Sunday, July 21, 2019

ঢাবির লিখিত অংশের সৃজনশীল মডেল টেস্ট—১


নির্দেশাবলী—
১. সময় : ৫০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের পাশে "———" চিহ্নের পরে বন্ধনীর ( ) মধ্যে দেওয়া আছে।
৪. প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য পূর্ণ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে আংশিক নম্বর পাওয়া যাবে কিন্তু ভুল উত্তর দিলে সেই প্রশ্নের ২৫% নম্বর কাটা যাবে।
৫. বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ২.৮৩ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ৫.৬৬ এবং সম্মিলিত পাশ মার্ক ১৬; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ১৬ নম্বর পেতে হবে।
৬. এটি যেহেতু অনলাইন পদ্ধতি ও মূল্যায়নকারী প্রোগ্রাম এ্যাড করা নাই তাই নিজে খাতার সাদা পাতায় উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৭. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note: ভর্তি পরীক্ষার লিখিত অংশের প্রশ্ন সৃজনশীল হবে; তবে তোমরা HSC তে যে ধরনের সৃজনশীল পড়েছো তথা-পর্যায়ক্রমে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা— এই ধরনের হুবহু একই রকম সৃজনশীল ভর্তি পরীক্ষায় নাও আসতে পারে; কারণ, সাধারণ জ্ঞানে এই ধরনের সৃজনশীল কীভাবে করা সম্ভব? সেক্ষেত্রে এই ধরনের সৃজনশীল হতে পারে যেভাবে আমরা এই মডেল টেস্টটি নিয়েছি।


[] General English:

Answer questions 1—6 reading the incentive:

Nil Doriya is one of the historical patterns of Pirganj of Rangpur district. It was a fort of powerful Hindu dynast Nilambor Sen of medieval. Due to lack of caring many of archaeological patterns of Nil Doriya has been vanished for many years after ending the ruling of Nilambor Sen. Now it is a entertaining place of this area.
It is located at Chatra union of Pirganj Upazilla of Rangpur. It is half kilometer far western from Chatrahat.
Nil Doriya is a deep and vast circular lake by which a ground land is surrounded; where 92 acres of area is lake and 48 acres of area is ground. On that ground land there are ruins of fort, wood-tree garden, elevation, playground etc and biodiversity.
It is remarkable that, there is no tourist institution establish based on Nil Doriya. So, there is no boat facility for boat journey. If you want to journey by boat on Nil Doriya, you need to contract with fisherman who catches fishes there riding boats.
No hotel or resort is available nearby Nil Doriya. For this facility you have to go Pirganj town.
There is no restaurant facility too; only a tea stale and junk-food shop is available. For restaurant service you have to come Chatrahat.

1. Write a synonym of the word 'dynast'. ——— (1)

2. Fill in the blank: Have you ever ___________ to Nil Doriya? ——— (1)

3. What means by the phrase "wood-tree garden" in this passage? ——— (1.5)

4. If I were a Superintendent of Nil Doriya development management I would make Nil Doriya (a) (free smoking zone/ smoking free zone) ____________ ; because smoking is a (b) ____________ thing not only for smokers (c) ____________ for all people. ——— (2)

5. In which of the post of minister if you were you could do your best for the development of Nil Doriya except prime minister? ——— (2)

6. What can be done to make Nil Doriya productive? and to use it properly? ——— (2.5)



[] বাংলা:

উদ্দীপকটি পড়ে ১-৬ নং প্রশ্নের উত্তর দাও:

প্রেম অনেক বড় একটি শক্তি যা উপসাগর-সাগর নয়, মহাসাগরের ন্যায় অনন্ত। ইহা তৈরি হয় ভালোবাসা, আবেগ ও আসক্তির সমন্বয়ে। ভালোবাসা হলো নিঃস্বার্থ দান কিংবা কর্ম, আর আবেগ হলো প্রবল সাময়িক ইচ্ছা কিংবা প্রতিক্রিয়া এবং আসক্তি হলো বাহ্যিক বিষয়ের প্রতি সহজাত আকর্ষণ বা মুগ্ধতা। প্রেম হতে পারে নর-নারীর মাঝে কিংবা মানুষের সাথে অন্য কিছুর; যেমন- সিরি-ফরহাদের প্রেম, দেশপ্রেম প্রভৃতি।
কবিদের দেশপ্রেমের জন্ম হয় প্রকৃতি থেকে আর সাধারণ মানুষের দেশপ্রেমের জন্ম জাতীয়তাবাদ থেকে। জাতীয়তাবাদ একটি মানসিক ধারণা যা জন্মাতে বেশকিছুর সমন্বয় লাগে। তাই যদি বলা হয় "জাতীয়তাবাদ হলো ভূখণ্ডের প্রতি আকর্ষণ" তা ভুল বলা হবে। জাতীয়তাবাদ শুধু ভূখণ্ডের প্রতি আকর্ষণ নয়, এর সাথে আরও কিছুর সমন্বয়।
প্রেমের আদর্শ মাপার মাপকাঠি হলো এর পরিচ্ছন্নতাবোধ। প্রেমকে সার্থক করার জন্য কোনো অসদুপায় অবলম্বন না করাই হলো এর পরিচ্ছন্নতাবোধ। আদর্শহীন প্রেম হলো অন্ধ প্রেম, এর পরিণতি ভালো হয় না।
প্রেম অসাধ্য সাধন করতে পারে, প্রেম স্বপ্ন দেখায়; যে স্বপ্ন আমাদের সমাজকেও বদলে দিতে পারে। একজন বিখ্যাত মনীষী বলেছিলেন, "যখন একটি মানুষ স্বপ্ন দেখে সেটি শুধুই স্বপ্ন, আর যখন অনেকগুলো মানুষ মিলে একই স্বপ্ন দেখে সেটি আর স্বপ্ন থাকে না, সেটি হয়ে যায় নতুন এক বাস্তবের সূচনা"।

১. অনুচ্ছেদের প্রথম বাক্যটিতে কী কী উপসর্গ আছে? ——— (১)

২. এই অনুচ্ছেদ হতে এরূপ দুটি শব্দ চিহ্নিত করো যেগুলো ইংরেজি শব্দের পারিভাষিক শব্দ হিসেবে বাংলায় ব্যবহৃত হয় আর সেই ইংরেজি শব্দ দুটিও লিখ। ——— (১)

৩. ভালোবাসা, আবেগ ও আসক্তি কী? নিজের ভাষায় লিখ। ——— (১.৫)

৪. অনুচ্ছেদের চতুর্থ বাক্যটি সমার্থক শব্দ প্রয়োগ করে পুনরায় লিখ। ——— (২)
অথবা,
"প্রেমের পরিচ্ছন্নতাবোধ" বিষয়টি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ——— (২)

৫. বাক্যের যোগ্যতা বলতে কী বুঝ? উক্ত অনুচ্ছেদের আলোকে ব্যাখ্যা করো। ——— (২)

৬. প্রেম কীভাবে স্বপ্ন দেখায়? এ সম্পর্কিত উক্তিটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ——— (২.৫)।



[] সাধারণ জ্ঞান:

(ক) উদ্দীপকটি পড়ে ১-৬ নং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য "ব-দ্বীপ পরিকল্পনা ২১০০" গ্রহণ করা হয়েছে। এর আওতায় দেশের দক্ষিণনাঞ্চলের ব-দ্বীপসমূহকে খনিজ উত্তোলন, পর্যটন ও অন্যান্য অর্থনৈতিক ও উন্নয়নমুখী পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হবে। এটি একটি সুদীর্ঘ সময়ব্যাপী পরিকল্পনা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়টি মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে। এর রূপকল্প- নিরাপদ, জলবায়ু পরিবর্তনের অভিঘাতসহিষ্ণু সমৃদ্ধশালী ব-দ্বীপ গড়ে তোলা।
এছাড়াও এসময়ে বাংলাদেশে বেশ কিছু স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পের প্রকল্পের কাজ চলছে। পটুয়াখালীর পায়রা গভীর সমুদ্রবন্দর প্রকল্প, পদ্মা সেতু প্রকল্প, রাজধানীর মেট্রোরেল প্রকল্প ইত্যাদি সেসবের মধ্যে অন্যতম।
পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। মেট্রোরেল প্রকল্পের কাজ ২০২১ সালের শেষেরদিকে সমাপ্ত হবে।
বাংলাদেশে একনেক এসব প্রকল্পের অনুমোদন দিয়ে থাকে। তুমি কি একনেক এর পূর্ণরূপ জানো?

১. বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের মেয়াদকাল কত সাল পর্যন্ত? ——— (১)

২. বদ্বীপ পরিকল্পনা এর পরিকল্পনা করেছে কোন মন্ত্রণালয়? ——— (১)

৩. বদ্বীপ পরিকল্পনা প্রকল্পটি অনুমোদন দিয়েছে সরকারের কোন কমিটি? এই কমিটির সভাপতি কে? ——— (১.৫)

৪. বঙ্গোপসাগরে বদ্বীপ পরিকল্পনার অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করা যাবে সাগরের কতটুকু অঞ্চলজুড়ে? ——— (২)

৫. পায়রা গভীর সমুদ্রবন্দর ও বদ্বীপ পরিকল্পনা এই দুটির অনন্য বৈশিষ্ট্য কী কী? এ দুটির মাঝে কী কোনো বিষয়ের মিল আছে? ——— (২)

৬. বদ্বীপ পরিকল্পনার ফলে বাংলাদেশের কী কী উন্নতি হবে বলে তুমি মনে করো। ——— (২.৫)


(খ) উদ্দীপকটি পড়ে ৭-১২ নং প্রশ্নের উত্তর দাও:

নেদারল্যান্ডের দি হেগ শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক আদালত বিভিন্ন দেশের মধ্যে চলমান বিবাদ নিষ্পত্তি করে থাকে। এই আদালতে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। অর্থাৎ, এই বিচারালয় শুধু আন্তঃরাষ্ট্রীয় ইস্যু নিয়ে কাজ করে। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল (আইসিসি) বিভিন্ন রাষ্ট্র কর্তৃক সংঘটিত আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ইস্যু নিয়ে কাজ করে। আন্তর্জাতিক অপরাধ আদালত ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তরও দি হেগ শহরে।
আর ইন্টারপোল হলো পুলিশের আন্তর্জাতিক সংগঠন। এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা, আন্তর্জাতিক অপরাধীদের সনাক্ত করা ও আন্তর্জাতিক অপরাধের তদন্তের কাজ করে থাকে। এটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে।

৭. আন্তর্জাতিক আদালত যে আইনের ভিত্তিতে বিচারকাজ সম্পন্ন করে থাকে সেই আইনের নাম কি? ——— (১)

৮. আন্তর্জাতিক আদালতে কার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না? ——— (১)

৯. আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল এর মধ্যে সম্পর্ক কী? ——— (১.৫)

১০. আইসিজে, আইসিসি ও ইন্টারপোল এর মধ্যে সম্পর্ক কীরূপ? ——— (২)

১১. বাংলাদেশ কি আন্তর্জাতিক আদালতে কখনও কোনো মামলা করেছিল? এবং কোনো সুফল কী পেয়েছিল? ——— (২)

১২. আন্তর্জাতিক আদালত কোন আন্তর্জাতিক সংগঠনের বিশেষায়িত অঙ্গসংগঠন হিসেবে কাজ করে? আন্তর্জাতিক আদালতে মামলা করা যেতে পারে এরূপ দুইটি সাম্প্রতিক ইস্যু কী কী হতে পারে লিখ? ——— (২.৫)



উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Monday, July 1, 2019

ক্যামাট—২ : ২০১৯-২০

বিশেষ জ্ঞাতব্য—
২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে ঢাবি ভর্তি পরীক্ষায় MCQ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে মিডিয়া হতে আমরা তিন ধরণের তথ্য পেয়েছি; ঢাবি কতৃপক্ষের ঘোষণার বরাত দিয়ে কেউ বলেছে— ৬০ নম্বরের MCQ পরীক্ষা হবে এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে (ফলে ১০০ নম্বরের পরীক্ষা হবে), কেউ বলেছে— ৬০ টি MCQ প্রশ্ন থাকবে ও ৪০ টি লিখিত প্রশ্ন থাকবে, আবার কেউ বলেছে— পূর্বের যে ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হতো এখন এই ১২০ নম্বরের ৬০% MCQ পদ্ধতিতে এবং ৪০% লিখিত পদ্ধতিতে নেওয়া হবে (ফলে ৭২ নম্বরের MCQ এবং ৪৮ নম্বরের লিখিত)।

আর, নতুন এই পদ্ধতিতে কোন বিষয়ে কত নম্বর থাকবে তা এখনও জানায়নি ঢাবি কতৃপক্ষ।
তবে— এবার ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় Intellectual Thinking কে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে MCQ পদ্ধতিতে এই উৎস হতে তথা Intellectual Thinking হতে কোনো প্রশ্ন ঢাবিতে হতো না।

তাই আমরা একটি ডোমো মানবণ্টনে এই মডেল টেস্টটি নিচ্ছি। এতে মানবণ্টন নিম্নরূপ—

• MCQ ৬০% এর জন্য—
বাংলা— ১৫ টি প্রশ্ন
ইংরেজি— ১৫ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ৩০ টি প্রশ্ন

• লিখিত ৪০% এর জন্য—
বাংলা— ১০ টি প্রশ্ন
ইংরেজি— ১০ টি প্রশ্ন
সাধারণ জ্ঞান— ১৫ টি প্রশ্ন
Intellectual Thinking— ৫ টি প্রশ্ন

সেইসঙ্গে এই অংশে বাংলা এবং ইংরেজি প্রশ্নগুলোতেও Intellectual Thinking প্রয়োগ করা হবে।



নির্দেশাবলী—
১. সময় : এমসিকিউ— ৩৬ মিনিট  এবং লিখিত— ৫৪ মিমিট; মোট— ১ ঘণ্টা ৩০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. এমসিকিউতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৫.১০ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ১০.২০ এবং সম্মিলিত পাশ মার্ক ২৮.৮; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ২৮.৮ নম্বর পেতে হবে।
৪. লিখিততে প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য ১.২০ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে অর্ধেক নম্বর পাওয়া যাবে কিন্তু ভুল উত্তর দিলে ০.৩০ নম্বর কাটা যাবে।
বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ৩.৪০ আর সাধারণ জ্ঞান ও আইকিউ এর পাশ মার্ক ৬.৮০ এবং সম্মিলিত পাশ মার্ক ১৯.২০; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ও আইকিউ প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ১৯.২০ নম্বর পেতে হবে।
৫. এটি যেহেতু অনলাইন পদ্ধতি ও মূল্যায়নকারী প্রোগ্রাম এ্যাড করা নাই তাই নিজে খাতার সাদা পাতার উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৬. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note: এই মডেল টেস্টটি সম্ভাব্য নিয়মে নেওয়া হলো। এটি শতভাগ চূড়ান্ত হবে এমনটি নয়; তবে পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।



[] General English:

Answer questions 1-4 based on the following passage:

Sheikh Mujibur Rahman, father of nation, declared the 'Declaration of Independence' on the night of March 25, 1971 at 12:20 AM; basically it was the first prahara of 26 March.
"This may be my last message; from today Bangladesh is independent. I call upon the people of Bangladesh wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved" — was his declaration.
This declaration was sent everywhere of Bangladesh via wireless, telephone and telegram.

1. Sheikh Mujibur Rahman declared the 'Declaration of Independence' at the time of ____________ according to international system.
a. 12:20 AM of March 25, 1971
b. 12:20 AM of March 26, 1971
c. 00:20 of March 25, 1971
d. 00:20 of March 26, 1971

2. The word 'occupation' in this passage means—
a. profession   b. usurper   c. evil   d. foreign

3. the term 'soil of Bangladesh' means—
a. area of Bangladesh   b. roads of Bangladesh   c. countryside of Bangladesh   d. history of Bangladesh

4. The 'Declaration of Independence' was not broadcasted/ telecasted in which one of the following media?
a. telephone   c. telegram   c. radio   d. television

5. The poem 'The Schoolboy' is written by—
a. John Milton   b. William Blake   c. Robert Henrik   d. Stephen Mayer

6. Alex wanted to start a lemonade stand to raise money for doctors to help __________.
a. refugees   b. children   c. the old   d. the poor

7. Hakaluki Haor falls under __________ and Sylhet districts.
a. Sunamganj   b. Maulvibazar   c. Habiganj   d. Chandpur

8. 'I Have A Dream' is a famous __________ made by Martin Luther King jr.
a. speech   b. book   c. sentence   d. statement

9. Which pair of words is synonymous?
a. vague, clear   b. abridged, shorten   c. vivid, silent   d. Legend, curious

10. I __________ tea __________ coffee.
a. like, than   b. prefer, to   c. like, with   d. like, without

11. How ___________ fishes are there in the aquarium?
a. Much   b. much   c. Many   d. many

12. Which one of the following is right?
a. Abbreviation   b. Abbrivation   c. Abreviation   d. Abrivation

13. It is my first ___________.
a. choose   b. choice   c. times   d. exams

14. Choose the correct sentence—
a. Where have you born?
b. Where were you born?
c. Where had you born?
d. where was you born?

15. Choose the English translation of — "আমার মেয়ে বন্ধু নাই বললেই চলে".
a. I have a few girlfriends
b. I have no girlfriend
c. I have few girlfriends
d. I have little girlfriends



[] বাংলা:

১. "প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি" — এই এরা কারা?
ক. স্থুলবুদ্ধির লোকজন   খ. পাগলরা   ঘ. হিজড়ারা   ঘ. নেশাগ্রস্তরা

২. লেখকের মতে 'ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ' আসলে কী?
ক. ভণ্ডামি   খ. পাগলামি   গ. মাতলামি   ঘ. বোকামি

৩. উনিশশত বায়ান্নর একুশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব কোথাকার জেলে অন্তরীণ ছিলেন?
ক. ঢাকা   খ. ফরিদপুর   গ. রাজশাহী   ঘ. সিলেট

৪. যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে কে?
ক. সাগর   খ. প্রবহমান নদী   গ. পুকুর   ঘ. বিল

৫. "ধবল দুধের মতো ___________ তার ঢালিতেছে চাঁদ-পূর্ণিমার" — শূন্যস্থানে কী হবে?
ক. আলো   খ. রং   গ. জ্যোৎস্না   ঘ. রূপ

৬. "আদনান ভাই গ্রামে ফিরে অত্যান্ত আশ্চার্য হয়ে গেলেন; তিনি ভাবতেই পারেন নি তাকে দেখার জন্য এতো লোক ভিড় করে থাকবে। তিনি গাড়ি হতে নামিয়া বেদীতে দাড়াতেই সকলে তার দিকে এগিয়ে আসতে লাগল। তিনি সবাইকে সালাম দিয়ে কথা শুরু করলেন।" — চলিত রীতির এই বাক্যটিতে কয়টি ভুল আছে?
ক. তিনটি   খ. চারটি   গ. পাঁচটি    ঘ. ছয়টি

৭. ণত্ব বিধানের সঠিক ব্যবহার হয়েছে নিম্নের কোন শব্দজোড়ে?
ক. ভাষণ, প্রমান   খ. আকর্ষণ, গ্রহণ   গ. বন্টন, কারণ   ঘ. প্রেরণ, পূরন

৮. কোন শব্দগুচ্ছের বানান সঠিক?
ক. স্টেশন, স্পর্শ, পুস্প   খ. স্পষ্ট, নিঃশ্বাস, আরোহন   গ. স্পস্ট, আরোহণ, পুষ্প   ঘ. স্পর্শ, স্পষ্ট, পুষ্প

৯. 'পৃথিবী' এর সমার্থক শব্দ কোনটি?
ক. আভাস   খ. অবনী   গ. অয়ন   ঘ. হিরণ্য

১০. 'পূর্বপুরুষ' এর বিপরীতার্থক শব্দ কী?
ক. উত্তরপুরুষ   খ. পরপুরুষ   গ. পশ্চিমপুরুষ   ঘ. দক্ষিণপুরুষ

১১. 'Counsel' শব্দটির পারিভাষিক অর্থ কী?
ক. দূতাবাস   খ. কৌসুলি   গ. রাষ্ট্রদূত   ঘ. বিশেষ দূত

১২. 'ইহার তূল্য' এককথায় কী হবে?
ক. ইহ্যক   খ. ইদৃশ   গ. এমন   ঘ. এরূপ

১৩. নিম্নের কোনটি সমাসবদ্ধ ও সন্ধিজাত শব্দ?
ক. মহাদেশ   খ. সপ্তাহান্তে   গ. প্রতিদিন   ঘ. উপগ্রহ

১৪. "এক চোখ খোলা রেখে ঘুমানো" বাগধারাটির অর্থ কী?
ক. ভান করা   খ. সতর্ক থাকা   গ. চালাকি করা   ঘ. চিন্তামগ্ন থাকা

১৫. "Time hangs have upon my hands" এর সঠিক বঙ্গানুবাদ হবে—
ক. আমার হাতে অনেক সময় আছে
খ. আমার হাতে সময় ঝুলে আছে
গ. আমি সময়ের নাগালই পাচ্ছি না
ঘ. আমার সময় যেন কাটেই না



[] সাধারণ জ্ঞান:

১. 'মহুয়া' ছিল একধরণের—
ক. শস্য   খ. সুগন্ধি   গ. পল্লীগীতি   ঘ. খেলা

২. প্রাচীন বাংলার নিম্নোক্ত কোন জনপদটি বর্তমান বাংলাদেশের সীমানার বাইরে ছিল?
ক. বঙ্গ   খ. পুণ্ড্র   গ. রাঢ়   ঘ. সমতট

৩. বাংলাদেশের উপজাতিদের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন ও পরিকল্পিত জীবনযাপনে অভ্যস্ত কারা?
ক. খাসিয়ারা   খ. গারোরা   গ. বমরা   ঘ. হাজংরা

৪. বাংলাদেশে 'সংসদীয় সরকারব্যবস্থা' পুনঃপ্রবর্তন করা হয় বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে?
ক. ষষ্ঠ সংশোধনী   খ. অষ্টম সংশোধনী   গ. দশম সংশোধনী   ঘ. দ্বাদশ সংশোধনী

৫. 'সড়ক ও জনপথ' বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. পরিকল্পনা মন্ত্রণালয়   খ. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়   গ. সমাজকল্যাণ মন্ত্রণালয়   ঘ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৬. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ—
ক. কুতুবদিয়া   খ. সন্দীপ   গ. মহেশখালী   ঘ. সেন্টমার্টিন

৭. সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ব্যুরোর সদস্য নির্বাচিত হয় কোন সময়কালের জন্য?
ক. ২০১৮-১৯ সাল   খ. ২০১৯-২০ সাল   গ. ২০১৯-২২ সাল   ঘ. ২০১৯-২৪ সাল

৮. বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?
ক. হাবীবুল্লাহ সিরাজী   খ. ড. আনিসুজ্জামান  গ. শামসুজ্জামান খান   ঘ. আসাদুজ্জামান নুর

৯. বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা-বাগানের সংখ্যা—
ক. ১২৮টি   খ. ১৪৮টি   গ. ১৬০টি   ঘ. ১৬৪টি।

১০. সম্প্রতি দেশের কোথায় লোহার খনি আবিষ্কৃত হয়েছে?
ক. রাজশাহী   খ. ময়মনসিংহ   গ. দিনাজপুর   ঘ. সিলেট

১১. ২০১৯ সালে বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান—
ক. ৮৬ তম   খ. ৯৭তম   গ. ১০০ তম   ঘ. ১০৮ তম

১২. বাংলাদেশকে 'তরুণের দেশ' আখ্যা দিয়েছে জাতিসংঘের কোন বিশেষায়িত সংগঠন?
ক. ইউনেস্কো   খ. ইউনিসেফ   গ. ইউএনএফএ   ঘ. ইউএনডিপি

১৩. বিশ্বের সর্ববৃহৎ রেইন ফরেস্ট তথা চিরহরিৎ বনাঞ্চল কোনটি?
ক. আমাজন   খ. আফ্রিকার অরণ্যমালা   গ. তৈগা   ঘ. নর্ডিক বনাঞ্চল

১৪. 'দ্য আইডিয়া অব জাস্টিস' বইটি কার লেখা?
ক. উড্রো উইলসন   খ. অমর্ত্য সেন   গ. জোসেফ স্টালিন   ঘ. উইলস্টন চার্চিল

১৫. 'এডেন' কোন দেশের সমুদ্রবন্দর?
ক. ব্রিটেন   খ. ফ্রান্স   গ. রাশিয়া   ঘ. ইয়েমেন

১৬. 'হেলসিংকি' কোন দেশের রাজধানী?
ক. সুইডেন   খ. ডেনমার্ক   গ. ফিনল্যান্ড   ঘ. নরওয়ে

১৭. ইতিহাসখ্যাত ট্রয় নগরী ছিল—
ক. ইতালিতে   খ. তুরস্কে    গ. মিশরে   ঘ. গ্রিসে

১৮. নিম্নের কোনটি বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট?
ক. জি-৮   খ. ডি-৮   গ. জি-২০   ঘ. জি-৭৭

১৯. সম্প্রতি মেধাভিত্তিক অভিবাসন নীতি চালু করতে যাচ্ছে কোন দেশ?
ক. রাশিয়া   খ. যুক্তরাষ্ট্র   গ. ফ্রান্স   ঘ. যুক্তরাজ্য

২০. শান্তিতে নোবেলবিজয়ী নাদিয়া মুরাদ এর দেশ—
ক. কাতার   খ. ইরাক   গ. মিসর   ঘ. রুমানিয়া

২১. 'উইঘুর' মুসলিমদের বাস কোন দেশে?
ক. মঙ্গোলিয়া   খ. ফিলিপাইন   গ. চীন   ঘ. গ্রিস

২২. 'নেচার জিওসায়েন্স' কোন দেশের গবেষণা সাময়িকী?
ক. যুক্তরাষ্ট্র   খ. যুক্তরাজ্য   গ. ফ্রান্স   ঘ. জার্মানি

২৩. 'অ্যাসোসিয়েশন অব প্যারেন্টস অব ডিসপিয়ার পারসন' কোন স্থানের মানবাধিকার নিয়ে কাজ করে?
ক. সিরিয়া   খ. ফিলিস্তিন   গ. লিবিয়া   ঘ. কাশ্মীর

২৪. সম্প্রতি আসামী প্রত্যর্পন বিলের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয় কোথায়?
ক. হংকংয়ে   খ. তাইওয়ানে   গ. গ্রিনল্যান্ডে   ঘ. কাতালোনিয়ায়

২৫.  'Lexicography' শব্দটি নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত?
ক. সাহিত্য   খ. দর্শন   গ. চিকিৎসা   ঘ. ভাষা

২৬. জিপিএস এর পূর্ণরূপ হলো—
ক. গ্লোবাল পজিশনিং সিস্টেম
খ. গ্লোবাল পাওয়ারফুল স্টেটস
গ. গ্লোবাল পিস সার্ভেয়ার্স
ঘ. গ্লোবাল পলিসি সিস্টেম

২৭. 'জনমত আইনের অন্যতম উৎস' — উক্তিটি কে করেছেন?
ক. জন লক   খ. লর্ড ব্রাইস   গ. জ্যাঁ জ্যাক রুশো   ঘ. ওয়াল্ডহেইম

২৮. 'জনসংখ্যা তত্ত্ব' এর প্রবর্তক কে?
ক. টমাস ম্যালথাস   খ. পল স্যামুয়েলসন   গ. জে এস মিল   ঘ. ডালটন

২৯. কোনো দেশের উন্নয়নের পূর্বশর্ত কী?
ক. রপ্তানি আয়  খ. প্রশাসনের জবাবদিহিতা   গ. রাজনৈতিক স্থিতিশীলতা   ঘ. প্রাকৃতিক সম্পদ

৩০. ওয়াইফাই এর জনক কে?
ক. ভিনটন জি ক্লার্ক   খ. টিম বার্নাস লি   গ. স্যামুয়েল টমলিনসন   ঘ. ভিক্টর ভিক হেরেস




[] General English:

Answer questions 1-2 based on the following passage:

Intellectual thinking is an applying way of knowledge. It is essential to be succeeded nowadays. Today's human lifestyle and world's existence policy is very critical. There is a theory about it named 'Survival of the fittest'.
So, we have to be skillful about applying knowledge and the knowledge must be updated that suites with the present situation of world.

1. What is the main theme of this passage?

2. What means by the term "Survival of the fittest" in this passage?

3. There were only __________ universities in Bangladesh at the time of __________ in 1971.

4. What is Kuakata locally known as?

5. Use right form of verbs: He (come) ___________ here last year, it was his first traveling with a view to (visit) ___________ Dhaka city.

6. Use agreeable verb and pronoun: One of the boys ___________ present timely and ___________ was proud for it.

7. Transform the sentence into complex form: A canning fox was passing through a forest.

8. Add tag question: I have little probability to study abroad, ____________?

9. Write the sentence correctly: He left the place with bag and baggage.

10. Translate the Bengali sentence into English — "গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আজমতউল্লাহর পক্ষে কাজ করেছিল".



[] বাংলা:

১. 'সংবাদ' ও 'গবেষণা' কোন শ্রেণির শব্দ? এগুলোর প্রকৃতিগত অর্থ কী হওয়ার কথা ছিল ও বাস্তবিক অর্থ কী?

২. অপিনিহিতি এবং মধ্য স্বরাগম এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।

৩. উদাহরণসহ ষত্ব বিধানের যেকোনো দুইটি নিয়ম লিখ।

৪. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যেকোনো দুটি নিয়ম লিখ উদাহরণসহ।

৫. "পুনঃনির্ধারণ, অন্তসত্বা" বানান দুটি সঠিক করে লিখ।

৬. "সুমনের সাথে রাশেদের খুব সখ্যতা ছিল" — বাক্যটি সঠিক করে লিখ।

৭. "মুক্তিযুদ্ধ" এবং "মঙ্গলবার্তা" সমাস দুইটির ব্যাসবাক্য লিখ।

৮. "পঠিতব্য, ঢাকাই, বাঁধা, মিতালি, লেখক, মেঘলা" শব্দগুলোর মধ্যে থেকে কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়যোগে সাধিত শব্দগুলো আলাদা করে লিখ।

৯. "অনেক অনুরোধ করেও তপুকে একুশের আন্দোলনে যাওয়া থেকে বিরত রাখা যায়নি। মাতৃভাষার প্রতি তার এতোটাই ভালোবাসা যে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকেও জয় করে সে এ আন্দোলনে সামনের দিকে অবস্থান করে।" — বাক্যটিতে কয়টি উপসর্গ আছে ও কী কী?

১০. অনুচ্ছেদটির বাংলা অনুবাদ করো—
Today's wonderful inventions of modern science such as computer, satellite, diagnosis machines ete was inconceivable two hundred years ago. The trend of education that time was to literature and philosophy. Today's trend is to study science and business.



[] সাধারণ জ্ঞান ও আইকিউ:

১. 'ঢাকা' মোট কয়বার বাংলাদেশের রাজধানী হয় ও কখন কখন?
২. 'সোয়াচ আব নো গ্রাউন্ড' কী এবং কোথায়?
৩. 'সোমপুর মহাবিহার' কোথায় অবস্থিত?  এটি কোন মানে পরিচিত?

৪. সম্প্রতি বাংলাদেশের কোন জিনিসটি সর্বশেষ ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন লাভ করে?
৫. রাজধানীর মেট্রোরেল প্রকল্পের কাজ কবে নাগাদ সমাপ্ত হবে?
৬. এবারের বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের কততম বিশ্বকাপ ছিল?

৭. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কখন?
৮. সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় কবে?
৯. প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি ও মিত্রশক্তি ছিল কোন কোন দেশ?
১০. সম্প্রতি ঘূর্ণিঝড় ফণীতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় ভারতের কোন প্রদেশ?

১১. ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এর প্রথম নারী প্রেসিডেন্ট কে? তিনি কোন দেশের নাগরিক?

১২. মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা' চাঁদে নারী নভোচারী পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা কবে বাস্তবায়িত হবে?

১৩. কোয়ালিশন সরকার কাকে বলে?
১৪. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ?
১৫. গণপরিষদ কী? বাংলাদেশে কবে গণপরিষদ গঠিত হয়েছিল?

১৬. এনালগ ঘড়িতে যখন ৪:০০ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি হবে? ব্যাখ্যা করো।

১৭. এক দম্পতির তিনজন ছেলে আছে। প্রত্যেক ছেলের একজন বোন আছে। পরিবারটিতে মোট কতজন সদস্য আছে? ব্যাখ্যা করো।

১৮. ১০ বছর সমান কত দিন? ব্যাখ্যা করো।

১৯. কোন মেয়েকে কুমারী বলা হয়? ব্যাখ্যা করো।

২০. 'স্মার্টনেস' কী? ব্যাখ্যা করো।



উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন।


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639