১. সময় : এমসিকিউ— ৫০ মিনিট এবং লিখিত— ৪০ মিমিট; মোট— ১ ঘণ্টা ৩০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. এমসিকিউতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
লিখিততে প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য পূর্ণ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে আংশিক নম্বর পাওয়া যাবে; প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের পাশে "———" চিহ্নের পরে দেওয়া আছে।
৪. এমসিকিউতে বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৬ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১২ সহ মোট পাশ মার্ক ৩০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ৩০ নম্বর পেতে হবে।
সম্মিলিত পাশ মার্ক ৪৮; অর্থাৎ এমসিকিউ এবং লিখিত উভয় অংশে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে দুইটির মার্ক যোগ করে ৪৮ হতে হবে।
৫. এটি যেহেতু সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি তাই নিজেই এমসিকিউ উত্তরপত্রে এমসিকিউ উত্তর করুন এবং লিখিতর জন্য খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।
Note: এই মডেল টেস্টটি ২০১৯ সালে চালু হওয়া ঢাবির নতুন পদ্ধতির "খ" ইউনিটের প্রশ্নের অনুকরণে নেওয়া হলো। এবছর বৈশ্বিক পরিস্থিতির কারণে ঢাবি ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা নিতে চাইলেও সেই পরীক্ষার এমসিকিউ এবং লিখিত অংশের অভ্যন্তরীণ মানবণ্টন ও প্রশ্নের ধরণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য না দেওয়ার গত বছরের পদ্ধতিতেই এই মডেল টেস্টটি নেওয়া হলো; তবে এটি পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।
[] বাংলা:
১. 'প্রদোষ' শব্দের অর্থ কী?
ক. স্পর্শ খ. সন্ধ্যা গ. কুপ্রভাব ঘ. দুঃস্বপ্ন
২. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে কোনটিকে অস্বীকার করে ফেলা হয়?
ক. বংশপরিচয় খ. নিজের সত্য গ. মূল্যবোধ ঘ. ধর্মের বিধান
৩. রেইনকোট নুরুল হুদার বাসায় রেখে গিলেছিল কে?
ক. আশিক গ. নয়ন ঘ. শুভ্র ঘ. মিন্টু
৪. 'এন্ডি' ছিল একপ্রকার—
ক. কাপড় খ. নৌকা ঘ. দেশী আখ ঘ. কারুশিল্প
৫. কবি উচ্চারিত সত্যের মতো কীসের কথা বলেছেন?
ক. সূর্যতাপ খ. নদীর ঝংকার গ. বৃষ্টির শব্দ ঘ. স্বপ্ন
৬. 'ঐকতান' কবিতায় নিম্নের কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. তারুণ্য খ. অঙ্গীকার গ. আত্মসমালোচনা ঘ. দায়িত্ববোধ
৭. কবির মতে তাজা ফুল কোথায় ফোটে?
ক. বাগানে খ. অন্তরে গ. টবে ঘ. পথে
৮. কোন অস্ত্র ব্যাপ্ত হলে নক্ষত্রখচিত আকাশ থেকে মানব বসতির বুকে আগুন ঝরে পড়বে না?
ক. পানি খ. ভালোবাসা গ. প্রতিরোধ ক্ষমতা ঘ. কল্পনাশক্তি
৯. 'আমি অফিসে পৌছে আশ্চার্য হইয়া গেলাম; আমার সহকর্মীরা আমাকে জম্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য সকলে নীল পোশাক পরে এসে নীল গালিচা বিছিয়ে দুপাশে দাড়িয়ে আছে, নীল আমার প্রিয় রঙ' — চলিত রীতির এই বাক্যটিতে কতটি ভুল আছে?
ক. দুইটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
১০. 'দিবস' এর বিপরীত শব্দ নয় নিম্নের কোনটি?
ক. অহ খ. রজনী গ. নিশি ঘ. তামসী
১১. শিশু-কিশোর-যুবক-বৃদ্ধ ইত্যাদি সকল বয়সের মানুষকে বোঝাতে এককথায় বলা হয়—
ক. সবাই খ. সর্বজন গ. আবালবৃদ্ধবনিতা ঘ. জনগণ
১২. Existentialism — এর বাংলা পরিভাষা কী?
ক. স্বাতন্ত্র্যবাদ খ. বলপ্রয়োগ নীতি গ. অস্তিত্ববাদ ঘ. স্বকীয় নীতি
১৩. 'কৃপণ' শব্দের সন্ধিবিচ্ছেদ নিম্নের কোনটি?
ক. কৃপ্ + অণ খ. কৃপ + অন গ. কৃপ্ + অন ঘ. কৃপ + অণ
১৪. নীল যে অম্বর = নীলাম্বর — কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি খ. তৎপুরুষ গ. কর্মধারয় গ. অব্যয়ীভাব
১৫. ণত্ব বিধান মোতাবেক নিম্নের কোন শব্দগুচ্ছের বানান সঠিক নয়?
ক. হরিণ, প্রবীণ, পুরস্কার খ. আকর্ষণ, প্রমাণ, প্রনয়ণ গ. স্টেশন, শ্রবণ, কৃপণ ঘ. দর্পন, দর্শণ, স্মরন
১৬. 'The situation has come to a head' — এর সঠিক বাংলা অনুবাদ—
ক. পরিস্থিতির উন্নতি ঘটেছে
খ. পরিস্থিতির অবনতি ঘটেছে
গ. পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে
ঘ. পরিস্থিতি পূর্বের তুলনায় ভালো
[] General English:
1. What have we done ___________? — Complete the sentence according to textbook lesson.
a. unexpected b. illegally c. wrong d. incomplete
2. _________ traffic congestion is one of the major development challenges of our time.
a. Illuminate b. Alleviating c. Encourage d. Absorbing
3. "Life is short, but there is always __________ for courtesy" is a speech of 'Ralph Waldo Emerson'.
a. time enough b. enough time c. leasure d. wealth
4. The poem 'Out Out' is written by—
a. William Black b. Robert Frost c. D H Lawrence d. Tennyson
5. 'Swamp forest' refers to—
a. marsh forest b. forest in desert c. dense forest d. moribund forest
6. Whose theory contributed to the popularity of dream interpretation?
a. Laurence Sterne b. Freud c. Langston Hughes d. Ivan Pavlov
7. Reaching home I got Sabina ________ foods for the invited guests.
a. make b. making c. made d. to make
8. He got divine _________ for _________ his nearest relatives.
a. punished, misunderstanding b. punishment, disunderstanding c. punishment, misunderstanding d. punished, disunderstanding
9. I have completed the operation successfully with their help; ________ he _______ his friends gave me the signal timely.
a. either, or b. neither, nor c. Either, or d. Neither, nor
10. Tamanna will come to Bangladesh ________ airplane.
a. with b. on c. by d. over
11. Choose the correct spelling—
a. Asesment b. Asessment c. Assesment d. Assessment
12. Correct passive form of the sentence 'The boy pleased us' is—
a. We were pleased by the boy.
b. We were pleased with the boy.
c. We were pleaded to the boy.
d. We were pleased at the boy.
13. The word 'Resolute' is a/ an—
a. Noun b. Verb c. Adjective d. Adverb
14. Choose the indirect form : The teacher said to me, "May you pass in the examination".
a. The teacher prayed I could pass in the examination.
b. The teacher wished that I may have passed in the examination.
c. The teacher wished that I might pass in the examination.
d. The teacher prayed that I might have passed in the examination.
15. Which one of the following is the complex form of the compound sentence 'Divide and rule'?
a. Divide it for ruling it if you want.
b. If you want to rule please divide it.
c. If you want to rule divide it.
d. Dividing is the way if you rule.
16. The nearest translation of "আমি তার কথা মনে করতে পারছি না" is—
a. I don't remember his words.
b. My memory has lost his words.
c. I have forgotten him.
d. I can't remember him.
[] সাধারণ জ্ঞান:
১. 'বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট' কোথায় অবস্থিত?
ক. সিলেটে খ. মৌলভীবাজারে গ. চট্টগ্রামে ঘ. পঞ্চগড়ে
২. কোন জাতিগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে নৃতত্ত্ববিদগণ মনে করেন?
ক. নেগ্রিটো খ. অস্ট্রিক গ. দ্রাবিড় ঘ. ভোটচীনীয়
৩ 'মেইতেই লন' কোন উপজাতিদের মাতৃভাষা?
ক. খাসিয়া খ. মনিপুরী গ. চাকমা ঘ. সাঁওতাল
৪. বাংলাদেশের ব্যাংকগুলো বিদেশি কোনো ব্যাংকে বিদেশি মুদ্রায় হিসাব খুললে তাকে বলা হয়—
ক. ওয়েলি অ্যাকাউন্ট খ. রিমোট অ্যাকাউন্ট গ. নস্ট্রো হিসাব ঘ. ক্রস লফট
৫. মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কে?
ক. স্যার এ. এফ. রহমান খ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী গ. অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ঘ. অধ্যাপক এম. শামসুল হক
৬. বিশ্বব্যাংকের মতে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ জিডিপিতে কত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে?
ক. ৪.৬০ শতাংশ খ. ৩.৬০ শতাংশ গ. ৫.৬০ শতাংশ ঘ. ৬.১০ শতাংশ
৭. 'বাংলা' কে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করতে হলে বাৎসরিক কত মার্কিন ডলার ব্যয় হবে?
ক. ৪৫০ মিলিয়ন খ. ৫০০ মিলিয়ন গ. ৬০০ মিলিয়ন ঘ. ৬৫০ মিলিয়ন
৮. দেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনার চলছে?
ক. ষষ্ঠ খ. সপ্তম গ. অষ্টম ঘ. নবম
৯. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে কোন নদীকে 'বঙ্গবন্ধু মৎসা হেরিটেজ' ঘোষণা করা হয়?
ক. মধুমতি নদী খ. গড়ার নদী গ. হালদা নদী ঘ. আত্রাই নদী
১০. ২০২০ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১০৬ তম খ. ১১০ তম গ. ১১৩ তম ঘ. ১১৬ তম
১১. বাংলাদেশি ঔষধ কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড এখন যে করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করছে তার নাম—
ক. কোভ্যাক্স খ. বঙ্গভ্যাক্স গ. গ্লোবভ্যাক্স ঘ. এন্টিকোভিড
১২. 'ভূস্বর্গ' বলা হয় কোন স্থানকে?
ক. সৌদিআরব খ. গ্রিনল্যান্ড গ. কাশ্মীর ঘ. দুবাই
১৩. 'হমং' জাতিগোষ্ঠীর বাস কোন দেশে?
ক. নেপাল খ. কম্বোডিয়া গ. ভিয়েতনাম ঘ. মালয়েশিয়া
১৪. নিম্নের কোনটি নবায়নযোগ্য শক্তি খাতের বৈশ্বিক সংস্থা?
ক. আইআরইপিএ খ. আইআরইএনএ গ. আইএইএ ঘ. আইআরইপিও
১৫. কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠনের উদ্যোক্তা কোন দেশ?
ক. রাশিয়া খ. অস্ট্রেলিয়া গ. যুক্তরাজ্য ঘ. ভারত
১৬. রেডক্রিসেন্ট কোন ক্ষেত্রে বিশেষায়িত সংস্থা হিসেবে কাজ করে?
ক. আরব বিশ্বের খ. মুসলিম বিশ্বের গ. খ্রিস্টান বিশ্বের গ. বৌদ্ধ বিশ্বের
১৭. ২০২০ সালে সাহিত্যে নোবেলজয়ী লুইস গ্লুক এর দেশ—
ক. জার্মানি খ. যুক্তরাষ্ট্র গ. যুক্তরাজ্য ঘ. ফ্রান্স
১৮. জাতিসংঘের প্রথম ন্যায়পাল নিযুক্ত হয় কে?
ক. হেনরি এন্ডুড খ. শেরিলট ড্রকস গ. প্যাট্রেসিয়া ডুরাই ঘ. টমাস লাওহেক্স
১৯. বিশ্বের প্রথম অনুমোদিত করোনা ভ্যাকসিন কোনটি?
ক. ব্যানকোভিড খ. কোভ্যাক্সিন গ. নোভাভ্যাক্স ঘ. টোজিনামেরাল
২০. SDI (Strategic Defence Initiative) প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে কোন দেশ?
ক. রাশিয়া খ. যুক্তরাষ্ট্র গ. তুরস্ক ঘ. জাপান
২১. 'করোনা' শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. ফরাসি খ. লাতিন ঘ. স্প্যানিশ ঘ. গ্রিক
২২. সম্প্রতি চাঁদে পাঠানো নাসার রোভারের নাম কী?
ক. ইনসাইট খ. পারসিভেরেন্স গ. সেক্সোটপস ঘ. নেভিগেটর
২৩. 'দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্ক' গ্রন্থটির লেখক কে?
ক. বার্ট্রান্ড রাসেল খ. প্রণব মুখার্জি গ. আশুতোষ মুখোপাধ্যায় ঘ. জর্জ ওয়াশিংটন
২৪. 'Metorology' কোন বিষয়ের অধ্যয়ন?
ক. আইন ও শাসন খ. উদ্যান কৃষি গ. আবহাওয়া বিজ্ঞান ঘ. নৃতত্ত্ব গবেষণা
২৫. সর্বত্র দিনরাত্রি সমান হয় কোন রেখায় থাকা অঞ্চলে?
ক. মূল মধ্যরেখায় খ. নিরক্ষরেখায় গ. আন্তর্জাতিক তারিখ রেখায় ঘ. ০° দ্রাঘীমারেখায়
২৬. 'ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি' নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত?
ক. রাজস্ব নির্ধারণ খ. নির্বাচন গ. প্রকল্প অনুমোদন ঘ. রাজস্বনীতি নির্ধারণ
২৭. 'ব্যালান্স শিট' কোথায় থাকে?
ক. ব্যাংকে খ. পরিকল্পনা মন্ত্রণালয়ে গ. কর দপ্তরে ঘ. রাজস্ব বোর্ডে
২৮. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে নিম্নের কোন অ্যাপটিতে?
ক. গুগল লেন্স খ. বারকোড স্ক্যানার গ. জিমেইল ঘ. এলোহা ব্রাউজার
♦ লিখিত
সময় : ৪০ মিনিট ; মার্কস— ৪৫
[] বাংলা
1. অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর (ক-ঘ) উত্তর দাও : ——— ২.৫ × ৪ = ১০
পাঁচদিন পর বাড়ি পৌঁছালাম। মাকে তো বোঝানো কষ্টকর। হাচু আমার গলা ধরে প্রথমেই বলল, "আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দিদের মুক্তি চাই"। একুশে ফেব্রুয়ারি ওরা ঢাকায় ছিল, যা শুনেছে তাই বলে চলেছে। কামাল আমার কাছে আসলো না, তবে আমার দিকে চেয়ে রইল। আমি খুব দুর্বল, বিছানায় শুয়ে পড়লাম। গতকাল রেণু ও মা ঢাকা থেকে বাড়ি এসে আমার প্রতীক্ষায় দিন কাটাচ্ছিল। এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল, তখন রেণু কেঁদে ফেলল এবং বলল, তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম, তুমি কিছু একটা করে ফেলবা। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাকে বলব নিয়ে যেতে, আব্বাকে বলতে পারি না লজ্জায়। নাসের ভাই বাড়ি নাই। যখন খবর পেলাম খবরের কাগজে, তখন লজ্জা শরম ত্যাগ করে আব্বাকে বললাম। আব্বা ব্যস্ত হয়ে পড়লেন।
ক) মাকে বোঝানো কষ্টকর হয়েছিল কেনো? তিনি কী চেয়েছিলেন?
খ) বহুদিন পর বাবাকে দেখে হাচু অন্যকিছু না বলে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' বলে উঠেছিল কেনো?
গ) চিঠি পড়ে রেণু কীভাবে বুঝেছিলেন যে শেখ মুজিব কিছু একটা করে ফেলবেন?
ঘ) নাসের কে ছিল? সে বাড়ি ছিল না বলে রেণু কী সমস্যায় পড়েছিল?
2. সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা করো : ——— ২.৫ × ২ = ৫
ক) 'বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না'।
খ) 'জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা'।
3. বঙ্গানুবাদ করো : ——— ৫
Dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. Chances are that you've often found yourself puzzling over the content of a dream, or perhaps you've wondered why you dream at all.
4. বাক্য রচনা করো : ——— ১ × ৫ = ৫
প্রণোদনা, অভিষেক, স্বাচ্ছন্দ্য, অমোঘ, শ্রদ্ধাম্পদ।
[] General English
5. Write a paragraph on 'Human Rights'. ——— 10
6. Fill in each gap of the following passage with appropriate word(s) from the basket given below ——— 1 × 5 = 5
[ fantastic, willingness, easy, entrepreneurial, compassionate, emerging, unconveptionally, freshly, astonishing ]
Creativity and ___________ thinking skills are always associated with job creation. Many of the fastest-growing jobs and __________ industries rely on workers creative capacity-the ability to think ____________ and produce __________ work. Students should develop the ability to recognize and act on opportunities and the __________ to embrace risks, for example.
7. Make sentence with each of the following words : ——— 1 × 5 = 5
Particularly, Harmonious, Philanthropist, Incorporate, Proliferation