Monday, August 2, 2021

Tests


ভূমিকা এবং টুলস্—

২০১৯ সালের মডেল টেস্টসমূহ—

২০২০ সালের মডেল টেস্টসমূহ—

Note : প্রশ্ন প্রিন্ট করে সুবিধামতো পরীক্ষা দিতে A4 সাইজ পেজে ক্যামাট প্রশ্নব্যাংক পেতে +8801746315639 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন।

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan

২০২০ সালের মডেল টেস্টগুলোর প্রাসঙ্গিক কথা—


২০২০ সালের মডেল টেস্টগুলো ২০১৯ সালে চালু হওয়া ঢাবির নতুন পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নে নেওয়া হলো। ২০২০ সালে বৈশ্বিক পরিস্থিতির কারণে ঢাবি ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা নিতে চাইলেও সেই পরীক্ষার এমসিকিউ এবং লিখিত অংশের অভ্যন্তরীণ মানবণ্টন ও প্রশ্নের ধরণ সম্পর্কে যথাসময়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না দেওয়ার ২০১৯ সালের প্রশ্নের পদ্ধতিতেই ২০২০ সালের মডেল টেস্টগুলো নেওয়া হলো।
পাশাপাশি ২০২০ সালের তৃতীয় মডেল টেস্টটি কোভিড-১৯ পরিস্থিতির জন্য সংগঠিত গুচ্ছ পদ্ধতির সম্ভাব্য মানবণ্টনে নেওয়া হলো। চূড়ান্ত পরীক্ষার পূর্বে এই প্রাথমিকভাবে ঘোষিত মানবণ্টন পরিবর্তিত হতেও পারে। তবে এসব মডেল টেস্ট পরীক্ষার্থীদের উপলব্ধি উন্নত করতে সফল হবে।


Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

২০১৯ সালের মডেল টেস্টগুলোর প্রাসঙ্গিক কথা—


২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন পরীক্ষা পদ্ধতি চালু হয় তথা এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা চালু করা হয়। এই নতুন পরীক্ষা পদ্ধতির বাস্তবায়ন ছিল অনেক ঘটনাবহুল।
সে বছর সেই লিখিত পরীক্ষার প্রশ্ন কীরূপ হবে ও এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রত্যেকটির ভিতরের মানবণ্টন ও দুই অংশের সময় বণ্টন কীরূপ হবে তা ঢাবি কতৃপক্ষ চূড়ান্ত করেছিল পরীক্ষা নেওয়ার মাত্র কয়েকদিন আগে। আর আমরা তার আগেই বিভিন্ন সময়ে তারা যে সম্ভব্য সিদ্ধান্তগুলোর কথা জানিয়েছিল সেইভাবে সম্ভাব্য পদ্ধতিতে মডেল টেস্টগুলো নিয়েছিলাম; এমনকি তারা একবার সিদ্ধান্ত নিয়েছিল লিখিত অংশ সৃজনশীল করবে, আমরা তখন সম্ভাব্য সৃজনশীল প্রশ্নে লিখিত অংশের মডেল টেস্ট নিয়েছিলাম যদিও তারা আর পরবর্তীতে লিখিত অংশ সৃজনশীল করে নাই এবং পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তে এসে লিখিত অংশের প্রশ্ন শুধু বাংলা ও ইংরেজি থেকে করা হয়, সাধারণ জ্ঞান থেকে লিখিত অংশে কোনো প্রশ্ন করা হয়নি। তাই বিভিন্ন সময়ের সিদ্ধান্তে লিখিত অংশের মডেল টেস্ট প্রশ্ন করতে গিয়ে লিখিত অংশের প্রশ্ন বিভিন্ন টাইপের হয়ে গেছে। এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই; এতে অ্যাডভান্সড হয়ে কাজটি করায় স্বাভাবিকভাবেই কিছু জিনিস চূড়ান্ত প্রশ্নের ধরণের সাথে একটু এদিক সেদিক আছে।

এমনকি আমরা মডেল টেস্টে এমসিকিউ এর নম্বর বণ্টন করেছিলাম ঢাবির পূর্ববর্তী বছরগুলোর ভর্তি পরীক্ষার নম্বরের সাথে হিসেব করে ঐকিক নিয়ম করে; তখন প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২০ নম্বর পাওয়া যেতো এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা হতো, অর্থাৎ ৪ টি ভুল উত্তরের জন্য ১ টি সঠিক উত্তরের সমান নম্বর কাটা হতো। ২০১৯ এর নতুন মানবণ্টনে এখন প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়, অর্থাৎ ৫ টি ভুল উত্তরের জন্য ১ টি সঠিক উত্তরের সমান নম্বর কাটা হয়।

আমরা মডেল টেস্টে সময় বণ্টনের ক্ষেত্রেও ঢাবির পূর্বের বছরগুলোর পরীক্ষার সাথে ঐকিক নিয়ম করে সময় বণ্টন করেছিলাম। চূড়ান্ত সিদ্ধান্তে এসে ঢাবি এমসিকিউ এর জন্য ৫০ মিনিট এবং লিখিত অংশের জন্য ৪০ মিনিট সময় নির্ধারণ করে দেয়।

তাই ২০১৯ সালের মডেল টেস্টগুলোর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে চূড়ান্ত প্যাটার্ন এর মতো করে সাজিয়ে সেই পরীক্ষাগুলো আবার নেওয়াটা নিরর্থক। সেসব যেভাবে নেওয়া হয়েছে সেভাবেই ওয়েবে সংরক্ষণ করা হয়েছে। তোমরা সেই পরীক্ষাগুলো সেভাবেই দাও; এতেও তোমাদের উপলব্ধি অনেক উন্নত হবে।

আমরা বরং ২০২০ সালের মডেল টেস্টগুলো চূড়ান্ত পদ্ধতিতে অর্থাৎ ২০১৯ সালে ঢাবির ভর্তি পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে সেভাবে নেবো। তোমরা মডেল টেস্টগুলো অ্যাপস ব্যবহার করে কিংবা ওয়েবসাইট ভিজিট করে Tests অপশনে গিয়ে দিতে পারবে।


Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639