নির্দেশাবলী—
১. সময় : এমসিকিউ— ৫০ মিনিট এবং লিখিত— ৪০ মিমিট; মোট— ১ ঘণ্টা ৩০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. এমসিকিউতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩১ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৫.৩১ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১০.৬২ এবং সম্মিলিত পাশ মার্ক ৩০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ৩০ নম্বর পেতে হবে।
৪. লিখিততে প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য পূর্ণ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে আংশিক নম্বর পাওয়া যাবে কিন্তু ভুল উত্তর দিলে সেই প্রশ্নের ২৫% নম্বর কাটা যাবে; প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের পাশে "———" চিহ্নের পরে বন্ধনীর ( ) মধ্যে দেওয়া আছে।
এখানে পাশ মার্ক ১২; এ অংশে বাংলা ও ইংরেজি প্রশ্ন আলাদাভাবে থাকবে না এবং আলাদাভাবে পাশ করতে হবে না।
৫. এটি যেহেতু অনলাইন পদ্ধতি ও মূল্যায়নকারী প্রোগ্রাম এ্যাড করা নাই তাই নিজে খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।
Note: এই মডেল টেস্টটির লিখিত অংশটি গত ১৩ সেপ্টেম্বর ২০১৯ এ অনুষ্ঠিত "গ" ইউনিটের প্রশ্নের সাপেক্ষে নেওয়া হলো। "খ" ইউনিট তে এটি শতভাগ চূড়ান্ত হবে এমনটি নয়; তবে পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।
♦ এমসিকিউ
মার্কস— ৭৫ ; সময় : ৫০ মিনিট
[] General English:
Answer questions 1-2 based on the following passage:
Time management is an important things nowadays specially in today's competitive world. We have to apply this strategy for better performance in our works. It is also essential for saving time for spending with family members at pastimes like festival, travel, entertainment etc.
However, it is to know how to make a perfect time management. Firstly we need to divide our works applying the preference of works such as— top important works, general important works, less important works etc. Completing the top important works early and then less important works is a good way. There are many another ways too. You can know those taking help from online.
1. Which one can be the best title for this passage?
a. Time Management
b. Importance of Time Management
c. Time Management and its Benefits
d. Way of Time Management
2. The passage is about—
a. an idea b. a problem c. a potentiality d. an advice
3. Hercules ________ the son of Jupiter and ________ .
a. is, Alcmena b. was, Alcmena c. is, Alcmena's d. were, Alcmena
4. A dream can include any of the images, thoughts and emotions that ________ ________ during sleep.
a. is, experience b. is, experienced c. are, experience d. are, experienced
5. The poem "Dreams" is written by—
a. Langston Hughes b. William Blake c. Robert Henrik d. S T Coleridge
6. Laws, customs, practices etc ________ adolescents.
a. effect b. affect c. affecting d. effecting
7. Android phone is a fear recent _________.
a. invention b. innovation c. addiction d. discovery
8. Which one of the following words differ meaning completely opposite according to It's position in a phrase?
a. independent b. free c. no d. anti
9. I bought a new ______ yesterday, the old was not working well for a week.
a. freeze c. fridge c. refrigeration d. air condition
10. I often ______ that, rearing ______ is a profitable work nowadays.
a. hair, hare b. hear, hare c. hare, hear d. hire, hear
11. 'Extraordinary' means?
a. Smart b. more ordinary c. wonderful d. easy to do
12. Would you mind ________ me a cup of tea?
a. give b. giving c. make d. bring
13. He is two years' senior ______ me.
a. to b. from c. than d. over
14. Choose the correct sentence—
a. I know what does he want?
b. I know what does he wants?
c. I know what does he want.
d. I know what he wants.
15. Choose the English translation of — "মনে হয় যেন আমি সকলের আজ্ঞাবহ".
a. It seems that I am at everybody's beck and call.
b. It seems that I am an order bearer of everybody.
c. It seems that I am an order bearer for everybody.
d. Seems that I am everyone's subordinate person.
[] বাংলা:
১. "সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী" — এই 'সে' সর্বনামটি কার নামের প্রতিনিধিত্ব করেছে?
ক. রেমপননু খ. লোইসেল গ. আসসুমেন ঘ. ফোরস্টিয়ার
২. "কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই" — প্রবাদটি আছে কোন রচনায়?
ক. বিড়াল খ. চাষার দুক্ষু গ. মাসি-পিসি ঘ. রেইনকোট
৩. মানবজীবনের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ফুটে উঠেছে কোন কবিতায়?
ক. ঐকতান খ. সাম্যবাদী গ. সেই অস্ত্র ঘ. লোক-লোকান্তর
৪. "সেই অস্ত্র" কবিতায় কোন অস্ত্রের কথা বলা হয়েছে?
ক. তিক্ষ্ণ বুদ্ধি খ. অভিনয় গ. অধ্যাবসায় ঘ. ভালোবাসা
৫. 'ফেরিওয়ালা' কোন শ্রেণির শব্দ?
ক. যৌগিক শব্দ খ. রূঢ়ি শব্দ গ. যোগরূঢ় শব্দ ঘ. অজ্ঞাত
৬. "ভূতত্ববিদগণ মাটির অভ্যান্তর ভাগের গঠন নিরূপন করে তেলের অস্তিত্ব জানার জন্য নানা রকম চিত্রাকর্ষক পরীক্ষা করেন। তাহারা মাটির অল্প গভীরে বিষ্ফোরণ ঘটিয়ে ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে ভূগর্ভস্থ নানা রকম তথ্য নির্দেশক মানচিত্র তৈরি করেন।" — চলিত রীতির এই বাক্য দুটিতে কয়টি ভুল আছে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
৭. নিম্নের কোন শব্দটিতে ণত্ব বিধানের বাইরে গিয়ে মূর্ধন্য হয়েছে?
ক. প্রমাণ খ. লবণ গ. ব্যাকরণ ঘ. হরিণ
৮. নিম্নের কোন শব্দগুচ্ছের বানান সঠিক?
ক. দুর্ভোগ, প্রাণোবন্ত, প্রাণচ্ছল খ. ব্যতীত, মহুর্মুহু, পুনঃখনন গ. প্রসূতি, পুনঃমূল্যায়ন, অন্তঃপ্রাণ ঘ. হুশিয়ারি, অত্যধিক, অত্যাধুনিক
৯. 'ফুল' এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক. পুষ্প খ. শোভন গ. প্রসূন ঘ. সুমন
১০. 'অন্ধকার' এর বিপরীত শব্দ নিম্নের কোনটি?
ক. ফর্সা খ. প্রভাময় গ. ইরেস ঘ. আদিত্য
১১. 'Interim' শব্দটির পারিভাষিক অর্থ কী?
ক. প্রবেশাধিকার খ. অন্তর্বর্তী গ. প্রবেশিকা ঘ. সাময়িক মুক্তি
১২. যে ভূমিতে ফসল জন্মায় না — তাকে কী বলে?
ক. পতিত খ. অনুর্বর গ. ঊষর ঘ. বন্ধ্যা
১৩. 'কৃতবিদ্য' শব্দটির ব্যাসবাক্য কোনটি?
ক. কৃত যে বিদ্য খ. কৃত যে বিদ্যা গ. কৃত বিদ্যা যার ঘ. কৃত হয়েছে যার বিদ্যা
১৪. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক. বড় দাদা > বড়দা খ. কিছু > কিচ্ছু গ. পিশাচ > পিচাশ ঘ. মুক্তা > মুকুতা
১৫. "He did the application black and white" এর সঠিক বঙ্গানুবাদ হবে—
ক. সে লিখিতভাবে আবেদন করেছিল
খ. সে রাতদিন ব্যয় করে আবেদন করেছিল
গ. সে তার আবেদনে সত্য-অসত্যের মিশ্রণ করেছিল
ঘ. সে খুব সাদামাটা কথায় আবেদনটি লিখেছিল
[] সাধারণ জ্ঞান:
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ে "পপুলেশন সায়েন্স" বিভাগ চালু হয় জাতিসংঘের কোন বিশেষায়িত অঙ্গসংগঠন এর সহায়তায়?
ক. UNDP খ. UNFPA গ. UNESCO ঘ. UNICEF
২. প্রধানমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান কে?
ক. স্পিকার খ. রাষ্ট্রপতি গ. প্রধান বিচারপতি ঘ. মন্ত্রীপরিষদ সচিব
৩. সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারী করে থাকে—
ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয় খ. জনপ্রশাসন মন্ত্রণালয় গ. পরিকল্পনা মন্ত্রণালয় খ. তথ্য মন্ত্রণালয়
৪. 'বোমাং রাজা' কোন উপজাতিদের সমাজ প্রধানের নাম?
ক. চাকমা খ. মারমা গ. হাজং ঘ. ত্রিপুরা
৫. বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো কয়টি সংস্থার অধীনে চলে?
ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি
৬. বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য অন্যূন কত বছর বয়স হতে হবে?
ক. ২৫ বছর খ. ৩০ বছর গ. ৩৫ বছর ঘ. ৩৮ বছর
৭. জাতিসংঘ "বঙ্গবন্ধু" কে ফ্রেন্ড অব দ্যা ওয়ার্ল্ড (বিশ্ববন্ধু) উপাধিতে ভূষিত করে কোন তারিখে?
ক. ১৬ আগস্ট ২০১৯ খ. ১৭ আগস্ট ২০১৯ গ. ১৮ আগস্ট ২০১৯ ঘ. ১৯ আগস্ট ২০১৯
৮. সম্প্রতি ফিফায় মনোনীত হওয়া দুই বাংলাদেশী নারী জয়া ও সালমা কবে থেকে রেফারি হিসেবে বিদেশে ফিফার বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন?
ক. ২০২০ সাল খ. ২০২১ সাল গ. ২০২২ সাল ঘ. ২০২৪ সাল
৯. সম্প্রতি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার আশ্বাস দিয়েছে কোন দেশ?
ক. যুক্তরাজ্য খ. রাশিয়া গ. জাপান ঘ. দক্ষিণ কোরিয়া
১০. বাংলাদেশের কে বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার?
ক. ফাহিম হাসান খ. ওয়াসিক ফারহান গ. সুবর্ণ আইজ্যাক ঘ. আদনান শুভ
১১. বাংলাদেশে ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারি কততম আদমশুমারি হবে?
ক. পঞ্চম খ. ষষ্ঠ গ. সপ্তম ঘ. অষ্টম
১২. সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
ক. ৪৬ তম খ. ৫৬ তম গ. ৬২ তম ঘ. ৯২ তম
১৩. 'কনস্টান্টিনোপল' কোন শহরের পূর্বনাম ছিল?
ক. রোম খ. ইস্তাম্বুল গ. কায়রো ঘ. ব্যাংকক
১৪. নিম্নের কোনটি আরব দেশ নয়?
ক. ইরাক খ. ইরান গ. লেবানন ঘ. বাহরাইন
১৫. 'বাথ' কোন দেশের মুদ্রা?
ক. জাপান খ. অস্ট্রেলিয়া গ. ভিয়েতনাম ঘ. থাইল্যান্ড
১৬. 'রোম' কোন নদীর তীরে অবস্থিত?
ক. টেমস খ. রাইন গ. ভলগা ঘ. টিবের
১৭. জি-৭ হলো—
ক. বিশ্বের প্রযুক্তিতে উন্নত ৭টি দেশ।
খ. বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট।
গ. বহির্বিশ্বের সাথে ভালো সম্পর্ক রক্ষাকারী ৭টি দেশ।
ঘ. বিশ্বের উন্নত দেশগুলোর জোট।
১৮. গনিতের নোবেল খ্যাত আবেল পুরস্কারজয়ী প্রথম নারী—
ক. ইয়ানা ওয়াসো গ্লে খ. ক্যারেন উলেনবেক গ. ভেনসব সুয়েল উসা ঘ. সুরিচ ফ্যামেলিকা
১৯. সম্প্রতি চাঁদে স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে—
ক. নাসা খ. যুক্তরাষ্ট্র গ. ইউনেস্কো ঘ. আইএসএস
২০. আমাজন মহাবনের কত শতাংশ ব্রাজিলে পড়েছে?
ক. ৪০ শতাংশ খ. ৫৪ শতাংশ গ. ৬০ শতাংশ ঘ. ৬৪ শতাংশ
২১. সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া বিলের প্রতিবােদর সুত্র ধরে গণতন্ত্রের আন্দোলন শুরু হয় কোথায়?
ক. হংকংয়ে খ. তাইওয়ানে গ. কাতালোনিয়ায় ঘ. গ্রিনল্যান্ডে
২২. জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা হারায় ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ বাতিলের ফলে?
ক. ১৮৬ ও ৫২ (ক) খ. ৩৭০ ও ৩৫(ক) গ. ২২৪ ও ৩৬ (ক) ঘ. ১৩৫ ও ৩৮ (ক)
২৩. সম্প্রতি ফেসবুক কোন নামে ডিজিটাল মুদ্রা চালু করতে চেয়েছিল?
ক. হেমা খ. ইমু গ. লিব্রা ঘ. ফেম
২৪. সম্প্রতি আলোচিত "ফেস অ্যাপ" তৈরি করেন কোন দেশের সফটওয়্যার প্রকৌশলীরা?
ক. যুক্তরাষ্ট্র খ. রাশিয়া গ. জাপান ঘ. ফ্রান্স
২৫. 'Endocrinology' শব্দটি কীসের সঙ্গে সম্পর্কিত?
ক. পদার্থবিজ্ঞান খ. চিকিৎসা গ. সাহিত্য ঘ. নৃবিজ্ঞান
২৬. রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধাকে বলা হয়—
ক. এপিএস সুবিধা খ. জিএসপি সুবিধা গ. এমপিএ সুবিধা ঘ. ভিপিএস সুবিধা
২৭. এভিকালচার কোন বিষয়ের অধ্যয়ন?
ক. রেশম চাষ খ. পাখি পালন গ. কেচো চাষ ঘ. খরগোশ পালন
২৮. 'এন্টিবায়োটিক রেজিস্টান্ট' বলতে কী বুঝায়?
ক. সঠিক ক্ষেত্রে ও সঠিক মাত্রায় এন্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেওয়ার মতো উন্নত চিকিৎসক হওয়া।
খ. এন্টিবায়োটিকের বিক্রয় সনদ লাভ করার আইনত প্রকৃয়া।
গ. এন্টিবায়োটিক উৎপাদনের অনুমোদন লাভ করার প্রকৃয়া।
ঘ. পরজীবী অনুজীবের এন্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠা।
২৯. সম্প্রতি দেশে কোন প্রাকৃতিক দুর্যোগটি ভয়ংকর হয়ে দেখা দিয়েছে?
ক. ভূমিকম্প খ. ঘূর্ণিঝড় গ. সুনামি ঘ. বজ্রপাত
৩০. 'পাইথন' হলো একটি জনপ্রিয়—
ক. এন্টিভাইরাস খ. প্রোগ্রামিং ভাষা গ. প্রেজেন্টেশন সফটওয়্যার ঘ. অপারেটিং সিস্টেম
♦ লিখিত
মার্কস— ৪৫ ; সময় : ৪০ মিনিট
1. Translate the following sentences into English: ——— [5]
(a) আমি আসবো বলে সবাই অপেক্ষা করছিল।
(b) আমি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম।
(c) সে আমার বহুদিনের সাধনার অর্জন।
(d) দেখতে দেখতে বিশটি বছর পেরিয়ে গেলো।
(e) তুমি স্বাস্থ্যকর খাবার খাবে ও স্বাস্থ্যসম্মত স্থানে বাস করবে।
2. Translate the following sentences into Bangla: ——— [5]
(a) He is my sleeping partner.
(b) It has been raining for depression.
(c) He did the pursuit without any ambition.
(d) I have never been to Sylhet.
(e) Do you want to join in a meditation team.
3. Explain the following concepts in English: ——— [5]
(a) Level Playing Field
(b) Social Capital
(c) Dreamland
(d) Lifeboat
(e) Power of Youth
4. Pick out the buzzwords from the passage: ——— [5]
Today's time is a time of communication technology. With the development of hi-tech communication media and rapid transportation facilities, the world has come closer. The world is now a global village. Counties of the world are like families in a village. They can even share their joys and sorrows like next door neighbours. If one county is in distress, others can immediately come to its assistance. If we could build up an atmosphere of mutual understanding and co-operation through this globalisation process, our world could certainly be a better place to live in.
5. পরিচ্ছন্ন পরিবেশ আইন চেয়ে চিঠিপত্রের কলামে একটি নিবন্ধ লিখ। ——— [5]
6. Answer the following short questions: ——— (5×4=20)
(a) বাঙালিদের নোবেল বিজয় সম্পর্কে একটি তথ্যপঞ্জি লিখ।
(b) Write a few points about proper use of Internet.
(c) ফেসবুকে শুদ্ধভাবে বাংলা লেখার প্রতি আহবান জানিয়ে তোমার ফেসবুক বন্ধুদের প্রতি একটি স্ট্যাটাস লিখ।
(d) Write some ideas of enhancing public awareness.
(e) বাংলাদেশ একটি কল্যাণমুলক রাষ্ট্র হতে চলেছে— বিষয়টি ব্যাখ্যা করো।
অথবা,
তুমি কি ভিন্ন কিছু করার স্বপ্ন দেখো? যদি দেখে থাকো সেটা দ্বারা দেশের কী উপকার হতে পারে?
উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন।
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639