বিশেষ জ্ঞাতব্য—
২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবি ভর্তি পরীক্ষায় MCQ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে মিডিয়া হতে আমরা তিন ধরণের তথ্য পেয়েছি; ঢাবি কতৃপক্ষের ঘোষণার বরাত দিয়ে কেউ বলেছে— ৬০ নম্বরের MCQ পরীক্ষা হবে এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে (ফলে ১০০ নম্বরের পরীক্ষা হবে), কেউ বলেছে— ৬০ টি MCQ প্রশ্ন থাকবে ও ৪০ টি লিখিত প্রশ্ন থাকবে, আবার কেউ বলেছে— পূর্বের যে ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হতো এখন এই ১২০ নম্বরের ৬০% MCQ পদ্ধতিতে এবং ৪০% লিখিত পদ্ধতিতে নেওয়া হবে (ফলে ৭২ নম্বরের MCQ এবং ৪৮ নম্বরের লিখিত)।
আর, নতুন এই পদ্ধতিতে কোন বিষয়ে কত নম্বর থাকবে তা এখনও জানায়নি ঢাবি কতৃপক্ষ।
তবে— এবার ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় Intellectual Thinking কে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে MCQ পদ্ধতিতে এই উৎস হতে তথা Intellectual Thinking হতে কোনো প্রশ্ন ঢাবিতে হতো না।
তাই আমরা একটি ডোমো মানবণ্টনে এই মডেল টেস্টটি নিচ্ছি। এতে মানবণ্টন নিম্নরূপ—
• MCQ ৬০% এর জন্য—
বাংলা— ১৫ টি প্রশ্ন
ইংরেজি— ১৫ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ৩০ টি প্রশ্ন
• লিখিত ৪০% এর জন্য—
বাংলা— ১০ টি প্রশ্ন
ইংরেজি— ১০ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ১৫ টি প্রশ্ন
Intellectual Thinking— ৫ টি প্রশ্ন
সেইসঙ্গে এই অংশে বাংলা এবং ইংরেজি প্রশ্নগুলোতেও Intellectual Thinking প্রয়োগ করা হবে।
নির্দেশাবলী—
১. সময় : এমসিকিউ— ৩৬ মিনিট এবং লিখিত— ৫৪ মিমিট; মোট— ১ ঘণ্টা ৩০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. এমসিকিউতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৫.১০ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১০.২০ এবং সম্মিলিত পাশ মার্ক ২৮.৮; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ২৮.৮ নম্বর পেতে হবে।
৪. লিখিততে প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য ১.২০ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে অর্ধেক নম্বর পাওয়া যাবে কিন্তু ভুল উত্তর দিলে ০.৩০ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৩.৪০ আর সাধারণ জ্ঞান ও আইকিউ এর পাশ মার্ক ৬.৮০ এবং সম্মিলিত পাশ মার্ক ১৯.২০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ও আইকিউ প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ১৯.২০ নম্বর পেতে হবে।
৫. এটি যেহেতু অনলাইন পদ্ধতি ও মূল্যায়নকারী প্রোগ্রাম এ্যাড করা নাই তাই নিজে খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।
Note: এই মডেল টেস্টটি সম্ভাব্য নিয়মে নেওয়া হলো। এটি শতভাগ চূড়ান্ত হবে এমনটি নয়; তবে পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।
[] General English:
Answer questions 1-4 based on the following passage:
Environmental Pollution is the introduction of contaminants into the natural environment that cause adverse change. Pollution can take the form of chemical substances or energy, such as noise, heat or light. Pollutants, the components of pollution, can be either foreign substances/energies or naturally occurring contaminants.
The five major types of pollution include: air pollution, water pollution, soil pollution, light pollution, and noise pollution.
Some others forms of pollution are: littering, plastic pollution, radioactive contamination, thermal pollution, visual pollution.
Besides, the term 'pollution' refers to any substance that negatively impacts the environment or organisms that live within the affected environment.
1. Which one can be the best title for this passage?
a. Environmental Pollution b. The Pollutions of Earth c. Pollutions and Living d. Environment and Pollution.
2. Which one of the followings is not a component of pollution?
a. noise b. plastic c. fuel engine d. leaf
3. Which one is a environment friendly power of the followings?
a. diesel b. petroleum c. coal d. solar panel
4. 'organisms' means in this passage—
a. plans b. living existence d. fishes d. microorganisms
5. A drink made of lemon juice, water and sugar is called—
c. lemondew b. lemonade c. lemondrinks d. lemonadus
6. What do you think ____________ the focus _________ 21st century education?
a. should be, in b. should be, of c. should be, on d. should, of
7. The word 'emancipation' means ____________.
a. freedom b. achievement c. excellence d. ambition
8. He had to walk for hours, offering his ice cream to ____________ wanted to buy.
a. who b. whoever c. whom d. whomever
9. The Sundarbans forest ____________ the brunt of super cyclone Sidr in 2007.
a. maintain b. took c. protect d. ousted.
10. the word "disseminate" is a/an ____________.
a. noun b. verb c. adjective d. adverb
11. Stephen Hawking was ____________ Gehrig's disease.
a. attacked b. attacked by c. attacked with d. attacked from
12. Choose the correct sentence—
a. He is better than everybody.
b. He is better than everybody else.
c. He is better than everybody's.
d. He is better than every body.
13. We could not buy anything because _____ of the shops was open.
a. all c. no one c. none d. nothing
14. Choose the English translation of — "রাজশাহীর আম সিলেটের আমের চেয়ে ভালো".
a. The mango of Rajshahi is better than the mango of Sylhet.
b. The mangoes of Rajshahi is better than the mangoes of Sylhet.
c. The mango of Rajshahi is better than that of Sylhet.
d. The mangoes of Rajshahi is better than that of Sylhet.
15. In which of the following sentences passive voice has been used to maintain a courtesy?
a. Some steps have been taken. b. Let the sum be done. c. Your internet service has been deactivated. d. You were loved by me.
[] বাংলা:
১. "চোর পালালে বুদ্ধি বাড়ে"— প্রবচনটি কোন রচনার?
ক. আমার পথ খ. জাদুঘরে কেন যাব গ. রেইনকোর্ট ঘ. নেকলেস
২. "আহবান" গল্পে বুড়ি লেখককে সম্বোধন করতো কী নামে?
ক. অজয় খ. গোপাল গ. রতন ঘ. মানিক
৩. "অপরিচিতা" গল্পের উপজীব্য বিষয় কী ছিল?
ক. সমাজ সংস্কারে নারীর সুপ্ত ক্ষমতার বহিঃপ্রকাশ
খ. সামাজিক সংস্কারে তারুণ্যের সাফল্য
গ. প্রথায় আবদ্ধ এক তরুণের অসার ভূমিকা
ঘ. সম্মিলিত স্বপ্নের শক্তি ও তার সামগ্রিক সম্ভাবনা
৪. "অভ্র" অর্থ কী?
ক. আকাশ খ. পতাকা গ. ছুটে চলা ঘ. ডানা
৫. নিম্নের কোন বানানটি সঠিক নয়?
ক. স্কুল খ . ইস্কুল গ. ইসকুল ঘ. ইশকুল
৬. 'যে নারী বীরসন্তান প্রসব করে' এক কথায় হবে—
ক. বীরপ্রসূ খ. বীরমাতা গ. বীরজননী ঘ. বীরত্বমাতৃ
৭. "চোখের মাথা খাওয়া" বাগধারাটির অর্থ কী?
ক. না দেখে কাজ করা খ. লজ্জাশরম হারিয়ে ফেলা গ. না দেখার ভান করা ঘ. হাতড়ে খোঁজার অভ্যাস
৮. "রফিক সাহেব সভায় পৌছে দেখলেন, সব প্রস্তুতি সম্পূর্ণ, শুধু তার হুকুমের অপেক্ষা। তিনি শহরের যানজটে আটকা পড়ায় একঘণ্টা বিলম্ব হয়েছে, অন্যরা তার অপেক্ষায় ছিলেন। তিনি ভাবলেন হেলিকপ্টারে আসাই ভালো ছিল, এই উপশহরে হেলিপ্যাড না থাকিলেও ল্যান্ড করার মতো ভালো জায়গা আছে।" — চলিত রীতির এই বাক্যটিতে কয়টি ভুল আছে?
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. পাঁচটি
৯. ষত্ব বিধান মোতাবেক সঠিক নয় কোন শব্দজোড়?
ক. পৃষ্ঠপোশক, আবিস্কার খ. পুরস্কার, স্টেনগান গ. উৎকৃষ্ট, অভিলাষ ঘ. আকর্ষণ, অভিষেক
১০. নিম্নের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
ক. ষড়যন্ত্র = ষট + যন্ত্র খ. শুভেচ্ছা = শুভ + ইচ্ছা গ. পরিচ্ছদ = পরি + ছদ ঘ. বনস্পতি = বনঃ + পতি
১১. ব্রিটিশ প্রধানমন্ত্রী ইংল্যান্ড ক্রিকেট দলকে একটি বিমান ও পাইলট দিলেন — উক্ত বাক্যে মুখ্য কর্ম কোনটি?
ক. বিমান খ. বিমান ও পাইলট গ. ইংল্যান্ড ক্রিকেট দল ঘ. পাইলট
১২. 'Requisition' শব্দটির পারিভাষিক অর্থ কী?
ক. ক্রোককরণ খ. স্বত্ব লাভকরণ গ. জাতীয়করণ ঘ. অধিগ্রহণ
১৩. 'নিলয়' এর সমার্থক শব্দ কোনটি?
ক. উপকূল খ. মেঘ গ. সদন ঘ. ইন্দ্রধনু
১৪. 'নির্লিপ্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. আনন্দ খ. সাবলীল গ. কমল ঘ. রত
১৫. "It's a long story" এর সঠিক বাংলা অনুবাদ হবে—
ক. সে অনেক কথা খ. এটা একটা লম্বা গল্প গ. গল্পটা খুব বড় ঘ. এ গল্প অন্তহীন
[] সাধারণ জ্ঞান:
১. বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী—
ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. ব্রহ্মপুত্র
২. রংপুর অঞ্চল প্রাচীন বাংলার কোন জনপদের অংশ ছিল?
ক. বঙ্গ খ. পুণ্ড্র গ. সমতট ঘ. গৌড়
৩. "কনসার্ট ফর বাংলাদেশ" এ গাওয়া সর্বশেষ গান ছিল—
ক. লাভ ফর বাংলাদেশ খ. হেল্প ফর বাংলাদেশি ফ্রিডম গ. দ্য ল্যান্ড নেমড বাংলাদেশ ঘ. বাংলাদেশ বাংলাদেশ
৪. সুপ্রীমকোর্ট এর বিষয় উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে?
ক. ৭৭ অনুচ্ছেদে খ. ৯৪ অনুচ্ছেদে গ. ১০৫ অনুচ্ছেদে ঘ. ১০৭ অনুচ্ছেদে
৫. 'এশিয়াটিক সোসাইটি জাদুঘর' রাজধানীর কোথায় অবস্থিত?
ক. আগারগাঁওয়ে খ. যাত্রাবাড়িতে গ. নিমতলীতে ঘ. মিরপুরে
৬. 'নাপ্পি' বাংলাদেশের কোন উপজাতিদের সুস্বাদু খাবারের নাম?
ক. মারমা খ. ম্রো গ. ত্রিপুরা ঘ. চাকমা
৭. 'পায়রা সমুদ্রবন্দর' কোথায়?
ক. পটুয়াখালীতে খ. কক্সবাজারে গ. ফেনীতে ঘ. চট্টগ্রামে
৮. বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের নাম কী?
ক. মানিগ্রাম খ. নগদ গ. প্যারাসুট ঘ. বিডিফক্স
৯. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গ করায় এ বছর সম্মাননা জানানো হয় কতজন বাংলাদেশিকে?
ক. ৮ জন খ. ১২ জন গ. ১৬ জন ঘ. ২১ জন
১০. ভুটান বাংলাদেশের কাছে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা চেয়েছে কয়টি পণ্যের?
ক. ১০ টি খ. ১৪ টি গ. ১৬ টি ঘ. ২০ টি
১১. 'আলপনা গ্রাম' নামে পরিচিত 'টিকইল' গ্রাম অবস্থিত কোন জেলায়?
ক. রাজশাহী খ. চাঁপাইনবাবগঞ্জ গ. সিলেট ঘ. ময়মনসিংহ
১২. সম্প্রতি মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা গৃহের নাম—
ক. বাংলা আলয় খ. বীরনিবাশ গ. বীরমঞ্চ ঘ. বিজয় ভবন
১৩. বিশ্বব্যাপী দ্রব্যের মান সনদ প্রদান করে কোন সংস্থা?
ক. এফডিআই খ. আইএসও গ. ডব্লিউটিও ঘ. ডব্লিউএইচও
১৪. 'তাস' কোন দেশের সংবাদ সংস্থা—
ক. রাশিয়া খ. ফ্রান্স গ. ইরান ঘ. ইন্দোনেশিয়া
১৫ 'ওয়ার অ্যান্ড পিস' গ্রন্থটি কার লেখা?
ক. লিও টলস্টয় খ. নেলসন ম্যান্ডেলা গ. উইলস্টন চার্চিল ঘ. মার্টিন লুথার কিং
১৬. ভারত-পাকিস্তান এর মধ্যে কোন লাইনটি সীমানা রেখা?
ক. র্যাডক্লিফ লাইন খ. ম্যাকমোহন লাইন গ. ডুরান্ড লাইন ঘ. সিগফ্রিড লাইন
১৭. জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণা দেয়—
ক. ১৯৪৮ সালে খ. ১৯৫১ সালে গ. ১৯৬২ সালে ঘ. ১৮৬৬ সালে
১৮. নিম্নের কোনটি ভারতের 'সেভেন সিস্টারস' ভুক্ত অঙ্গরাজ্য নয়?
ক. অরুণাচল খ. ত্রিপুরা গ. ওডিশা ঘ. মিজোরাম
১৯. 'লিরা' কোন দেশের মুদ্রা?
ক. তুরস্ক খ. জাপান গ. থাইল্যান্ড ঘ. ইতালি
২০. থেরেসা মে পদত্যাগ করেন—
ক. ২ মে ২০১৯ খ. ৭ মে ২০১৯ গ. ৯ মে ২০১৯ ঘ. ১০ মে ২০১৯
২১. ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ছিলেন—
ক. হেনরি পিটার খ. জেমস রবিনসন গ. ডেভিড ডেভিস ঘ. উইলসন ম্যাক
২২. সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কোন যুদ্ধ চলছে?
ক. স্নায়ুযুদ্ধ খ. নৌযুদ্ধ গ. বাণিজ্যযুদ্ধ ঘ. প্রত্যক্ষ যুদ্ধ
২৩. সম্প্রতি 'ইয়েলো ভেস্ট' আন্দোলন শুরু হয় কোথায়?
ক. ইংল্যান্ডে খ. ফ্রান্সে গ. সুইডেনে ঘ. হংকংয়ে
২৪. 'হুতি' বিদ্রোহীরা কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
ক. সুদান খ. ইয়েমেন গ. আফগানিস্তান ঘ. মিসর
২৫. আগাখান পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে?
ক. সাহিত্য খ. চলচ্চিত্র গ. খেলাধুলা ঘ. স্থাপত্য
২৬. একুশ শতকের সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
ক. খনিজ দ্রব্য খ. জনসংখ্যা গ. জলবায়ু ঘ. জ্ঞান
২৭. 'Troubleshooting' শব্দটি কীসের সঙ্গে সম্পর্কিত?
ক. খেলাধুলা খ. বাণিজ্য গ. প্রযুক্তি পণ্য ঘ. কূটনীতি
২৮. নিম্নের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়?
ক. বায়ুশক্তি খ. পরমাণু শক্তি গ. সৌরশক্তি ঘ. বিদ্যুৎ শক্তি
২৯. মেধা ও সৃজনশীল সম্পদের আইনগত সুরক্ষা দেওয়া হয় কীসের মাধ্যমে?
ক. ট্রেডমার্ক খ. কপিরাইট গ. ট্যাক্স নিবন্ধন ঘ. ভিআইও
৩০. নিম্নের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?
ক. হ্যামশট খ. ভিয়েনা গ. সাফিয়া ঘ. লভেস
[] General English:
Answer questions 1-2 based on the following passage:
That situation is giving space to what we call “the unconscious use of technology”, characterized both by the ignorance about the technological process related to the operation of the equipments and services which we use daily, and by our lack of awareness about our intimate and visceral connection with technology.
The most abused device is one I simply refer to as technology addiction, specifically our mobile devices.
1. The passage is what about?
2. Technology is being ___________ to us nowadays.
3. "The people of Bengal now want to be (a)__________, the people of Bengal now want to (b)__________, and the people of Bengal now want to their (c)__________."
4. ____________ decided to send a woman in space.
5. Use right form of verbs: If I (a)__________ a doctor, I (b)__________ treat you.
6. Use agreeable verb and pronoun: I, and not my brothers (a)__________ done the work. So, pay the full payment to (b)__________.
7. Add tag question: As you love me I love you, ____________?
8. Change the voice into passive form: Open the window.
9. Change the narration: I said, "do it."
10. Translate the Bengali sentence "বাংলাদেশ দল খেলায় জিতে আনন্দ করে চাইনিজ খেয়েছিল" into English.
[] বাংলা:
১. রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।
২. খাঁটি বাংলা শব্দ বলা হয় কোন শব্দগুলোকে? অর্থাৎ, খাঁটি বাংলা শব্দগুলো বাংলা শব্দের উৎসভিত্তিক শ্রেণিবিভাগে কোন শ্রেণিতে পড়ে? উদাহরণসহ ব্যাখ্যা করো।
৩. উদাহরণসহ ণত্ব বিধানের যেকোনো দুইটি নিয়ম লিখ।
৪. "আদ্রতা, আন্তনগর" বানান দুটি সঠিক করে লিখ।
৫. "সে একটি অল্পবয়স্ক ছেলে" বাক্যটি সঠিক করে লিখ।
৬. "সেবক, প্রেমিক, রাষ্ট্রপতি, গ্রাহক" — শব্দগুলোর মধ্যে কোন শব্দটি কখনও কখনও নিত্য পুরুষলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করো।
৭. ধ্বনি বিপর্যয় ও ব্যঞ্জনচ্যুতি এর মধ্যে পার্থক্য কী?
৮. আপেল বললেন বাবা বলেছিলেন তুমি আমার ছেলে তোমাকে এ প্লাস পেয়ে আমার মান ঠিক রাখতে হবে — উক্তির বাক্যটি যতিচিহ্ন প্রয়োগ করে সঠিকভাবে লিখ।
৯. "প্রকৃতি আমাদের অনেক কিছু উপহার দিয়েছে, এই মহাসাগর, উপসাগর, নদী, পাহাড়, অরণ্য প্রভৃতি হতে আমরা প্রতিদিন কত কিছুই না পাই।" — বাক্যে কয়টি উপসর্গ আছে ও কী কী?
১০. অনুচ্ছেদটির বাংলা অনুবাদ করো—
It has been raining cats and dog since morning. Now It's 10:00 AM and still raining. It's about all the students are absent at school. So, today's classes has been suspended.
[] সাধারণ জ্ঞান ও আইকিউ:
১. সুন্দরবন বাংলাদেশে কোন তিন জেলার বিস্তৃত?
২. বাংলাদেশের আয়তন (ক)____________ বর্গমাইল? এই নামে (খ)____________ এর লেখা একটি বইও আছে।
৩. বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কী? বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখ।
৪. বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এর নাম কী? তিনি ভারতের কোন প্রদেশের অধিবাসী?
৫. ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের কোন মেডিকেল কলেজের ছাত্র ছিলেন? তিনি সম্প্রতি কবে বাংলাদেশ সফর করেন?
৬. বিজিএমইএ কী? বিজিএমইএ এর প্রথম নারী সভাপতি নির্বাচিত হন কে?
৭. ভারতের পার্লামেন্ট 'লোকসভা' এর আসনসংখ্যা সম্পর্কে লিখ।
৮. ইউরো মুদ্রা প্রচলিত এরূপ চারটি দেশের নাম লিখ।
৯. বিশ্বের কোন দুটি দেশের বা অঞ্চলের মানচিত্র প্রায় একই রকম?
১০. সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে পরিবেশবাদীদের আন্দোলন হয় যুক্তরাজ্যের কোথায়?
১১. শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এর সম্প্রতি লেখা বই এর নাম কী?
১২. বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর স্বাগতিক কোন দেশ? এটি বিশ্বকাপ ক্রিকেট এর কততম আয়োজন?
১৩. মানবসম্পদ বলতে কী বুঝায়?
১৪. স্থানীর স্বায়ত্তশাসন বলতে কী বুঝায়?
১৫. ট্রাইব্যুনাল কি? ব্যাখ্যা করো।
১৬. কোনো ইনিংস এর শুরু হতে প্রতি বলে একজন করে ব্যাটসম্যান বোল্ড আউট হলে কত নম্বর ব্যাটসম্যান অপরাজিত থাকবে? ব্যাখ্যা করো।
১৭. একজন ক্রেতা একটি দোকান থেকে ২০০ টাকার কিছু জিনিস কিনলো। সে দোকানদারকে একটি ১০০০ টাকার নোট দিল। দোকানদার ৮০০ টাকা ফেরৎ দিল ও ক্রেতা চলে গেল। কিছুক্ষণ পরে দোকানদার বুঝতে পারলো ১০০০ টাকার নোটটি জাল ছিল। এখন দোকানদারের কত টাকা লস হলো ব্যাখ্যা করো।
১৮. ইংরেজি বর্ণমালায় কোন লেটারটিতে সর্বাধিক সংখ্যক শব্দ আছে? সেই লেটারটি দিয়ে নামকরা দুটি বিশ্ব ঐতিহ্যের নাম লিখ।
১৯. P Q R S T হলো বিভিন্ন মাপের ৫টি দণ্ড। এর মধ্যে Q, P এর চেয়ে লম্বা। R, S এর চেয়ে লম্বা। T, Q থেকে লম্বা কিন্তু S এর চেয়ে লম্বা নয়। তাহলে কোন দণ্ডটি সবচেয়ে লম্বা? চিত্রসহ ব্যাখ্যা করো।
২০. বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, বর-বউ কার চোখে কে কী রকম?
উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন।
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবি ভর্তি পরীক্ষায় MCQ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে মিডিয়া হতে আমরা তিন ধরণের তথ্য পেয়েছি; ঢাবি কতৃপক্ষের ঘোষণার বরাত দিয়ে কেউ বলেছে— ৬০ নম্বরের MCQ পরীক্ষা হবে এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে (ফলে ১০০ নম্বরের পরীক্ষা হবে), কেউ বলেছে— ৬০ টি MCQ প্রশ্ন থাকবে ও ৪০ টি লিখিত প্রশ্ন থাকবে, আবার কেউ বলেছে— পূর্বের যে ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হতো এখন এই ১২০ নম্বরের ৬০% MCQ পদ্ধতিতে এবং ৪০% লিখিত পদ্ধতিতে নেওয়া হবে (ফলে ৭২ নম্বরের MCQ এবং ৪৮ নম্বরের লিখিত)।
আর, নতুন এই পদ্ধতিতে কোন বিষয়ে কত নম্বর থাকবে তা এখনও জানায়নি ঢাবি কতৃপক্ষ।
তবে— এবার ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় Intellectual Thinking কে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে MCQ পদ্ধতিতে এই উৎস হতে তথা Intellectual Thinking হতে কোনো প্রশ্ন ঢাবিতে হতো না।
তাই আমরা একটি ডোমো মানবণ্টনে এই মডেল টেস্টটি নিচ্ছি। এতে মানবণ্টন নিম্নরূপ—
• MCQ ৬০% এর জন্য—
বাংলা— ১৫ টি প্রশ্ন
ইংরেজি— ১৫ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ৩০ টি প্রশ্ন
• লিখিত ৪০% এর জন্য—
বাংলা— ১০ টি প্রশ্ন
ইংরেজি— ১০ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ১৫ টি প্রশ্ন
Intellectual Thinking— ৫ টি প্রশ্ন
সেইসঙ্গে এই অংশে বাংলা এবং ইংরেজি প্রশ্নগুলোতেও Intellectual Thinking প্রয়োগ করা হবে।
নির্দেশাবলী—
১. সময় : এমসিকিউ— ৩৬ মিনিট এবং লিখিত— ৫৪ মিমিট; মোট— ১ ঘণ্টা ৩০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. এমসিকিউতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৫.১০ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১০.২০ এবং সম্মিলিত পাশ মার্ক ২৮.৮; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ২৮.৮ নম্বর পেতে হবে।
৪. লিখিততে প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য ১.২০ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে অর্ধেক নম্বর পাওয়া যাবে কিন্তু ভুল উত্তর দিলে ০.৩০ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৩.৪০ আর সাধারণ জ্ঞান ও আইকিউ এর পাশ মার্ক ৬.৮০ এবং সম্মিলিত পাশ মার্ক ১৯.২০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ও আইকিউ প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ১৯.২০ নম্বর পেতে হবে।
৫. এটি যেহেতু অনলাইন পদ্ধতি ও মূল্যায়নকারী প্রোগ্রাম এ্যাড করা নাই তাই নিজে খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।
Note: এই মডেল টেস্টটি সম্ভাব্য নিয়মে নেওয়া হলো। এটি শতভাগ চূড়ান্ত হবে এমনটি নয়; তবে পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।
[] General English:
Answer questions 1-4 based on the following passage:
Environmental Pollution is the introduction of contaminants into the natural environment that cause adverse change. Pollution can take the form of chemical substances or energy, such as noise, heat or light. Pollutants, the components of pollution, can be either foreign substances/energies or naturally occurring contaminants.
The five major types of pollution include: air pollution, water pollution, soil pollution, light pollution, and noise pollution.
Some others forms of pollution are: littering, plastic pollution, radioactive contamination, thermal pollution, visual pollution.
Besides, the term 'pollution' refers to any substance that negatively impacts the environment or organisms that live within the affected environment.
1. Which one can be the best title for this passage?
a. Environmental Pollution b. The Pollutions of Earth c. Pollutions and Living d. Environment and Pollution.
2. Which one of the followings is not a component of pollution?
a. noise b. plastic c. fuel engine d. leaf
3. Which one is a environment friendly power of the followings?
a. diesel b. petroleum c. coal d. solar panel
4. 'organisms' means in this passage—
a. plans b. living existence d. fishes d. microorganisms
5. A drink made of lemon juice, water and sugar is called—
c. lemondew b. lemonade c. lemondrinks d. lemonadus
6. What do you think ____________ the focus _________ 21st century education?
a. should be, in b. should be, of c. should be, on d. should, of
7. The word 'emancipation' means ____________.
a. freedom b. achievement c. excellence d. ambition
8. He had to walk for hours, offering his ice cream to ____________ wanted to buy.
a. who b. whoever c. whom d. whomever
9. The Sundarbans forest ____________ the brunt of super cyclone Sidr in 2007.
a. maintain b. took c. protect d. ousted.
10. the word "disseminate" is a/an ____________.
a. noun b. verb c. adjective d. adverb
11. Stephen Hawking was ____________ Gehrig's disease.
a. attacked b. attacked by c. attacked with d. attacked from
12. Choose the correct sentence—
a. He is better than everybody.
b. He is better than everybody else.
c. He is better than everybody's.
d. He is better than every body.
13. We could not buy anything because _____ of the shops was open.
a. all c. no one c. none d. nothing
14. Choose the English translation of — "রাজশাহীর আম সিলেটের আমের চেয়ে ভালো".
a. The mango of Rajshahi is better than the mango of Sylhet.
b. The mangoes of Rajshahi is better than the mangoes of Sylhet.
c. The mango of Rajshahi is better than that of Sylhet.
d. The mangoes of Rajshahi is better than that of Sylhet.
15. In which of the following sentences passive voice has been used to maintain a courtesy?
a. Some steps have been taken. b. Let the sum be done. c. Your internet service has been deactivated. d. You were loved by me.
[] বাংলা:
১. "চোর পালালে বুদ্ধি বাড়ে"— প্রবচনটি কোন রচনার?
ক. আমার পথ খ. জাদুঘরে কেন যাব গ. রেইনকোর্ট ঘ. নেকলেস
২. "আহবান" গল্পে বুড়ি লেখককে সম্বোধন করতো কী নামে?
ক. অজয় খ. গোপাল গ. রতন ঘ. মানিক
৩. "অপরিচিতা" গল্পের উপজীব্য বিষয় কী ছিল?
ক. সমাজ সংস্কারে নারীর সুপ্ত ক্ষমতার বহিঃপ্রকাশ
খ. সামাজিক সংস্কারে তারুণ্যের সাফল্য
গ. প্রথায় আবদ্ধ এক তরুণের অসার ভূমিকা
ঘ. সম্মিলিত স্বপ্নের শক্তি ও তার সামগ্রিক সম্ভাবনা
৪. "অভ্র" অর্থ কী?
ক. আকাশ খ. পতাকা গ. ছুটে চলা ঘ. ডানা
৫. নিম্নের কোন বানানটি সঠিক নয়?
ক. স্কুল খ . ইস্কুল গ. ইসকুল ঘ. ইশকুল
৬. 'যে নারী বীরসন্তান প্রসব করে' এক কথায় হবে—
ক. বীরপ্রসূ খ. বীরমাতা গ. বীরজননী ঘ. বীরত্বমাতৃ
৭. "চোখের মাথা খাওয়া" বাগধারাটির অর্থ কী?
ক. না দেখে কাজ করা খ. লজ্জাশরম হারিয়ে ফেলা গ. না দেখার ভান করা ঘ. হাতড়ে খোঁজার অভ্যাস
৮. "রফিক সাহেব সভায় পৌছে দেখলেন, সব প্রস্তুতি সম্পূর্ণ, শুধু তার হুকুমের অপেক্ষা। তিনি শহরের যানজটে আটকা পড়ায় একঘণ্টা বিলম্ব হয়েছে, অন্যরা তার অপেক্ষায় ছিলেন। তিনি ভাবলেন হেলিকপ্টারে আসাই ভালো ছিল, এই উপশহরে হেলিপ্যাড না থাকিলেও ল্যান্ড করার মতো ভালো জায়গা আছে।" — চলিত রীতির এই বাক্যটিতে কয়টি ভুল আছে?
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. পাঁচটি
৯. ষত্ব বিধান মোতাবেক সঠিক নয় কোন শব্দজোড়?
ক. পৃষ্ঠপোশক, আবিস্কার খ. পুরস্কার, স্টেনগান গ. উৎকৃষ্ট, অভিলাষ ঘ. আকর্ষণ, অভিষেক
১০. নিম্নের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
ক. ষড়যন্ত্র = ষট + যন্ত্র খ. শুভেচ্ছা = শুভ + ইচ্ছা গ. পরিচ্ছদ = পরি + ছদ ঘ. বনস্পতি = বনঃ + পতি
১১. ব্রিটিশ প্রধানমন্ত্রী ইংল্যান্ড ক্রিকেট দলকে একটি বিমান ও পাইলট দিলেন — উক্ত বাক্যে মুখ্য কর্ম কোনটি?
ক. বিমান খ. বিমান ও পাইলট গ. ইংল্যান্ড ক্রিকেট দল ঘ. পাইলট
১২. 'Requisition' শব্দটির পারিভাষিক অর্থ কী?
ক. ক্রোককরণ খ. স্বত্ব লাভকরণ গ. জাতীয়করণ ঘ. অধিগ্রহণ
১৩. 'নিলয়' এর সমার্থক শব্দ কোনটি?
ক. উপকূল খ. মেঘ গ. সদন ঘ. ইন্দ্রধনু
১৪. 'নির্লিপ্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. আনন্দ খ. সাবলীল গ. কমল ঘ. রত
১৫. "It's a long story" এর সঠিক বাংলা অনুবাদ হবে—
ক. সে অনেক কথা খ. এটা একটা লম্বা গল্প গ. গল্পটা খুব বড় ঘ. এ গল্প অন্তহীন
[] সাধারণ জ্ঞান:
১. বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী—
ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. ব্রহ্মপুত্র
২. রংপুর অঞ্চল প্রাচীন বাংলার কোন জনপদের অংশ ছিল?
ক. বঙ্গ খ. পুণ্ড্র গ. সমতট ঘ. গৌড়
৩. "কনসার্ট ফর বাংলাদেশ" এ গাওয়া সর্বশেষ গান ছিল—
ক. লাভ ফর বাংলাদেশ খ. হেল্প ফর বাংলাদেশি ফ্রিডম গ. দ্য ল্যান্ড নেমড বাংলাদেশ ঘ. বাংলাদেশ বাংলাদেশ
৪. সুপ্রীমকোর্ট এর বিষয় উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে?
ক. ৭৭ অনুচ্ছেদে খ. ৯৪ অনুচ্ছেদে গ. ১০৫ অনুচ্ছেদে ঘ. ১০৭ অনুচ্ছেদে
৫. 'এশিয়াটিক সোসাইটি জাদুঘর' রাজধানীর কোথায় অবস্থিত?
ক. আগারগাঁওয়ে খ. যাত্রাবাড়িতে গ. নিমতলীতে ঘ. মিরপুরে
৬. 'নাপ্পি' বাংলাদেশের কোন উপজাতিদের সুস্বাদু খাবারের নাম?
ক. মারমা খ. ম্রো গ. ত্রিপুরা ঘ. চাকমা
৭. 'পায়রা সমুদ্রবন্দর' কোথায়?
ক. পটুয়াখালীতে খ. কক্সবাজারে গ. ফেনীতে ঘ. চট্টগ্রামে
৮. বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের নাম কী?
ক. মানিগ্রাম খ. নগদ গ. প্যারাসুট ঘ. বিডিফক্স
৯. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গ করায় এ বছর সম্মাননা জানানো হয় কতজন বাংলাদেশিকে?
ক. ৮ জন খ. ১২ জন গ. ১৬ জন ঘ. ২১ জন
১০. ভুটান বাংলাদেশের কাছে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা চেয়েছে কয়টি পণ্যের?
ক. ১০ টি খ. ১৪ টি গ. ১৬ টি ঘ. ২০ টি
১১. 'আলপনা গ্রাম' নামে পরিচিত 'টিকইল' গ্রাম অবস্থিত কোন জেলায়?
ক. রাজশাহী খ. চাঁপাইনবাবগঞ্জ গ. সিলেট ঘ. ময়মনসিংহ
১২. সম্প্রতি মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা গৃহের নাম—
ক. বাংলা আলয় খ. বীরনিবাশ গ. বীরমঞ্চ ঘ. বিজয় ভবন
১৩. বিশ্বব্যাপী দ্রব্যের মান সনদ প্রদান করে কোন সংস্থা?
ক. এফডিআই খ. আইএসও গ. ডব্লিউটিও ঘ. ডব্লিউএইচও
১৪. 'তাস' কোন দেশের সংবাদ সংস্থা—
ক. রাশিয়া খ. ফ্রান্স গ. ইরান ঘ. ইন্দোনেশিয়া
১৫ 'ওয়ার অ্যান্ড পিস' গ্রন্থটি কার লেখা?
ক. লিও টলস্টয় খ. নেলসন ম্যান্ডেলা গ. উইলস্টন চার্চিল ঘ. মার্টিন লুথার কিং
১৬. ভারত-পাকিস্তান এর মধ্যে কোন লাইনটি সীমানা রেখা?
ক. র্যাডক্লিফ লাইন খ. ম্যাকমোহন লাইন গ. ডুরান্ড লাইন ঘ. সিগফ্রিড লাইন
১৭. জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণা দেয়—
ক. ১৯৪৮ সালে খ. ১৯৫১ সালে গ. ১৯৬২ সালে ঘ. ১৮৬৬ সালে
১৮. নিম্নের কোনটি ভারতের 'সেভেন সিস্টারস' ভুক্ত অঙ্গরাজ্য নয়?
ক. অরুণাচল খ. ত্রিপুরা গ. ওডিশা ঘ. মিজোরাম
১৯. 'লিরা' কোন দেশের মুদ্রা?
ক. তুরস্ক খ. জাপান গ. থাইল্যান্ড ঘ. ইতালি
২০. থেরেসা মে পদত্যাগ করেন—
ক. ২ মে ২০১৯ খ. ৭ মে ২০১৯ গ. ৯ মে ২০১৯ ঘ. ১০ মে ২০১৯
২১. ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ছিলেন—
ক. হেনরি পিটার খ. জেমস রবিনসন গ. ডেভিড ডেভিস ঘ. উইলসন ম্যাক
২২. সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কোন যুদ্ধ চলছে?
ক. স্নায়ুযুদ্ধ খ. নৌযুদ্ধ গ. বাণিজ্যযুদ্ধ ঘ. প্রত্যক্ষ যুদ্ধ
২৩. সম্প্রতি 'ইয়েলো ভেস্ট' আন্দোলন শুরু হয় কোথায়?
ক. ইংল্যান্ডে খ. ফ্রান্সে গ. সুইডেনে ঘ. হংকংয়ে
২৪. 'হুতি' বিদ্রোহীরা কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
ক. সুদান খ. ইয়েমেন গ. আফগানিস্তান ঘ. মিসর
২৫. আগাখান পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে?
ক. সাহিত্য খ. চলচ্চিত্র গ. খেলাধুলা ঘ. স্থাপত্য
২৬. একুশ শতকের সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
ক. খনিজ দ্রব্য খ. জনসংখ্যা গ. জলবায়ু ঘ. জ্ঞান
২৭. 'Troubleshooting' শব্দটি কীসের সঙ্গে সম্পর্কিত?
ক. খেলাধুলা খ. বাণিজ্য গ. প্রযুক্তি পণ্য ঘ. কূটনীতি
২৮. নিম্নের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়?
ক. বায়ুশক্তি খ. পরমাণু শক্তি গ. সৌরশক্তি ঘ. বিদ্যুৎ শক্তি
২৯. মেধা ও সৃজনশীল সম্পদের আইনগত সুরক্ষা দেওয়া হয় কীসের মাধ্যমে?
ক. ট্রেডমার্ক খ. কপিরাইট গ. ট্যাক্স নিবন্ধন ঘ. ভিআইও
৩০. নিম্নের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?
ক. হ্যামশট খ. ভিয়েনা গ. সাফিয়া ঘ. লভেস
[] General English:
Answer questions 1-2 based on the following passage:
That situation is giving space to what we call “the unconscious use of technology”, characterized both by the ignorance about the technological process related to the operation of the equipments and services which we use daily, and by our lack of awareness about our intimate and visceral connection with technology.
The most abused device is one I simply refer to as technology addiction, specifically our mobile devices.
1. The passage is what about?
2. Technology is being ___________ to us nowadays.
3. "The people of Bengal now want to be (a)__________, the people of Bengal now want to (b)__________, and the people of Bengal now want to their (c)__________."
4. ____________ decided to send a woman in space.
5. Use right form of verbs: If I (a)__________ a doctor, I (b)__________ treat you.
6. Use agreeable verb and pronoun: I, and not my brothers (a)__________ done the work. So, pay the full payment to (b)__________.
7. Add tag question: As you love me I love you, ____________?
8. Change the voice into passive form: Open the window.
9. Change the narration: I said, "do it."
10. Translate the Bengali sentence "বাংলাদেশ দল খেলায় জিতে আনন্দ করে চাইনিজ খেয়েছিল" into English.
[] বাংলা:
১. রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।
২. খাঁটি বাংলা শব্দ বলা হয় কোন শব্দগুলোকে? অর্থাৎ, খাঁটি বাংলা শব্দগুলো বাংলা শব্দের উৎসভিত্তিক শ্রেণিবিভাগে কোন শ্রেণিতে পড়ে? উদাহরণসহ ব্যাখ্যা করো।
৩. উদাহরণসহ ণত্ব বিধানের যেকোনো দুইটি নিয়ম লিখ।
৪. "আদ্রতা, আন্তনগর" বানান দুটি সঠিক করে লিখ।
৫. "সে একটি অল্পবয়স্ক ছেলে" বাক্যটি সঠিক করে লিখ।
৬. "সেবক, প্রেমিক, রাষ্ট্রপতি, গ্রাহক" — শব্দগুলোর মধ্যে কোন শব্দটি কখনও কখনও নিত্য পুরুষলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করো।
৭. ধ্বনি বিপর্যয় ও ব্যঞ্জনচ্যুতি এর মধ্যে পার্থক্য কী?
৮. আপেল বললেন বাবা বলেছিলেন তুমি আমার ছেলে তোমাকে এ প্লাস পেয়ে আমার মান ঠিক রাখতে হবে — উক্তির বাক্যটি যতিচিহ্ন প্রয়োগ করে সঠিকভাবে লিখ।
৯. "প্রকৃতি আমাদের অনেক কিছু উপহার দিয়েছে, এই মহাসাগর, উপসাগর, নদী, পাহাড়, অরণ্য প্রভৃতি হতে আমরা প্রতিদিন কত কিছুই না পাই।" — বাক্যে কয়টি উপসর্গ আছে ও কী কী?
১০. অনুচ্ছেদটির বাংলা অনুবাদ করো—
It has been raining cats and dog since morning. Now It's 10:00 AM and still raining. It's about all the students are absent at school. So, today's classes has been suspended.
[] সাধারণ জ্ঞান ও আইকিউ:
১. সুন্দরবন বাংলাদেশে কোন তিন জেলার বিস্তৃত?
২. বাংলাদেশের আয়তন (ক)____________ বর্গমাইল? এই নামে (খ)____________ এর লেখা একটি বইও আছে।
৩. বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কী? বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখ।
৪. বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এর নাম কী? তিনি ভারতের কোন প্রদেশের অধিবাসী?
৫. ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের কোন মেডিকেল কলেজের ছাত্র ছিলেন? তিনি সম্প্রতি কবে বাংলাদেশ সফর করেন?
৬. বিজিএমইএ কী? বিজিএমইএ এর প্রথম নারী সভাপতি নির্বাচিত হন কে?
৭. ভারতের পার্লামেন্ট 'লোকসভা' এর আসনসংখ্যা সম্পর্কে লিখ।
৮. ইউরো মুদ্রা প্রচলিত এরূপ চারটি দেশের নাম লিখ।
৯. বিশ্বের কোন দুটি দেশের বা অঞ্চলের মানচিত্র প্রায় একই রকম?
১০. সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে পরিবেশবাদীদের আন্দোলন হয় যুক্তরাজ্যের কোথায়?
১১. শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এর সম্প্রতি লেখা বই এর নাম কী?
১২. বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর স্বাগতিক কোন দেশ? এটি বিশ্বকাপ ক্রিকেট এর কততম আয়োজন?
১৩. মানবসম্পদ বলতে কী বুঝায়?
১৪. স্থানীর স্বায়ত্তশাসন বলতে কী বুঝায়?
১৫. ট্রাইব্যুনাল কি? ব্যাখ্যা করো।
১৬. কোনো ইনিংস এর শুরু হতে প্রতি বলে একজন করে ব্যাটসম্যান বোল্ড আউট হলে কত নম্বর ব্যাটসম্যান অপরাজিত থাকবে? ব্যাখ্যা করো।
১৭. একজন ক্রেতা একটি দোকান থেকে ২০০ টাকার কিছু জিনিস কিনলো। সে দোকানদারকে একটি ১০০০ টাকার নোট দিল। দোকানদার ৮০০ টাকা ফেরৎ দিল ও ক্রেতা চলে গেল। কিছুক্ষণ পরে দোকানদার বুঝতে পারলো ১০০০ টাকার নোটটি জাল ছিল। এখন দোকানদারের কত টাকা লস হলো ব্যাখ্যা করো।
১৮. ইংরেজি বর্ণমালায় কোন লেটারটিতে সর্বাধিক সংখ্যক শব্দ আছে? সেই লেটারটি দিয়ে নামকরা দুটি বিশ্ব ঐতিহ্যের নাম লিখ।
১৯. P Q R S T হলো বিভিন্ন মাপের ৫টি দণ্ড। এর মধ্যে Q, P এর চেয়ে লম্বা। R, S এর চেয়ে লম্বা। T, Q থেকে লম্বা কিন্তু S এর চেয়ে লম্বা নয়। তাহলে কোন দণ্ডটি সবচেয়ে লম্বা? চিত্রসহ ব্যাখ্যা করো।
২০. বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, বর-বউ কার চোখে কে কী রকম?
উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন।
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
No comments:
Post a Comment