেজের ছাত্র ছিলেন? তিনি সম্প্রতি কবে বাংলাদেশ সফর করেন?
৬. বিজিএমইএ কী? বিজিএমইএ এর প্রথম নারী সভাপতি নির্বাচিত হন কে?
৭. ভারতের পার্লামেন্ট 'লোকসভা' এর আসনসংখ্যা সম্পর্কে লিখ।
৮. ইউরো মুদ্রা প্রচলিত এরূপ চারটি দেশের নাম লিখ।
৯. বিশ্বের কোন দুটি দেশের বা অঞ্চলের মানচিত্র প্রায় একই রকম?
১০. সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে পরিবেশবাদীদের আন্দোলন হয় যুক্তরাজ্যের কোথায়?
১১. শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এর সম্প্রতি লেখা বই এর নাম কী?
১২. বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর স্বাগতিক কোন দেশ? এটি বিশ্বকাপ ক্রিকেট এর কততম আয়োজন?
১৩. মানবসম্পদ বলতে কী বুঝায়?
১৪. স্থানীর স্বায়ত্তশাসন বলতে কী বুঝায়?
১৫. ট্রাইব্যুনাল কি? ব্যাখ্যা করো।

১৬. কোনো ইনিংস এর শুরু হতে প্রতি বলে একজন করে ব্যাটসম্যান বোল্ড আউট হলে কত নম্বর ব্যাটসম্যান অপরাজিত থাকবে? ব্যাখ্যা করো।

১৭. একজন ক্রেতা একটি দোকান থেকে ২০০ টাকার কিছু জিনিস কিনলো। সে দোকানদারকে একটি ১০০০ টাকার নোট দিল। দোকানদার ৮০০ টাকা ফেরৎ দিল ও ক্রেতা চলে গেল। কিছুক্ষণ পরে দোকানদার বুঝতে পারলো ১০০০ টাকার নোটটি জাল ছিল। এখন দোকানদারের কত টাকা লস হলো ব্যাখ্যা করো।

১৮. ইংরেজি বর্ণমালায় কোন লেটারটিতে সর্বাধিক সংখ্যক শব্দ আছে? সেই লেটারটি দিয়ে নামকরা দুটি বিশ্ব ঐতিহ্যের নাম লিখ।

১৯. P Q R S T হলো বিভিন্ন মাপের ৫টি দণ্ড। এর মধ্যে Q, P এর চেয়ে লম্বা। R, S এর চেয়ে লম্বা। T, Q থেকে লম্বা কিন্তু S এর চেয়ে লম্বা নয়। তাহলে কোন দণ্ডটি সবচেয়ে লম্বা? চিত্রসহ ব্যাখ্যা করো।

২০. বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, বর-বউ কার চোখে কে কী রকম?



উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন।


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Tuesday, June 4, 2019

প্রীতি মডেল টেস্ট : ২০১৯

নির্দেশাবলী—
১. সময় : ১ ঘণ্টা।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা যাবে।
৪. বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৮.৫ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১৭ এবং সম্মিলিত পাশ মার্ক ৪৮; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ৪৮ নম্বর পেতে হবে।
৫. এটি যেহেতু অনলাইন পদ্ধতি ও মূল্যায়নকারী প্রোগ্রাম এ্যাড করা নাই তাই নিজে খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note: এই প্রীতি টেস্টটি পূর্বের নিয়মে নেওয়া হলো। এরপরের প্রতিটি টেস্ট সর্বশেষ সম্ভাব্য পদ্ধতি মোতাবেক নেওয়া হবে।


[] General English

Answer questions 1—6 based on the following passage:

Jhoom or Jhum Farming is the most ancient form of farming practiced by mainly the tribal peoples of northeastern states of India like Arunachal Pradesh, Meghalaya, Mizoram and Nagaland and some districts of Bangladesh also. Jhum/Jhoom farming or cultivation method is usually practiced in the hilly areas having thickly forest area.
In Jhoom farming a portion of forest is cut down and all the trees and weeds or grasses are burnt and left for some time say 6 monthes, or a year. It is believed that this burnt ash of trees and weeds makes the soil fertile. After the soil is fertile enough seeds and crops are planted. Crops which do not require large amount of water are usually cultivated.
But in this type of farming, after few cycles (getting crop for 2 to 4 seasons) soil looses its fertility and the people move to some other place for farming. In this type of farming due to cutting down of trees soil erosion is a major problem also you have to destroy the whole forest and you can use the land only till the soil is fertile, after that land is of no use. Due to these reasons in some areas like Meghalaya, Mizoram, Jhum farming has been stopped.

1. The word 'weeds' could be best replaced with the word—
a. wastes   b. bushes   c. crops   d. plans

2. Why crops which do not require large amount of water are usually cultivated in Jhum farming?
a. Jhum farming is an ancient way.
b. Jhum farming is fully reliable on raining.
c. This types of crops are highly existable.
d. This types of crops can cultivate cheaply.

3. Which one is the serious bad effect of Jhum farming?
a. deforestation   b. soil erosion   c. air pollution by burning weeds   d. destroying biodiversity

4. Jhum farming method is usually practiced in what types of areas?
a. mountain's sloppy areas.
b. sloppy areas having thickly forest on hill.
c. tribal living areas.
d. mangrove areas like Sandarbans.

5. Jhum cultivation is also known as—
a. slash and burn agriculture.
b. natural sloppy land farming.
c. rain reliable farming.
d. indigenous people's farming.

6. Jhum farming is still existing where?
a. Meghalaya   b. Mizoram   c. Nepal   d. Bangladesh

7. Here are a few points ________ the man ________ the picture.
a. on, of   b. about, in   c. about, of   d. on, in

8. A ___________ dream is coming true this year in my life.
a. 20 years   b. 20 year   c. 20—year   d. 20 year's

9. Public universities are the first ___________ of most students.
a. choice   b. choices   c. choose  d. chooses

10. The lyric "Water, water, every where..." is written by—
a. Robert Henrik   b. William Blake   c. S T Coleridge   d. Stephen Mayer

11. Write a page ___________ the benefits of better human relationship.
a. describe   b. described   c. describing   d. description

12. Which pair of words is synonymous?
a. polite, wicked   b. presence, absence   c. particular, general   d. pleasant, joyful

13. 'Etiquette' means what?
a. polite   b. courtesy  c. good   d. perfect

14. He is senior _________ me.
a. to   b. than   c. over   d. on

15. It is high time I __________ her after a long trial.
a. propose   b. proposed   c. proposing   d. will propose

16. He is a _________ of university admission test.
a. student   d. applicant   d. candidate   d. competitor

17. How ______ fishes are there in the aquarium?
a. Much   b. much   c. Many   d. many

18. the palace was ___________ last year.
a. reformed   b. renovated  c. renewed   d. rename

19. __________ the door to inter the showroom and __________ it to come out from here.
a. Push, pull  b. Open, close  c. remove, place d. On, off

20. You, he and I ________ friends.
a. am   b. is   c. are   d. was

21. If you had come I __________ gone.
a. would had   b. had   c. would have   d. have

22. I'm getting the smell of their favorite perfume, perhaps ______ he _____ his wife is present at the celebration.
a. either, or   b. neither, nor   c. either, nor   d. not, nor

23. Which sentence is right?
a. He is enough experienced.
b. He is experienced enough.
c. He have enough experience.
d. He has enough experienced.

24. Choose the English translation of — "সে আমার পক্ষে কাজ করেছিল।"
a. He worked on my side.
b. He worked for me.
c. He acted for me.
d. He acted my side.

25. Transform the narration into indirect speech: Father Said to me, "do not go out today".
a. Father said to me that not to go out that day.
b. Father ordered me not to go out that day.
c. Father forbade me not to go out that day.
d. Father forbade me to go out that day.



[] বাংলা

১. "তখন আমার বয়স ছিল তেইশ, এখন হইয়াছে সাতাশ।" এই আমি কে ছিল?
ক. অপু   খ. অনুপম   গ. তাপস   ঘ. অয়ন

২. "অট্টালিকার চূড়ায় বড় বড় ঘড়ি,......." কথাটির উল্লেখ আছে কোন রচনায়?
ক. অপরিচিতা   খ. চাষার দুক্ষু   গ. জাদুঘরে কেন যাবো   ঘ. রেইনকোর্ট

৩. একটা প্রাচীন __________ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে।
ক. জারুল   খ. তেঁতুল   গ. তিত্তিরাজ   ঘ. সেগুন

৪. প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালার সঙ্গে বিশাল গ্রন্থাগার রয়েছে কোন মিউজিয়মে?
ক. ল্যুভর মিউজিয়মে   খ. ব্রিটিশ মিউজিয়মে   গ. গ্রেকো রোমান মিউজিয়মে   ঘ. কায়রো মিউজিয়মে

৫. 'ইন্দ্রজিৎ' ছিল—
ক. মেঘনাদ   খ. রাবণ   গ. বিভীষণ   ঘ. লক্ষণ

৬. "এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট"—উক্ত কবিতাংশে কোন স্থানকে বোঝানো হয়েছে?
ক. তীর্থস্থান   খ. পরিশুদ্ধ অন্তর   গ. আদালত   ঘ. শয্যাকক্ষ

৭. 'নাটা' হলো একপ্রকার—
ক. মাছ   খ. ফল   গ. ঘাস   ঘ. শৈবাল

৮. নিম্নের কোনটি রূঢ়ি শব্দ নয়?
ক. সন্দেশ   খ. রাখাল   গ. পঙ্কজ   ঘ. প্রবীণ

৯. ণত্ব বিধান মোতাবেক কোন বানানটি সঠিক নয়?
ক. প্রেরণ   খ. প্রমাণ   গ. ঝরনা   ঘ. শ্রবন

১০. নিম্নের কোনটি পর্তুগিজ শব্দ নয়?
ক. নমুনা   খ. আলপিন   গ. চাবি   ঘ. পেঁপে

১১. 'রিকশা > রিশকা' কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
ক. স্বরসঙ্গতি   খ. অপিনিহিতি   গ. ধ্বনি বিপর্যয়   ঘ. অন্তর্হতি

১২. 'অধ্যয়ন' এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক. বিদ্যালাভ   খ. শিক্ষাগ্রহণ   গ. দীক্ষালাভ   ঘ. প্রাধ্যয়ন

১৩. 'অতীন্দ্রিয়' এর বিপরীত শব্দ কোনটি?
ক. ইন্দ্রিয়   খ. সতীন্দিয়   গ. নাতিন্দ্রীয়   ঘ. জিতেন্দ্রিয়

১৪. "ওই অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবার ছেড়ে চলে এলাম, চলো আমরা দুরে কোথাও যাই, শুধুমাত্র এই একটাই পথ আমাদের সামনে খোলা আছে।"—বাক্যটিতে ভুলের সংখ্যা কত?
ক. কোনো ভুল নেই   খ. একটি   গ. দুইটি   ঘ. তিনটি

১৫. যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলে?
ক. পতিত   খ. অনুর্বর   গ. ঊষর   ঘ. বন্ধ্যা

১৬. নিম্নের কোন বানানটি সঠিক নয়?
ক. দিন   খ. দ্বীন   গ. দ্বিন   ঘ. দীন

১৭. "দুধে যে পানি দিলা! এটা তো তাহলে পানি মেশানো দুধ থাকলো না, দুধ মেশানো পানি হয়ে গেলো"—উক্ত বাক্যে পানি ও দুধ সম্পর্কে কী বোঝানো হয়েছে?
ক. পানির আধিক্য    খ. দুধের আধিক্য   গ. পানির আধিক্য, দুধের স্বল্পতা   ঘ. দুধের আধিক্য, পানির স্বল্পতা

১৮. 'ভূঁইফোড়' অর্থ কী?
ক. অর্বাচীন   খ. মোড়ল ভাবসম্পন্ন   গ. সেকেলে   ঘ. সাদা ছত্রাক

১৯. নিম্নের কোনটি সাধিত শব্দ নয়?
ক. ডুবুরি   খ. বাড়ন্ত   গ. মেয়ে   ঘ. নেয়ে

২০. 'শুভক্ষণে জন্ম যার' এককথায় হবে—
ক. শুভজন্মা   খ. ভাগ্যবান   গ. ক্ষণজন্মা   ঘ. শুভসন্তান

২১. 'বিচ্ছেদ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে—
ক. বিঃ+ছেদ   খ. বি+ছেদ   গ. বিঃ+চ্ছেদ   ঘ. বি+চ্ছেদ

২২. 'পিঁড়েয় বসে পেরুর খবর' প্রবচনটির অর্থ কী?
ক. নগণ্য লোকের গুরুত্বপূর্ণ খবর রাখা।
খ. সামান্য অবস্থানে থেকে বড় স্বপ্ন দেখা।
গ. অনুদানের আশায় বসে থাকা।
ঘ. দেশের কথা ভুলে বিদেশের গল্পে মত্ত থাকা।

২৩. নিম্নের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ নয়?
ক. উপসাগর   খ. ইতিকথা   গ. অবিসংবাদিত   ঘ. উৎসাহ

২৪. 'Eye wash' অর্থ কী?
ক. চোখ ধোয়া   খ. লোকদেখানো   গ. ধোঁকা দেওয়া   ঘ. চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া।

২৫. 'He has gone to mad' এর সঠিক বঙ্গানুবাদ কী?
ক. সে এখন পাগল   খ. সে পাগলের কাছে গেছে   গ. সে পাগল হয়ে গেছে  ঘ. সে পাগলের দলে যোগ দিয়েছে।



[] সাধারণ জ্ঞান

১. বাংলাদেশি মুদ্রাকে আন্তর্জাতিকভাবে কী লিখে প্রকাশ করা হয়?
ক. TK   খ. Taka   গ. BDT   ঘ. ৳

২. বাংলাদেশের শিল্পপতিদের সবচেয়ে বড় সংগঠন কোনটি?
ক. বিজিএমইএ   খ. এফবিসিসিআই   গ. বিসিটিসি   গ. বিসিআইসি

৩. "ম্যাডোনা-৪৩" কী?
ক. একটি আমেরিকান বিমান।
খ. শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম।
গ. চীনের ক্ষেপণাস্ত্র।
ঘ. হলিউডে নির্মিত অস্কারজয়ী চলচ্চিত্র।

৪. বাংলার কৃষকরা নীল চাষ করে লাভাংশের কত শতাংশ পেতো?
ক. ১০.৬৫ শতাংশ   খ. ১৬.৬৬ শতাংশ   গ. ২০.৬০ শতাংশ   ঘ. ২৫.১০ শতাংশ

৫. বাংলাদেশি দ্রব্যের মান নিয়ন্ত্রক সংস্থা কোনটি?
ক. বিএসটিআই   খ. বিসিআইসি   গ. বিপিএসসি   ঘ. এফসিবিডি

৬. 'লেট দেয়ার বি লাইট' ছিল একটি—
ক. বই   খ. চলচ্চিত্র   গ. নাটক   ঘ. চিত্রশিল্প

৭. মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি হয়েছিল—
ক. ১৯৭২ সালে   খ. ১৯৭৩ সালে  গ. ১৯৭৪ সালে   ঘ. ১৯৭৫ সালে

৮. মৌলিক অধিকারের কথা আলোচনা করা হয়েছে সংবিধানের কোন ভাগে?
ক. দ্বিতীয় ভাগে   খ. তৃতীয় ভাগে   গ. সপ্তম ভাগে   গ. দশম ভাগে

৯. বর্তমান জাতীয় সংসদ কততম?
ক. দশম   খ. একাদশ   গ. দ্বাদশ   ঘ. ত্রয়োদশ

১০. 'চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর' কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
খ. তথ্য মন্ত্রণালয়
গ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
ঘ. পরিকল্পনা মন্ত্রণালয়

১১. নিম্নের কোনজন 'এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা' পদক পেয়েছিলেন?
ক. সৈয়দ আমীর আলী   খ. নওয়াব আব্দুল লতিফ   গ. রবীন্দ্রনাথ ঠাকুর   ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

১২. 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' কোন সালে গঠিত হয়?
ক. ১৯৪৮   খ. ১৯৫০   গ. ১৯৫২   ঘ. ১৯৫৪

১৩. বাংলাদেশের জাতীয় প্রতীক ব্যবহারের এখতিয়ার আছে কার?
ক. প্রধানমন্ত্রীর   খ. রাষ্ট্রপতির   গ. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর   ঘ. স্পিকারের

১৪. ১১ মার্চ ২০১৯ তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় কত বছর পর?
ক. ২১ বছর   খ. ২৪ বছর   গ. ২৮ বছর   ঘ. ৩০ বছর

১৫. এ বছর ১২০ তম জন্মজয়ন্তী পালিত হয় কার?
ক. কাজী নজরুল ইসলাম   খ. জসীমউদ্দীন   গ. রবীন্দ্রনাথ ঠাকুর   ঘ. শামসুর রাহমান

১৬. সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা—
ক. ১০৬ টি   খ. ১১৪টি   গ. ১১০ টি   ঘ. ১১৮ টি

১৭. সম্প্রতি 'বাংলাদেশ দিবস' পালিত হয়—
ক. ফ্রান্সে   খ. যুক্তরাজ্যে   গ. স্পেনে   ঘ. ইতালিতে

১৮. বাংলাদেশের জাতীয় অর্থনীতির কত ভাগ কৃষি থেকে আসে?
ক. ১৬ শতাংশ   খ. ২০ শতাংশ   গ. ২৫ শতাংশ   ঘ. ৩২ শতাংশ

১৯. সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৫০ তম   খ. ১৭৬ তম   গ. ১৬৬ তম   ঘ. ১৮২ তম

২০. সম্প্রতি বাংলাদেশে পাট থেকে উদ্ভবিত পলিথিন ব্যাগের নাম—
ক. জুওপলিব্যাগ   খ. সোনালি ব্যাগ   গ. সবুজ ব্যাগ   ঘ. বাংলা ব্যাগ

২১. জাতিসংঘের শিক্ষা বিষয়ক তহবিল এর সদর দফতর কোথায়?
ক. যুক্তরাজ্য   খ. যুক্তরাষ্ট্র   গ. ফ্রান্স   ঘ. ইতালি

২২. কোন মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে?
ক. প্রশান্ত মহাসাগর   খ. আটলান্টিক মহাসাগর   গ. ভারত মহাসাগর   ঘ. উত্তর মহাসাগর

২৩. পেন্টাগন হলো—
ক. মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর
খ. যুক্তরাজ্যের প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র
গ. ফ্রান্সের ঐতিহাসিক স্থান
ঘ. অস্ট্রেলিয়ার একটি সমুদ্রবন্দর

২৪. নিম্নের কোন দেশের মুদ্রার নাম ডলার নয়?
ক. সিঙ্গাপুর   খ. যুক্তরাষ্ট্র   গ. হংকং   ঘ. লাওস

২৫. 'পোভার্টি অ্যান্ড ফ্যামেইন' বইটির লেখক কে?
ক. হেনরি থমাস   খ. বিল ক্লিনটন   গ. অমর্ত্য সেন  ঘ. উইলস্টন চার্চিল

২৬. জাতিসংঘ আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল—
ক. আইভিপিএস   খ. আইপিসিসি   গ. ইউপিসিসি   ঘ. ইউআইপিসি

২৭. বিশ্বের সর্ববৃহৎ উদার গণতান্ত্রিক দেশ—
ক. যুক্তরাজ্য   ক. যুক্তরাষ্ট্র   গ. ভারত  ঘ. চীন

২৮. এলবা দ্বীপ কোথায় অবস্থিত?
ক. অস্ট্রেলিয়ায়   খ. ইতালিতে   গ. ফ্রান্সে ঘ. ইন্দোনেশিয়ায়

২৯. 'ভিয়েনা' কোন দেশের রাজধানী?
ক. ভিয়েতনাম   খ. অস্ট্রিয়া   গ. হাঙ্গেরী   ঘ. পোল্যান্ড

৩০. যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা—
ক. সিবিআই   খ. এফবিআই   গ. সিআইএ   ঘ. ইউএসআইএ

৩১. ফ্যারো দ্বীপপুঞ্জ কোথায়?
ক. ভারত মহাসাগরে
খ. উত্তর আটলান্টিক মহাসাগরে।
গ. দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
ঘ. প্রশান্ত মহাসাগরে

৩২. টাইগ্রিস নদী কোথায় অবস্থিত?
ক. ইরাক   খ. ইরান   গ. সিরিয়া   ঘ. লেবানন

৩৩. জাপানের সদ্যবিদায়ী সম্রাট কে ছিলেন?
ক. আকিহিতো   খ. নারুহিতো   গ. আবে জিঝু   ঘ. লাওহউন

৩৪. ভারতের এবারের লোকসভা নির্বাচন ছিল—
ক. ১৫ তম   খ. ১৭ তম   গ. ১৯ তম  ২১ তম

৩৫. ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোনটি?
ক. ইসরো   খ. ইন্দ্রনীল   গ. স্বপ্নরথ   ঘ. ফোলন

৩৬. এ বছর ম্যানবুকার পুরস্কারজয়ী লেখক—
ক. জোখা আলহার্তি   খ. ডেভিড থমসন   গ. রবার্ট লেবিন   ঘ. প্রদীপ নায়ার

৩৭. সম্প্রতি চাঁদের উল্টোপিঠে অবতরণ করা চীনের রোবটযান—
ক. চাং আই-৪  খ. চাং ই-৪   গ. চাই আন-৪   ঘ. চাং এন-৪

৩৮. এ বছর ওআইসি শীর্ষ সম্মেলন ছিল— ক. ১২ তম   খ. ১৩ তম   গ. ১৪ তম   ঘ. ১৫ তম

৩৯. সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে—
ক. ৯ মে ২০১৯   খ. ১০ মে ২০১৯   গ. ১১ মে ২০১৯   ঘ. ১২ মে ২০১৯

৪০. নটর ডেম ক্যাথেড্রাল গির্জা কোথায় অবস্থিত?
ক. রোমে   খ. লন্ডনে   গ. প্যারিসে   ঘ. মাদ্রিদে

৪১. রাষ্ট্রপতিকে অপসারণ করার পদ্ধতিকে কী বলা হয়?
ক. বহিষ্কার   খ. অব্যাহতি   গ. অভিশংসন   ঘ. পদচ্যুতি

৪২. "হ্যা/ না" ভোট দেওয়ার পদ্ধতিকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কী বলা হয়?
ক. সমর্থন ভোট   খ. গণভোট   গ. মৌলিক ভোট   ঘ. ইনটার্ম ভোট

৪৩. 'environment' শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
ক. ইংরেজি   খ. ফরাসি   গ. স্প্যানিশ   ঘ. লাতিন

৪৪. 'হিউমাস' শব্দটি কীসের সঙ্গে সম্পর্কিত?
ক. চিকিৎসা   খ. সাহিত্য   গ. কৃষি   ঘ. খেলাধুলা

৪৫. 'এপিকালচার' কোন বিষয়ের অধ্যয়ন?
ক. রেশম চাষ বিদ্যা   খ. মৌমাছি পালন বিদ্যা   গ. চিংড়ী চাষ বিদ্যা   ঘ. মুক্তা চাষ বিদ্যা

৪৬. ন্যানো প্রযুক্তির জনক কে?
ক. টিম বানার্স লি   খ. রিচার্ড ফাইনম্যান   গ. স্যামুয়েল জন   ঘ. ইলন মাস্ক

৪৭. 'হিউম্যানিটোরিয়ান প্যারোল' কী?
ক. অস্থায়ী ভ্রমণের অনুমতিপত্র
খ. মানবাধিকার বিষয়ক প্রটোকল
গ. সমুদ্র আইনে বিশেষ প্রবেশাধিকার
ঘ. শরণার্থী বিষয়ক উদারপন্থী নীতি

৪৮. 'রাইড শেয়ারিং' কী?
ক. শেয়ারের আন্তর্জাতিক মানদণ্ড
খ. অ্যাপসভিত্তিক যাত্রীসেবা।
গ. শেয়ারবাজার বিষয়ক আইনের ধারা
ঘ. সন্তানের উত্তরাধিকার নীতিমালা

৪৯. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
ক. ল্যাক্টোমিটার   খ. ফ্যাদোমিটার   গ. ভেলাটোমিটার   ঘ. গ্রাভিমিটার

৫০. কোনটি কম্পিউটারের মুক্ত অপারেটিং সিস্টেম?
ক. উইন্ডোজ   খ. লিনাক্স   গ. আইওএস   ঘ. ম্যাক ওএস



উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন।


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

নোট : পদ্ধতি পরিবর্তনের নোটিশ!


ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ভর্তি পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন এনে এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তাই আমরা পূর্বের পদ্ধতিতে শুধু একটি 'প্রীতি মডেল টেস্ট' নিয়ে অন্যসব মডেল টেস্টগুলো ঢাবি'র সম্ভাব্য নতুন পদ্ধতিতে নিবো।

Monday, March 11, 2019

ক্যামাট কী? এটি কেনো দিবে?


ক্যামাট হলো "Comprehensive Alternative Model Admission Test (CAMAT)" অর্থাৎ, উপলব্ধিমূলক বিকল্প ছায়া ভর্তি পরীক্ষা।
এখন প্রশ্ন হলো— এই উপলব্ধিমূলক পরীক্ষা কেনো দিতে হবে?

"ঢাবি" তে ভর্তি পরীক্ষার সুযোগ এখন মাত্র ১ বার। এর পূর্বে যখন সেকেন্ড টাইম চালু ছিল তখন দেখা যেতো বেশিরভাগ ছাত্র-ছাত্রীই সেকেন্ড টাইম থেকে চাঞ্চ পেতো। কারণ অধিকাংশ বাঙালির স্বভাব হলো ঠেকে শেখা; কিন্তু একবার ঠেকে শিখে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ তো নাই। তাহলে কী হবে?

এক্ষেত্রে CAMAT তোমার সেই ঠেকে শেখার অভিজ্ঞতা সম্পন্ন করবে।
ক্যামাট দিলেই তুমি বুঝতে পারবে কোথায় তোমার ভুল হচ্ছে, কোথায় তোমার ঘাটতি আছে। তুমি তোমার সেই ভুলগুলো চিহ্নিত করে সেসব শোধরানোর ব্যবস্থা নিতে পারবে।

♦ ক্যামাট কীভাবে দিতে হয়?
ক্যামাট যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে পরীক্ষা নেওয়ার মতো করে শুরু করা হয়নি কিংবা অনলাইনে GRE, o-Desk এর মতো মূল্যায়নকারী প্রোগ্রাম সংযুক্ত করা নাই তাই ফেসবুক কিংবা ব্লগে এনালগ পদ্ধতিতেই দিতে হবে।
সেজন্য এমসিকিউ এর জন্য আমাদের ওয়েবসাইট থেকে MCQ Answer Sheet ডাউনলোড করে সেটি প্রিন্ট করে নাও এবং লিখিতর জন্য একটা ডিমাই সাইজ তথা University খাতা কিনে প্রস্তুত রাখো।
এবার ঘড়ি ধরে পরীক্ষা দাও। MCQ এর জন্য বৃত্ত ভরাট করবে; টিক চিহ্ন দিবে না, কারণ ভর্তি পরীক্ষার MCQ তে উত্তরপত্রে বৃত্ত ভরাট করতে হবে। MCQ পরীক্ষা শেষ করে লিখিত শুরু করবে।
প্রশ্নে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করবে। এবার সঠিক উত্তরপত্র দেখে নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবে। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া থাকবে।

♦ যা ভুলেও করবে না—
পরীক্ষা না দিয়ে বরং উত্তর দেখে দেখে ক্যামাট এর প্রশ্ন নিয়ে পড়াশুনা করবে না, এটি ভুল কাজ। এর ফলে ক্যামাট এর যে Benefit সেটা তুমি পাবে না। তোমার ভুল ভুলই থেকে যাবে, শোধরাতে পারবে না। এভাবে পড়ে তুমি হয়তো সবগুলো টেস্ট এর প্রশ্ন থেকে ১০ টার মতো প্রশ্ন কমন পাবে। কিন্তু এতে ক্যামাট এর উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। তুমি ইংরেজি বেশি সময় দেখতে গিয়ে বাংলা ও সাধারণ জ্ঞান এর সময় খেয়ে ফেলছো কি না, কিংবা ইংরেজি কঠিন মনে করে প্রথমে বাংলা ও সাধারণ জ্ঞান দিতে গিয়ে কোনো ফনফিউজিং প্রশ্ন নিয়ে ভেবে ভেবে সময় পার করে ইংরেজির সময় খেয়ে ফেলছো কি না ইত্যাদি ইত্যাদি ভুল করছো কি না তা ক্যামাট না দিলে বুঝতে পারবে না।

♦ কতটি ক্যামাট দেওয়ার সুযোগ আছে?
আমরা এ পর্যন্ত ৩টি ক্যামাট নিয়েছি; তার মধ্যে ১টি হলো ঢাবি "খ" এর পূর্বের পদ্ধতিতে "প্রীতি মডেল টেস্ট— ২০১৯" এবং ২টি হলো "ঢাবি'র এবারের সম্ভাব্য পদ্ধতিতে মডেল টেস্ট"।
ঢাবি এ সপ্তাহে 'লিখিত অংশের প্রশ্নের ধরন কীরূপ হবে' সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে। ঘোষণা দিলেই আমরা সেই পদ্ধতিতে আরও ৪টি মডেল টেস্ট নিবো, সেরূপ পরিকল্পনা আছে।

অতএব, যারা এখনও ক্যামাট দেওনি ক্যামাট দাও। আর যারা ভুল করে উত্তর দেখে পড়ে ফেলেছো তারা পরবর্তী ক্যামাটগুলো দিও।

আর হ্যা, Take exam এর বাংলা 'পরীক্ষা দেওয়া' আর Give exam এর বাংলা 'পরীক্ষা নেওয়া'; এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। লেখাটির হেডলাইনের সবই ঠিক আছে।

© মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প।

তোমার প্রশ্ন জানাতে পারো—
ফোন: +৮৮০১৭৪৬৩১৫৬৩৯
ফেসবুক: facebook.com/mahadihasan24

তোমার স্বপ্ন পূরণে | DUKUAPP