Sunday, July 21, 2019

ঢাবির লিখিত অংশের সৃজনশীল মডেল টেস্ট—১


নির্দেশাবলী—
১. সময় : ৫০ মিনিট।
২. নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবেন এবং নিজের উত্তরপত্র নিজেই মূল্যায়ন করবেন।
৩. প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের পাশে "———" চিহ্নের পরে বন্ধনীর ( ) মধ্যে দেওয়া আছে।
৪. প্রতিটি পূর্ণাঙ্গ সঠিক উত্তর এর জন্য পূর্ণ নম্বর পাওয়া যাবে আর আংশিক সঠিক উত্তর দিলে আংশিক নম্বর পাওয়া যাবে কিন্তু ভুল উত্তর দিলে সেই প্রশ্নের ২৫% নম্বর কাটা যাবে।
৫. বাংলা এবং ইংরেজিতে পাশ মার্ক ২.৮৩ আর সাধারণ জ্ঞানের পাশ মার্ক ৫.৬৬ এবং সম্মিলিত পাশ মার্ক ১৬; অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং সেইসঙ্গে তিনটির মার্ক যোগ করে ১৬ নম্বর পেতে হবে।
৬. এটি যেহেতু অনলাইন পদ্ধতি ও মূল্যায়নকারী প্রোগ্রাম এ্যাড করা নাই তাই নিজে খাতার সাদা পাতায় উত্তর লিখুন ও পরীক্ষা শেষ করে উত্তর মিল করে দেখুন। উত্তরের লিংক প্রশ্নের শেষে দেওয়া আছে।
৭. হেল্পলাইন— ০১৭৪৬-৩১৫৬৩৯।

Note: ভর্তি পরীক্ষার লিখিত অংশের প্রশ্ন সৃজনশীল হবে; তবে তোমরা HSC তে যে ধরনের সৃজনশীল পড়েছো তথা-পর্যায়ক্রমে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা— এই ধরনের হুবহু একই রকম সৃজনশীল ভর্তি পরীক্ষায় নাও আসতে পারে; কারণ, সাধারণ জ্ঞানে এই ধরনের সৃজনশীল কীভাবে করা সম্ভব? সেক্ষেত্রে এই ধরনের সৃজনশীল হতে পারে যেভাবে আমরা এই মডেল টেস্টটি নিয়েছি।


[] General English:

Answer questions 1—6 reading the incentive:

Nil Doriya is one of the historical patterns of Pirganj of Rangpur district. It was a fort of powerful Hindu dynast Nilambor Sen of medieval. Due to lack of caring many of archaeological patterns of Nil Doriya has been vanished for many years after ending the ruling of Nilambor Sen. Now it is a entertaining place of this area.
It is located at Chatra union of Pirganj Upazilla of Rangpur. It is half kilometer far western from Chatrahat.
Nil Doriya is a deep and vast circular lake by which a ground land is surrounded; where 92 acres of area is lake and 48 acres of area is ground. On that ground land there are ruins of fort, wood-tree garden, elevation, playground etc and biodiversity.
It is remarkable that, there is no tourist institution establish based on Nil Doriya. So, there is no boat facility for boat journey. If you want to journey by boat on Nil Doriya, you need to contract with fisherman who catches fishes there riding boats.
No hotel or resort is available nearby Nil Doriya. For this facility you have to go Pirganj town.
There is no restaurant facility too; only a tea stale and junk-food shop is available. For restaurant service you have to come Chatrahat.

1. Write a synonym of the word 'dynast'. ——— (1)

2. Fill in the blank: Have you ever ___________ to Nil Doriya? ——— (1)

3. What means by the phrase "wood-tree garden" in this passage? ——— (1.5)

4. If I were a Superintendent of Nil Doriya development management I would make Nil Doriya (a) (free smoking zone/ smoking free zone) ____________ ; because smoking is a (b) ____________ thing not only for smokers (c) ____________ for all people. ——— (2)

5. In which of the post of minister if you were you could do your best for the development of Nil Doriya except prime minister? ——— (2)

6. What can be done to make Nil Doriya productive? and to use it properly? ——— (2.5)



[] বাংলা:

উদ্দীপকটি পড়ে ১-৬ নং প্রশ্নের উত্তর দাও:

প্রেম অনেক বড় একটি শক্তি যা উপসাগর-সাগর নয়, মহাসাগরের ন্যায় অনন্ত। ইহা তৈরি হয় ভালোবাসা, আবেগ ও আসক্তির সমন্বয়ে। ভালোবাসা হলো নিঃস্বার্থ দান কিংবা কর্ম, আর আবেগ হলো প্রবল সাময়িক ইচ্ছা কিংবা প্রতিক্রিয়া এবং আসক্তি হলো বাহ্যিক বিষয়ের প্রতি সহজাত আকর্ষণ বা মুগ্ধতা। প্রেম হতে পারে নর-নারীর মাঝে কিংবা মানুষের সাথে অন্য কিছুর; যেমন- সিরি-ফরহাদের প্রেম, দেশপ্রেম প্রভৃতি।
কবিদের দেশপ্রেমের জন্ম হয় প্রকৃতি থেকে আর সাধারণ মানুষের দেশপ্রেমের জন্ম জাতীয়তাবাদ থেকে। জাতীয়তাবাদ একটি মানসিক ধারণা যা জন্মাতে বেশকিছুর সমন্বয় লাগে। তাই যদি বলা হয় "জাতীয়তাবাদ হলো ভূখণ্ডের প্রতি আকর্ষণ" তা ভুল বলা হবে। জাতীয়তাবাদ শুধু ভূখণ্ডের প্রতি আকর্ষণ নয়, এর সাথে আরও কিছুর সমন্বয়।
প্রেমের আদর্শ মাপার মাপকাঠি হলো এর পরিচ্ছন্নতাবোধ। প্রেমকে সার্থক করার জন্য কোনো অসদুপায় অবলম্বন না করাই হলো এর পরিচ্ছন্নতাবোধ। আদর্শহীন প্রেম হলো অন্ধ প্রেম, এর পরিণতি ভালো হয় না।
প্রেম অসাধ্য সাধন করতে পারে, প্রেম স্বপ্ন দেখায়; যে স্বপ্ন আমাদের সমাজকেও বদলে দিতে পারে। একজন বিখ্যাত মনীষী বলেছিলেন, "যখন একটি মানুষ স্বপ্ন দেখে সেটি শুধুই স্বপ্ন, আর যখন অনেকগুলো মানুষ মিলে একই স্বপ্ন দেখে সেটি আর স্বপ্ন থাকে না, সেটি হয়ে যায় নতুন এক বাস্তবের সূচনা"।

১. অনুচ্ছেদের প্রথম বাক্যটিতে কী কী উপসর্গ আছে? ——— (১)

২. এই অনুচ্ছেদ হতে এরূপ দুটি শব্দ চিহ্নিত করো যেগুলো ইংরেজি শব্দের পারিভাষিক শব্দ হিসেবে বাংলায় ব্যবহৃত হয় আর সেই ইংরেজি শব্দ দুটিও লিখ। ——— (১)

৩. ভালোবাসা, আবেগ ও আসক্তি কী? নিজের ভাষায় লিখ। ——— (১.৫)

৪. অনুচ্ছেদের চতুর্থ বাক্যটি সমার্থক শব্দ প্রয়োগ করে পুনরায় লিখ। ——— (২)
অথবা,
"প্রেমের পরিচ্ছন্নতাবোধ" বিষয়টি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ——— (২)

৫. বাক্যের যোগ্যতা বলতে কী বুঝ? উক্ত অনুচ্ছেদের আলোকে ব্যাখ্যা করো। ——— (২)

৬. প্রেম কীভাবে স্বপ্ন দেখায়? এ সম্পর্কিত উক্তিটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ——— (২.৫)।



[] সাধারণ জ্ঞান:

(ক) উদ্দীপকটি পড়ে ১-৬ নং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য "ব-দ্বীপ পরিকল্পনা ২১০০" গ্রহণ করা হয়েছে। এর আওতায় দেশের দক্ষিণনাঞ্চলের ব-দ্বীপসমূহকে খনিজ উত্তোলন, পর্যটন ও অন্যান্য অর্থনৈতিক ও উন্নয়নমুখী পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হবে। এটি একটি সুদীর্ঘ সময়ব্যাপী পরিকল্পনা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়টি মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে। এর রূপকল্প- নিরাপদ, জলবায়ু পরিবর্তনের অভিঘাতসহিষ্ণু সমৃদ্ধশালী ব-দ্বীপ গড়ে তোলা।
এছাড়াও এসময়ে বাংলাদেশে বেশ কিছু স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পের প্রকল্পের কাজ চলছে। পটুয়াখালীর পায়রা গভীর সমুদ্রবন্দর প্রকল্প, পদ্মা সেতু প্রকল্প, রাজধানীর মেট্রোরেল প্রকল্প ইত্যাদি সেসবের মধ্যে অন্যতম।
পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। মেট্রোরেল প্রকল্পের কাজ ২০২১ সালের শেষেরদিকে সমাপ্ত হবে।
বাংলাদেশে একনেক এসব প্রকল্পের অনুমোদন দিয়ে থাকে। তুমি কি একনেক এর পূর্ণরূপ জানো?

১. বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের মেয়াদকাল কত সাল পর্যন্ত? ——— (১)

২. বদ্বীপ পরিকল্পনা এর পরিকল্পনা করেছে কোন মন্ত্রণালয়? ——— (১)

৩. বদ্বীপ পরিকল্পনা প্রকল্পটি অনুমোদন দিয়েছে সরকারের কোন কমিটি? এই কমিটির সভাপতি কে? ——— (১.৫)

৪. বঙ্গোপসাগরে বদ্বীপ পরিকল্পনার অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করা যাবে সাগরের কতটুকু অঞ্চলজুড়ে? ——— (২)

৫. পায়রা গভীর সমুদ্রবন্দর ও বদ্বীপ পরিকল্পনা এই দুটির অনন্য বৈশিষ্ট্য কী কী? এ দুটির মাঝে কী কোনো বিষয়ের মিল আছে? ——— (২)

৬. বদ্বীপ পরিকল্পনার ফলে বাংলাদেশের কী কী উন্নতি হবে বলে তুমি মনে করো। ——— (২.৫)


(খ) উদ্দীপকটি পড়ে ৭-১২ নং প্রশ্নের উত্তর দাও:

নেদারল্যান্ডের দি হেগ শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক আদালত বিভিন্ন দেশের মধ্যে চলমান বিবাদ নিষ্পত্তি করে থাকে। এই আদালতে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। অর্থাৎ, এই বিচারালয় শুধু আন্তঃরাষ্ট্রীয় ইস্যু নিয়ে কাজ করে। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল (আইসিসি) বিভিন্ন রাষ্ট্র কর্তৃক সংঘটিত আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ইস্যু নিয়ে কাজ করে। আন্তর্জাতিক অপরাধ আদালত ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তরও দি হেগ শহরে।
আর ইন্টারপোল হলো পুলিশের আন্তর্জাতিক সংগঠন। এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা, আন্তর্জাতিক অপরাধীদের সনাক্ত করা ও আন্তর্জাতিক অপরাধের তদন্তের কাজ করে থাকে। এটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে।

৭. আন্তর্জাতিক আদালত যে আইনের ভিত্তিতে বিচারকাজ সম্পন্ন করে থাকে সেই আইনের নাম কি? ——— (১)

৮. আন্তর্জাতিক আদালতে কার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না? ——— (১)

৯. আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল এর মধ্যে সম্পর্ক কী? ——— (১.৫)

১০. আইসিজে, আইসিসি ও ইন্টারপোল এর মধ্যে সম্পর্ক কীরূপ? ——— (২)

১১. বাংলাদেশ কি আন্তর্জাতিক আদালতে কখনও কোনো মামলা করেছিল? এবং কোনো সুফল কী পেয়েছিল? ——— (২)

১২. আন্তর্জাতিক আদালত কোন আন্তর্জাতিক সংগঠনের বিশেষায়িত অঙ্গসংগঠন হিসেবে কাজ করে? আন্তর্জাতিক আদালতে মামলা করা যেতে পারে এরূপ দুইটি সাম্প্রতিক ইস্যু কী কী হতে পারে লিখ? ——— (২.৫)



উত্তরমালা দেখতে এখানে—ক্লিক—করুন


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

No comments:

Post a Comment